Bankura News: শুশুনিয়া পাহাড়ে ছড়ানো হচ্ছে অদ্ভুত বোমা! এর কাজ জানলে চোখ কপালে উঠবে
- Reported by:NILANJAN BANERJEE
- hyperlocal
- Published by:Anulekha Kar
Last Updated:
এই বোম ফাটেনা, কোনও শব্দ করে না!
বাঁকুড়া: শুশুনিয়া পাহাড়ের একটি অংশ পুরোপুরি পাথুরে। বেশ কিছু অংশ জুড়ে কোনও গাছ নেই। এই রুক্ষ পাথরের অংশটিতে সবুজায়ন ঘটাবার জন্য ছাতনা বনদপ্তর এর তরফে ছড়ানো হল বীজ বোমা। বোমা শব্দটা শুনে ভয় পাওয়ার কিছু নেই। এই বোমা হল গঠনমূলক বোমা। এই বোমা বিস্ফোরণ করে ফাটে না। পর্যাপ্ত সূর্যের আলো এবং জল পেলে এই বোমা জন্ম দেয় এক ছোট্ট বৃক্ষ যা সময়ের সাথে সাথে মহীরুহে পরিণত হবে।
বীজ, গোবর সার এবং জৈব সারের মিশ্রণকে মন্ড বানিয়ে ছোট ছোট বলের আকারে করে ছড়িয়ে দেয়া হল ফাঁকা অংশটিতে। আশা করা যাচ্ছে ভবিষ্যতে এই অংশটিতে ঘটবে সবুজের সমারহ। ছাতনা বনবিভাগের বন আধিকারিক এশা বোস জানান আকাশমনি, বাবলা এবং আরও একটি বৃক্ষ, মোট তিনটি গাছের বীজ ছড়ানো হচ্ছে যাতে গোটা পাহাড়ের মত ন্যাড়া অংশটিও সবুজ হয়ে যায়।
advertisement
আরও পড়ুন: আন্তর্জাতিক স্তরে ফুটবল খেলার সুযোগ বাংলার ২ দৃষ্টিহীন মহিলার! ঘটনা জানলে চোখে জল চলে আসবে
advertisement
একেবারে শুকনো এই অংশটি দেখলে বোঝা যাবে যে গাছ লাগানো কতটা কঠিন। দুর্গম এই স্থানে গাছ লাগিয়ে শুশুনিয়া পাহাড়কে সবুজ করতে চায় বন দপ্তর। বন আধিকারিকরা এদিন দুর্গম স্থানে স্থানে গিয়ে ছড়িয়ে এলেন সিড বম্ব।
advertisement
নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 28, 2023 5:11 PM IST







