Selfie Craze: বাঁকুড়ায় বীভৎসতা, নাগরদোলায় সেলফি তুলে কেরামতি দেখাতে গিয়ে ঘটল কাণ্ড

Last Updated:

তড়িঘড়ি স্থানীয়দের সহযোগীতায় বাঁকুড়া সদর থানার পুলিশ ওই যুবতীকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য।

ঘূর্নায়মান নাগরদোলা থেকে পড়ে মৃত্যু হল এক তরুণীর- Photo- Representative
ঘূর্নায়মান নাগরদোলা থেকে পড়ে মৃত্যু হল এক তরুণীর- Photo- Representative
বাঁকুড়া : সেলফি তুলতে গিয়েই বিপত্তি, ঘূর্নায়মান নাগরদোলা থেকে পড়ে মৃত্যু হল এক তরুণীর। গাজন মেলায় নাগরদোলায় চড়া কাল হল বছর কুড়ির প্রিয়াঙ্কা বাউরির। নাগরদোলায় চেপে নিজস্বী নিতে গিয়েই নাগরদোলার বিয়ারিংয়ে চুল আটকে থাকা অবস্থায় মাটিতে ছিটকে পড়ে যুবতী। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার এক্তেশ্বর শিব গাজনের মেলায়।
বাঁকুড়ার এক্তেশ্বরে শিবের গাজন বিখ্যাত। সেই গাজন উপলক্ষ্যে বসে মেলাও। মেলাতে হাজির হয় জেলা ও জেলার বাইরের বহু মানুষ। বিভিন্ন ধরনের নাগরদোলা সহ মনোরঞ্জনকারী খেলা ও খাবারের দোকানে পসরা সাজায় ব্যবসায়ীরা ।
আরও দেখুন -
advertisement
শুক্রবার দুপুরে মেলার ঘূর্নায়মান নাগরদোলায় দাঁড়িয়ে সেল্ফি তুলতে গিয়ে এক তরুনীর মাথার চুলের গোছা আটকে যায় নাগরদোলার ঘূর্নায়মান বিয়ারিং এ। এরপরেই উপর দিকে উঠার সময় চুলের গোছাতে টান পড়ে চুলের গোছা ছিড়ে কুড়ি ফুট উঁচু থেকে নিচে পড়ে যায় ওই তরুণী।
advertisement
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর গাজন মেলায় নাগরদোলায় চড়েছিলেন বছর কুড়ির বাঁকুড়ার ভাদুলের বাসিন্দা ওই মেয়েটি। নাগরদোলায় চড়ে সেলফি নিচ্ছিলেন ওই যুবতী। এই সময়ই অসাবধানতাবশত কোনভাবে তার চুলের গোছা আটকে যায় নাগরদোলার পিলারের বেয়ারিঙে। আর তাতেই ঘটে দুর্ঘটনা।
advertisement
তড়িঘড়ি স্থানীয়দের সহযোগীতায় বাঁকুড়া সদর থানার পুলিশ ওই যুবতীকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে সেখান থেকে স্থানান্তরিত করা হয় কলকাতায় উদ্দেশ্যে। কিন্তু কলকাতা পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। শোকের ছায়া নেমে এসেছে বাঁকুড়ার শিবের গাজন মেলায় এক্তেশ্বর এলাকায়।
Priyabrata Goswami
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Selfie Craze: বাঁকুড়ায় বীভৎসতা, নাগরদোলায় সেলফি তুলে কেরামতি দেখাতে গিয়ে ঘটল কাণ্ড
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement