Success Story: এক চিলতে ঘরে অনুশীলন করেই রিয়্যালিটি শো-এ নাম উজ্জ্বল অভাবী অটোচালকের মেয়ের

Last Updated:

Success Story: রিজার্ভেশন না পেয়ে প্রায় আটচল্লিশ ঘন্টা ধরে জেনারেল বগির ভিড় উপেক্ষা করে মেঘা পৌঁছান মুম্বাই

+
মেঘা

মেঘা একজন উদাহরণ

নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া: এক সর্বভারতীয় রিয়ালিটি শো’তে বাঁকুড়ার নাম উজ্জ্বল করলেন চার তরুণী। তরুণীরা অংশ নিয়েছিলেন ‘গোল্ডেন গার্লস’ ডান্স গ্রুপের হয়ে। দুর্দান্ত ফল করে বাঁকুড়ার মুকুটে নতুন পালক জুড়লেন তারা। বাঁকুড়ায় পা রাখতেই সমারোহে গ্রহণ করা হয় চারজনকে। এই চার তরুণীর নৃত্য কুশলতায় মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলেন বিচারকরা। এই চারজনের এক তরুণী হলেন মেঘা রুইদাস। চরম আর্থিক প্রতিকূলতা কাটিয়ে নিজের স্বপ্ন তাড়া করেছেন তিনি। মেঘার বাবা একজন অটোচালক। গ্রাম এবং মফঃস্বলের মেয়েরাও পারে করে দেখাতে। করে দেখালেন মেঘা। ঘরে অভাবের ছাপ স্পষ্ট। তাও অজুহাত না দিয়ে মেঘা জানান যে তার যতটুকু রয়েছে সেটা নিয়েই তিনি খুশি।
‘যে রাঁধে সে চুলও বাঁধে’, তারই এক নিদর্শন দেখালেন বাঁকুড়ার মেয়ে মেঘা। চলতি অনুষ্ঠানের মাঝেই ডাক পান মেঘা রুইদাস। সেই মুহূর্তে পাননি কোনও ট্রেনের রিজার্ভেশন। স্বপ্নের হাতছানিকে উপেক্ষা করতে না পেরে অনিশ্চয়তা নিয়ে বাবার হাত ধরে বেরিয়ে পড়ে মেঘা। প্রায় আটচল্লিশ ঘণ্টা ধরে জেনারেল বগির ভিড় উপেক্ষা করে তাঁরা পৌঁছান মুম্বই। মেয়ের এই সফলতাতে আবেগঘন হলেন বাবা অরুণ রুইদাস।
advertisement
ঘরে রয়েছে স্থান অকুলান। তার মধ্যেই অনুশীলন করেন মেঘা। বড় জায়গার দরকার হলে রাত ১০ টার পর রাস্তায় অনুশীলন করেছেন তিনি। স্বল্পতাকে আশ্রয় করেও সফলতার পথে মেঘা রুইদাস। মেঘার মা নীতু রুইদাস জানালেন সেই সংগ্রামের গল্প। বাঁকুড়া থেকে মুম্বই যাওয়ার অভিযান মোটেই ছিল না সহজ।
advertisement
অজুহাত দেন না মেঘা। বাঁকুড়া শহরের পাঁচবাগা বিবাদীবাগ এলাকায় তাদের বাড়িতে মেঘার ঘরটি দেখলেই সেই কথাটা স্পষ্ট হবে। চুন সুড়কি খসে পড়লেও আর পাঁচটা তরুণীর মতই পরিপাটি করে সাজানো রয়েছে তার ঘর। ঠিক একই ভাবে ধীরে ধীরে সেজে উঠছে নৃত্য নিয়ে মেঘার ভবিষ্যৎ।
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Success Story: এক চিলতে ঘরে অনুশীলন করেই রিয়্যালিটি শো-এ নাম উজ্জ্বল অভাবী অটোচালকের মেয়ের
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement