Bankura News: বাঁকুড়ায় ঘুরে বেড়াচ্ছে রোভার প্রজ্ঞান! কাছে যেতেই যা দেখল সকলে...
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
Bankura News: বাঁকুড়া হিন্দু হাই স্কুলের টেবিলে ঘুরে বেড়াচ্ছে রোভার প্রজ্ঞান। দেখছেন খুদে ছাত্র ছাত্রীরা।
বাঁকুড়া: বাঁকুড়া হিন্দু হাই স্কুলের টেবিলে ঘুরে বেড়াচ্ছে রোভার প্রজ্ঞান। দেখছেন খুদে ছাত্র ছাত্রীরা। চন্দ্রযান-৩, ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান এর মডেল তৈরি করে তাক লাগাল বাঁকুড়া হিন্দু হাই স্কুলের ছাত্ররা। ভূ-পৃষ্ঠ ছেড়ে চাঁদের উদ্দেশ্যে রওনা দিচ্ছে চন্দ্রযান -৩। সফট ল্যান্ডিংয়ের পর চন্দ্রপৃষ্ঠের দক্ষিণ মেরুতে দাঁড়িয়ে রয়েছে ল্যান্ডার বিক্রম।
বিক্রম থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে রোভার প্রজ্ঞান। চন্দ্রপৃষ্ঠে চলমান প্রজ্ঞান জোগাড় করছে একাধিক তথ্য। এই তিন মডেল বানিয়ে প্রদর্শন করল বাঁকুড়া হিন্দু হাইস্কুলের ছাত্ররা। চন্দ্রযান-৩ সাফল্যের আলোড়ন এখনও অব্যাহত সমগ্র দেশজুড়ে। বিজ্ঞানও প্রযুক্তিতে এই বিরাট সাফল্যের দ্বারা অনুপ্রাণিত হয়ে বাঁকুড়া হিন্দু হাইস্কুলের ছাত্ররা বানালেন এই মডেলগুলি।
আরও পড়ুন- বড়সড় বিপাকে পড়েছেন ইমন চক্রবর্তী, ওপার বাংলা থেকে সাহায্য চাইলেন গায়িকা, হঠাৎ হলটা কী?
advertisement
advertisement
কার্ডবোর্ড দিয়ে তৈরি করা হয়েছে, স্ট্যান্ডবাই মডেলগুলি। সক্রিয় মডেল গুলি তৈরি করা হয়েছে পিভিসি পাইপ, এলইডি, তার এবং রং ব্যবহার করা হয়েছে। পুরো প্রজেক্টটিতে খরচ হয়েছে দেড় হাজার টাকা।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুদীপ মুখোপাধ্যায় জানালেন, চন্দ্রযানের সাফল্যের পর বিজ্ঞানের প্রতি ঝোঁক বেড়েছে ছাত্র-ছাত্রী এবং দেশবাসীর। বেড়েছে কিছু করে দেখানোর ইচ্ছা। অ্যাপ্লিকেশন বেসড সাইনস জায়গা করে নিয়েছে দৈনিক জীবনে। ছোট্ট ছাত্র ছাত্রীদের এই কর্মকাণ্ডে গর্বিত জেলার মানুষ। একটি প্রকৃত বিদ্যালয় শিক্ষার্থীদের কল্পনাগুলিকে বাস্তবায়ন করার রাস্তা দেখায়। তাদের জন্যে খুলে দেয় নতুন দিগন্ত। ঠিক সেই চিত্রই ধরা পড়ল বাঁকুড়া হিন্দু হাই স্কুলে।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
November 19, 2023 3:14 PM IST