Kids English Speaking: জেলার বাচ্চারা গড় গড় করে বলবে ইংরেজি! শুধু জানতে হবে বিশেষ পদ্ধতি
- Reported by:NILANJAN BANERJEE
- hyperlocal
Last Updated:
Bankura News Child Learning: কী নেই? অ্যাবাকাস থেকে শুরু করে নম্বর গেম, বিভিন্ন সহজ এবং জ্বটিল পাজেল।
বাঁকুড়া: দিনদিন জনপ্রিয়তা পাচ্ছে খেলার ছলে ছোট্ট বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার পদ্ধতি। পাশ্চাত্যের মতই প্রাচ্যে এবং ভারতে সেই ছবিই দেখা যাচ্ছে। একদম খেলার ছলে শিক্ষা, কোনও মানসিক চাপ থাকবে না, থাকবে না পরীক্ষার ভয়! শিশু মন যা চায়, অর্থাৎ খেলার মাধ্যমেই তারা শিখবে নানান শিক্ষা।
বড় বড় শহরগুলিতে এই ধরনের আধুনিক প্রি-স্কুল থাকলেও বাঁকুড়া জেলায় সচরাচর দেখা যায় না আধুনিক প্রি-স্কুল।বাঁকুড়া শহরের বুকে ১০ নম্বর ওয়ার্ডে প্রতাপবাগান এলাকার বাঁকুড়া পৌর উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় খুলে গেল সেই রকমই ফার্স্ট ক্রাই ইনটেলিটটস আধুনিক প্রি-স্কুল।
আরও পড়ুন Luxury Bus Stolen: গোটা লাক্সারি বাস চুরি, জ্যামে আটকে ধরা পড়ল চোর!
মাত্র দুই বছর থেকে ৬ বছরের শিশুরা খেলার ছলে শিখবে নানান জিনিস। কী নেই? অ্যাবাকাস থেকে শুরু করে নম্বর গেম, বিভিন্ন সহজ এবং জটিল পাজেল। ইনটেলিটটস এর সেন্টারহেড পর্ণা কুন্ডু দত্ত জানান, ” ভাল পড়াশোনায় হওয়ার পাশাপাশি ক্রিয়েটিভ এবং সহানুভূতিশীল ছাত্র-ছাত্রী তৈরি করাই আমাদের মূল উদ্দেশ্য।মূলত একবিংশ শতাব্দীর আধুনিক প্রি-স্কুল পদ্ধতির উপর জোর দিয়ে এখানে খেলার ছলে শিক্ষা দেওয়া হবে।”
advertisement
advertisement
টডলার, নার্সারি, প্রি-প্রাইমারিওয়ান এবং প্রি-প্রাইমারি টু এই চার শ্রেণীতে কুড়িজন ছাত্র-ছাত্রী নেওয়া হবে। ভর্তি হতে গেলে প্রতিষ্ঠানে গিয়ে যোগাযোগ করতে হবে, তারপর ফর্মফিলাপের মাধ্যমে বাচ্চার বয়স দেখে নিযুক্ত করা হবে। ভর্তি চলবে ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ পর্যন্ত।
জঙ্গলের থিম দিয়ে তৈরি হয়েছে ক্লাস রুম। দেওয়ালে উড়ছে মৌমাছি আবার রোদ পোহাচ্ছে কুমির, সঙ্গে উঁকি মারছে জিরাফ। তাদের মাঝেই বিভিন্ন টুলস নিয়ে খেলা করছে ছাত্র-ছাত্রীরা। খেলা করছে বললে ভুল হবে। খেলার ছলে নতুন জিনিস শিখছে তারা।বহুদিন ধরেই বাঁকুড়া শহরে এবং বাঁকুড়া জেলাতে এরকম একটি আধুনিক প্রি-স্কুলের প্রয়োজন ছিল বলে মনে করছেন অভিভাবিকা এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা জয়শ্রী সেন।
advertisement
তিনি জানান , “শেখার বয়সটা আরেকটু পরে শুরু হয়। ভয় দিয়ে নয়, বাচ্চাদেরকে খেলার ছলে শেখালে সেই শিক্ষা তাদের মনে থাকে সারা জীবন। লিটিলটটসসের মত আধুনিক প্রি-প্রাইমারি বিদ্যালয় আমি অনেকদিন ধরেই খোঁজ করছিলাম বাঁকুড়ায়।” স্কুলের জোনাল হেড শান্তনু মজুমদার জানান, “বাঁকুড়াকে আমরা একটা নতুন কিছু উপহার দিতে চাই। শিক্ষা ক্ষেত্রে বাঁকুড়ার প্রতিভা আমরা সবাই জানি। সেই প্রতিভা গুলিকেই ব্যবহার করতে চাই।”
advertisement
সবকিছুর মাঝে ছোট ছোট কচিকাঁচাদের উন্মাদনা চোখে পড়ার মত । বিদ্যালয় নয় এ যেন পার্ক এ এসেছে তারা। কেউ চাপছে ছোট গাড়িতে আবার কেউ চাপছে দোলনায়। বা অন্যান্য বাচ্চাদেরকে দেখা গেল ছোট ছোট পাজেল সলভ করতে। কেউ কেউ আবার নাড়াচাড়া করছে রঙিন বইগুলো। আর্থসামাজিকভাবে পিছিয়ে পড়া বাঁকুড়া জেলা। তবে বাঁকুড়ায় খামতি নেই প্রতিভার। আধুনিক প্রি-প্রাইমারি বিদ্যালয় ফাস্ট ক্রাই আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে পরিকল্পনা করার আশ্বাস দিয়েছে।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
আরও খবর পড়তে ফলো করুন
Location :
Kolkata,West Bengal
First Published :
December 25, 2023 12:38 PM IST