Bankura News: আর একটু হলেই ভেঙে পড়ত 'আস্ত পাহাড়'! তারপরই শুরু হল...
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
Bankura News: প্রাগৈতিহাসিক ভূখণ্ড শুশুনিয়া। আর এই পাহাড়কে কেন্দ্র করে গড়ে উঠেছিল শুশুনিয়ার বিখ্যাত পাথর শিল্প। রইল আস্ত পাহাড় ভেঙে পড়ার হাত থেকে বাঁচার গল্প।
বাঁকুড়া: আজ যে গল্প শোনাবো সেটা একটি আস্ত পাহাড়কে রক্ষা করার গল্প। একটি আস্ত পাহাড় ভেঙে পড়ার হাত থেকে বাঁচানোর গল্প। বাঁকুড়া জেলার প্রাগৈতিহাসিক ভূখণ্ড শুশুনিয়া পাহাড়। আর এই পাহাড়কে কেন্দ্র করে গড়ে উঠেছিল শুশুনিয়ার বিখ্যাত পাথর শিল্প। যার কারুকার্য ছিল দেখার মত কিন্তু পাথর শিল্পের জন্যে দরকারি কাঁচামাল বা পাথর আসত খোদ শুশুনিয়া পাহাড় থেকে। পাহাড় কেটে নামানো হত পাথর, আশঙ্কা দেখা দিয়েছিল পাহাড়ের একাংশ ধ্বসে পড়ার। তারপরই ছাতনা বন দফতরের তৎপরতায় শুরু হয় পাহাড় বাঁচাবার অভিযান। বেআইনি ভাবে পাথর কেটে নামানো বন্ধের জন্যে যা যা করণীয় ছিল সেই সব পন্থা। বর্তমানে পাথর নামানো প্রায় বন্ধ।
অত্যন্ত প্রাচীন ভূখণ্ড শুশুনিয়াতে গবেষণা করতে আসেন গবেষকরা। তার সঙ্গে এলাকার সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে। দীর্ঘদিন ধরে পাহাড়ের একটি ন্যাড়া অংশে পাথর করে হলে বিকৃত হতে পারত পাহাড়ের গঠন। তাছাড়া পাহাড়ের এক অংশে রয়েছে রাজা চন্দ্রবর্মার বহু প্রাচীন শিলালিপি অর্থাৎ পাহাড়ের ঐতিহ্য এবং ইতিহাসকে রক্ষা করতেই একপ্রকার তৎপর হয়ে পাহাড়ে আগুন লাগা , পাহাড়ে পাথর কাটার বিরুদ্ধে কাজ করছে বন দফতর। সঙ্গে শুশুনিয়া পাহাড়ের বন্ধ্যা জমিতে ফেলা হচ্ছে বীজ বোমা যাতে পাথরেও ফুল ফোটে।
advertisement
আরও পড়ুন- ‘ব্লাউজ খুলে শুধু ব্রা পরতে হবে’, অমিতাভের সঙ্গে শ্যুটিংয়ে মেজাজ হারান মাধুরী, পরের ঘটনা আরও ভয়ঙ্কর
advertisement
সাম্প্রতিক ভারতীয় ডাক টিকিটে জায়গা করে নিয়েছে শুশুনিয়ার পাথর খোদাই শিল্প কিন্তু সেই শিল্প আজ প্রায় বন্ধের মুখে। বাইরে থেকে পাথর কিনে শিল্পীদের পক্ষে শিল্প বজায় রাখা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বন দফতরের তৎপরতায় এবং সরকারের সহায়তায় শুশুনিয়া পাহাড়ের রোগ উপসম হলেও হারিয়ে গেছে ঐতিহ্যবাহী পাথর শিল্প, শিল্পীরা বেছে নিয়েছেন অন্য ব্যবসা। কিভাবে পাহাড়ের ক্ষতি না করে বজায় রাখা যায় এই ঐতিহ্যবাহি শিল্প তা নিয়ে থেকে যাচ্ছে প্রশ্ন।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 09, 2023 4:37 PM IST