Bankura News: বাঁকুড়া রবীন্দ্রভবনে খুলছে সিনেমা হল, সরকারি সিদ্ধান্তে আপত্তি সাংস্কৃতিক মহলের
- Published by:kaustav bhowmick
- news18 bangla
Last Updated:
শহরে আবার সিনেমা হল চালু হবে শুনে যারপনাই খুশি বাঁকুড়াবাসী। এতদিন সিনেমা দেখতে হলে তাঁদের দুর্গাপুরে যেতে হত। কিন্তু এবার বাঁকুড়াতেই পছন্দের সিনেমা দেখতে পাবেন তাঁরা।
বাঁকুড়া: আপনার জানা একটি শহরের নাম বলুন যে শহরে কোনও সিনেমা হল নেই? বা কোনও সিনেমা হল থাকলেও সেটি অনেকদিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে। এরকম একটি শহরের নাম বলতে গেলে যথেষ্ট বেগ পেতে হতে পারে। কিন্তু বাঁকুড়ার সিনেমাপ্রেমীদের এমনই দুর্ভাগ্য যে টলিউড, বলিউড বা হলিউড যে কোনও সিনেমা দেখতে হলেই তাঁদের অন্যত্র যেতে হয়। কারণ দীর্ঘদিন ধরে প্রেক্ষাগৃহে গিয়ে নিজের পছন্দের সিনেমা উপভোগ করার সুযোগ ছিল না। তবে অবশেষে সেই পরিস্থিতি বদলাতে চলেছে। বাঁকুড়া রবীন্দ্রভবনে খুলতে চলেছে সিনেমা হল, লাগানো হবে নতুন স্ক্রিন।
শহরে আবার সিনেমা হল চালু হবে শুনে যারপনাই খুশি বাঁকুড়াবাসী। এতদিন সিনেমা দেখতে হলে তাঁদের দুর্গাপুরে যেতে হত। কিন্তু এবার বাঁকুড়াতেই পছন্দের সিনেমা দেখতে পাবেন তাঁরা। এই প্রসঙ্গে বাঁকুড়ার জেলাশাসক বলেন, বহুদিন ধরে বঞ্চিত ছিলেন বাঁকুড়ার সিনেমাপ্রেমী যুবসমাজ। রবীন্দ্র ভবনে সিনেমা হল চালু হলে তাঁদের সেই আক্ষেপ মিটবে।
আরও পড়ুন: আলু চাষিদের স্বার্থে খুলে গেল বন্ধ হিমঘর
advertisement
advertisement
তবে বাঁকুড়া শহরের সাংস্কৃতিক চর্চার পিঠস্থান রবীন্দ্রভবনে সিনেমা হল চালু হওয়া নিয়ের সিদ্ধান্ত বিতর্ক দেখা দিয়েছে। জেলার প্রত্যেকটি উল্লেখযোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে নাটক এই রবীন্দ্রভবনেই মঞ্চস্থ হয়। তাই রবীন্দ্রভবনে সিনেমা হল খোলার সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত তা নিয়ে উঠছে প্রশ্ন। জেলার সংস্কৃতিক মহলের আশঙ্কা, আগামী দিনে আগাম ভাড়া দিয়ে নাটকের জন্য রবীন্দ্রভবন বুক করে রাখলেও শেষ মুহূর্তে সেই বুকিং ক্যানসেল করে সিনেমা দেখানও হতে পারে। এমনিতেও বিনা কারণে শেষ মুহূর্তে রবীন্দ্রভবনের বুকিং ক্যানসেল করার ভুরি ভুরি নজির আছে। সেখানে সিনেমা দেখানো শুরু হলে এই ঘটনা আরও বাড়বে বলে আশঙ্কা।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জি
Location :
Kolkata,West Bengal
First Published :
March 10, 2023 1:04 PM IST