বাঁকুড়া: শহরের হকারদের জন্য দারুন সুখবর। বাঁকুড়ার ভৈরব স্থান মোড় থেকে কলেজ মোড় পর্যন্ত তৈরি হতে চলেছে বাণিজ্যিক ফুটপাত। সেখানে নির্বিঘ্নে হকাররা ব্যবসা করার সুযোগ পাবেন। হকারদের ব্যবসা করার সুযোগ করে দেওয়ার জন্য এমন ফুটপাত তৈরির ভাবনা বেশ অভিনব।
আরও পড়ুন: হাসপাতালের একমাত্র সার্জেনকে অন্যত্র বদলি, মাথায় হাত মাথাভাঙাবাসীর
হকারদের জন্য বাণিজ্যিক ফুটপাত তৈরির এই ভাবনা পুরোপুরি বাঁকুড়া পুরসভার। এই ঘোষণায় শহরের হকাররা স্বাভাবিকভাবেই অত্যন্ত খুশি। যদিও সাধারণ মানুষের মধ্যে এই নিয়ে অসন্তোষ দানা বেঁধেছে। বাঁকুড়াবাসীর একাংশের বক্তব্য, মাচানতলায় এমনিতেই রোজ ব্যাপক যানজট হয়। তাঁদের মতে, ফুটপাত দখল করে হকাররা বসে থাকার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়। একই ছবি দেখা যায় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের প্রধান গেটের সামনে। সেখানে অ্যাম্বুলেন্স যাতায়াত করার মত ফাঁকা জায়গা থাকে না বলে অভিযোগ। শহরবাসীর দাবি, এই অবস্থায় হকারদের জন্য নির্দিষ্ট ফুটপাত তৈরি করলে শহরের যানজট আরও বাড়বে।
এদিকে পুরসভা সূত্রে জানা গিয়েছে, বাণিজ্যিক ফুটপাত তৈরির জন্য ৮৫ লক্ষ ৫৩ হাজার টাকা বরাদ্দ হয়েছে। এই টাকা দিয়ে তৈরি ফুটপাতে হকাররা বসবেন, সেখান দিয়ে সাধারণ মানুষকে হাঁটতে দেওয়া হবে না। এই সিদ্ধান্তে খুশি বাঁকুড়ার হকার রাজু মাঝি বলেন, এমনিতেই কোভিডের পর বিক্রিবাটা অনেক কমে গিয়েছে। ফলে আর্থিকভাবে অত্যন্ত কষ্টের মধ্যে দিন কাটাতে হচ্ছে আমাদের। বাধ্য হয়ে রাস্তায় দোকান করেছিলাম, কিন্তু সেই দোকান তুলে দেওয়া হয়। তাঁর আশা বাণিজ্যিক ফুটপাত তৈরি হলে তিনি আবার সেখানে দোকান দিতে পারবেন।
নীলাঞ্জন ব্যানার্জী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bankura news, Footpath, Hawkers