Durga Puja 2023: তোপ দেগে ১৫ দিন আগেই শুরু মল্লরাজাদের ১০২৭ বছরের মৃন্ময়ী আরাধনা
- Published by:Arpita Roy Chowdhury
- hyperlocal
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Durga Puja 2023: ব্যস্ততার মধ্যেই ১০২৭ বছরের রীতি অনুযায়ী জিতাষ্টমীর ঠিক পরের দিন অর্থাৎ নবমী তিথি ধরে শুরু হল দেবী মৃন্ময়ীর বন্দনা
নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া: দুর্গাপুজোর ১৫ দিন আগেই মল্লভূম বিষ্ণুপুরের ১০২৭ বছরের প্রাচীন বিষ্ণুপুরের রাজ পরিবারের কুলদেবী মা মৃন্ময়ীর হল আগমন। অন্যান্য জায়গায় পুজো শুরু হতে এখনও বাকি ১৫ দিন। প্রস্তুতির ব্যস্ততা চোখে পড়ার মতো। তবে সেই ব্যস্ততার মধ্যেই ১০২৭ বছরের রীতি অনুযায়ী জিতাষ্টমীর ঠিক পরের দিন অর্থাৎ নবমী তিথি ধরে শুরু হল দেবী মৃন্ময়ীর বন্দনা। সারা রাজ্যের বেশিরভাগ স্থানে কালিকাপুরাণ মতে দুর্গা পুজো হয়, তবে শুরুর দিন থেকে বিষ্ণুপুরের রাজপরিবারের মৃন্ময়ীয় পুজো হয় বলিনারায়ণী পুঁথির নিয়ম মেনে। রয়েছে স্থানীয় ফৌজদার পরিবারের অঙ্কিত তিন বিশেষ পট।
কথিত, মল্লরাজ জগৎমল্ল বেরিয়েছিলেন শিকারের উদ্দেশে। পথ হারিয়ে এক সময় ক্লান্ত হয়ে আশ্রয় নেন বটবৃক্ষের নিচে। কথিত আছে সেই বটবৃক্ষের নীচেই মল্লরাজ জগৎমল্লর সঙ্গে ঘটে একাধিক অলৌকিক অভিজ্ঞতা। বটগাছের নীচে তৈরি হয় সুবিশাল মন্দির। ঘন জঙ্গল কেটে মল্ল রাজধানী সরিয়ে আনা হয় বিষ্ণুপুরে। শোনা যায় একসময় নরবলি হত পুজোয়। তবে পরবর্তীকাল মল্লরাজ বৈষ্ণব ধর্মের ছত্রছায়ায় আসার পর বন্ধ হয়ে যায় নরবলি। পরিবর্তে তোপ দেগে ঘোষণা করা হয় পুজোর সমস্ত নির্ঘণ্ট। আজও স্থানীয় মূর্ছা পাহাড় থেকে ছোট তোপ দেগে জানান দেওয়া হয় মায়ের আগমন।
advertisement
advertisement
কালের কালান্তরে হারিয়ে গেছে, সুবিশাল রাজ্যপাট। নেই বিশাল রাজপ্রাসাদ। মল্ল রাজধানী বিষ্ণুপুরের সব জায়গায় লেগেছে আধুনিকতার ছোঁয়া। তবে আজও বোধনের ১৫ দিন আগে শুনতে পাওয়া যায় তোপধ্বনি। আনন্দে মাতেন বিষ্ণুপুরবাসী।
Location :
Kolkata,West Bengal
First Published :
October 09, 2023 2:09 PM IST