Bankura News: রাতের অন্ধকারে চলল তাণ্ডব, মুহূর্তে তছনছ হয়ে গেল সব, হাড়হিম করা ঘটনায় আতঙ্ক

Last Updated:

Bankura News: রাতের অন্ধকারে বাঁকুড়ার প্রত্যন্ত এলাকায় চলল হাতির তাণ্ডব৷ তিন তিনটে পরিবারের বাসস্থান তছনছ হয়ে যায় ঘটনায়। একটা নয়, রাতের অন্ধকারে চড়াও হয় তিনটে দামাল দাঁতাল।

+
রাতের

রাতের অন্ধকারে সব শেষ

বাঁকুড়া: রাতের অন্ধকারে বাঁকুড়ার প্রত্যন্ত এলাকায় চলল হাতির তাণ্ডব৷ তিন তিনটে পরিবারের বাসস্থান তছনছ হয়ে যায় ঘটনায়। একটা নয়, রাতের অন্ধকারে চড়াও হয় তিনটে দামাল দাঁতাল। এমনিতেই চাষের সমস্যা, তার মধ্যে এই দিন আনি দিন খাই মানুষগুলোর মাথার ছাদটাও বিপন্ন। বাঁকুড়া জেলায় এই ঘটনা নতুন নয়। পার্থিব সম্পত্তি নষ্ট, ফসল নষ্ট ছাড়াও হাতির তাণ্ডবে বহু মানুষকে প্রাণ হারাতে হয়েছে। বনদফতর নিজেদের কাজ করে চলেছে। তবে তিনটি অতিকায় হাতির সামনে সব শক্তিই অসহায় হয়ে পড়ে। সেরকম ঘটনাই ঘটল গঙ্গাজলঘাটি রেঞ্জের অন্তর্গত রামপুর গ্রাম।হাতির তাণ্ডবের জেরে গ্রামের বেশ কয়েকটি কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
প্রতি বছর, প্রত্যেকটা মুহূর্ত বাঁকুড়া জেলার জঙ্গল লাগোয়া গ্রামের মানুষগুলো হাতির আতঙ্কে বাস করে। যেকোনও মুহূর্তে বুনো হাতি গ্রামে ঢুকে পড়ে তাণ্ডব চালাতেই পারে এই দুঃস্বপ্ন নিয়ে ঘুম ছুটে যায় গ্রামের মানুষগুলোর। সেই দুঃস্বপ্ন সত্যি হল রাতের অন্ধকারে। গ্রামবাসীদের সূত্রে খবর, তিনটি বুনো হাতি গ্রামে ঢুকে রীতিমতো তাণ্ডব চালায়, হাতির তান্ডবের জেরে গ্রামের বেশ কয়েকটি কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
advertisement
advertisement
গ্রামবাসীদের একান্তের ক্ষোভ বন দফতরের উপরে। ‘চেষ্টা করছি’ এমনটাই দাবি বন আধিকারিকের। খাবারের সন্ধানে জঙ্গল লাগোয়া গ্রামে হাতি ঢুকে পড়ছে। রাতে ঘটে যাওয়া ঘটনায় ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে বন দফতর, তবে সেটা হবে সরকারি নিয়ম মেনে পর্যালোচনা করে। বিট অফিসার অশোক কর্মকার জানান ‘যাদের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা ছবি তুলে পাঠালে সেগুলো আমরা পর্যালোচনা করে উপর মহলে পাঠালে, তারপর ক্ষতিপূরণ ধার্য্য হবে।’
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: রাতের অন্ধকারে চলল তাণ্ডব, মুহূর্তে তছনছ হয়ে গেল সব, হাড়হিম করা ঘটনায় আতঙ্ক
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement