Bankura News: শেষ হওয়ার মুখে শুশুনিয়ার পাথর শিল্প, সরকারি নিষেধাজ্ঞায় সঙ্কটে শিল্পীরা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
সরকারি নিষেধাজ্ঞায় পাথর কাটতে পারছেন না শিল্পীরা। ফলে সঙ্কটের মুখে শুশুনিয়া পাহাড়ের পাথর শিল্প। জীবিকা সঙ্কটে শিল্পীরা
বাঁকুড়া: শুশুনিয়া পাহাড়ের পাথর শিল্পীদের খ্যাতি বিশ্বজোড়া। এখানকার বেশ কয়েকজন শিল্পী রাষ্ট্রপতি পুরস্কার ও রাজ্যের শ্রেষ্ঠ শিল্পীর পুরস্কার পেয়েছেন। কিন্তু সেই তাঁরাই এখন গভীর সঙ্কটে পড়েছেন। ফিরিয়ে দিতে হচ্ছে পাথরের কালী প্রতিমার অর্ডার। বন্ধ হতে বসেছে শুশুনিয়া পাহাড়ের পাথর শিল্প। অথচ সাম্প্রতিক এই শিল্পই ভারতীয় ডাক টিকিটে জায়গা করে নিয়েছে।
আগে এই শিল্পীরা শুশুনিয়া পাহাড়ের বিভিন্ন অংশ থেকে পাথর সংগ্রহ করে তা দিয়ে মূর্তি তৈরি সহ নানান শিল্পকলা গড়তেন। আসলে সুবিশাল শুশুনিয়া পাহাড় যেমন সবুজে মোড়া তেমনই পাহাড়ের বেশ কিছু অংশ পাথুরে। সেই পাথুরে অংশ থেকেই পাথর সংগ্রহ করে আনা হত। কিন্তু বর্তমানে সরকারি নিষেধাজ্ঞায় শুশুনিয়া পাহাড় থেকে পাথর সংগ্রহ বন্ধ হয়ে গেছে। পরিবেশ রক্ষার স্বার্থেই এমন নিষেধাজ্ঞা চাপিয়েছে সরকার। এরফলে সঙ্কটে পড়ে গিয়েছেন এখানকার পাথর শিল্পীরা।
advertisement
advertisement
এখানকার কিছু শিল্পী অর্ডার পেয়ে ভিন রাজ্য থেকে পাথর এনে কাজ করছেন। কিন্তু সবার পক্ষে এত খরচের বোঝা সামলে পাথর এনে কাজ করা সম্ভব নয়। এর ফলে উৎপন্ন শিল্পকর্মের মূল্য বেড়ে যাচ্ছে, যা সাধারণ মানুষের পক্ষে কেনা সম্ভব হচ্ছে না। ফলে রোজগার কমে যাওয়ায় সঙ্কট বাড়ছে এখানকার শিল্পীদের। সামনেই কালীপুজো। প্রতিবারের মতো এবারেও পাথরের কালী মূর্তি তৈরি চাহিদা আছে। কিন্তু পাথরের সঙ্কটের কারণে সমস্ত অর্ডার ফিরিয়ে দিতে হচ্ছে। ফলে হতাশা বাড়ছে। এই পরিস্থিতিতে সরকারের নীতি পরিবর্তনের আশায় দিন গুণছেন শিল্পীরা।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
November 02, 2023 6:20 PM IST