Milan Mela: এক মুঠো চিঁড়ে খাওয়ার জন্য এই মেলায় দূরদূরান্ত থেকে ছুটে আসে সব ধর্মের মানুষ!

Last Updated:

সামান্য এক মুঠো চিঁড়ে, আর সেটাই এক‌ই সুতোয় বেঁধে দিয়েছে সব ধর্মের মানুষকে

+
এক

এক মুঠো চিঁড়ের জন্য

বাঁকুড়া: স্রেফ একমুঠো চিঁড়ে, ব্যাস এটুকুই লাগে সমস্ত সম্প্রদায়ের মানুষের একজোট হয়ে আনন্দ মেতে উঠতে! এই উৎসবের রীতিই হল- সবাই এক জায়গায় জড়ো হয়ে মহানন্দে চিঁড়ে মেখে খাবেন। সেইসঙ্গে থাকে পুজো-আচ্চা। আর এতে অংশ নেয় সব সম্প্রদায়ের মানুষ। সাম্প্রদায়িক বিভাজনের বিষবাষ্পে দগ্ধ ভারতেই হয় এমন এক অভিনব মিলন উৎসব বা মিলন মেলা। আরও ভালো করে বললে, এই বাংলাতেই দেখা যায় এমন এক পরিমিত উপকরণের বৃহৎ ব্যঞ্জনাময় মিলন মেলা।
সামান্য এক মুঠো চিঁড়ের টানে সমস্ত সম্প্রদায়ের মানুষের যুথবদ্ধভাবে উৎসবে মেতে ওঠার এই অনন্য দৃশ্য দেখা যায় বাঁকুড়ার ইন্দাসে। সেখানকার হিয়াত নগরে অবসূ সত্যপীর বাবার আস্তানায় বসে এই অভিনব মিলন মেলার আসর।
দেশ স্বাধীন হ‌ওয়ার আগের থেকে এই মেলা চলে আসছে। প্রায় একশো বছরের ইতিহাস। আজও চলে আসছে সকলে মিলে চিঁড়ে মেখে খাওয়ার রীতি। এই হিয়াতনগর একটি অতি জনপ্রিয় ধর্মস্থান। সেখানেই প্রতিবছর পৌষ মাসের ২০ তারিখের পর যেকোন‌ও এক বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় এই মিলন মেলা। সকলে একসঙ্গে বসে দুধ, দই দিয়ে চিঁড়ে ও ফলমূল মেখে খান। এই মিলন উৎসবকে কেন্দ্র করে ছোট্ট একটা মেলাও বসে।
advertisement
advertisement
সত্যপীর বাবার আস্তানায় আয়োজিত এই মিলন মেলায় অনায়াসেই পরিবারকে নিয়ে কয়েক ঘণ্টা কাটানো যায়। আশপাশের গ্রাম থেকে সমস্ত জাতি ও ধর্মের মানুষ ঐদিন সেখানে এসে হাজির হন। সকলে একত্রিত হয়ে নিষ্ঠাভরে পুজো দেন। তারপর শুরু হয় চিঁড়ে মেখে খাওয়ার অনুষ্ঠান।
advertisement
এই বছরেও যথারীতি এই মিলন মেলা আয়োজিত হয়েছে এবারে মানুষের ভিড় এমনিতেই একটু বেশি ছিল সকলেই চিরাচরিত রীতি মেনে চিঁড়ে মেখে খান।
নীলাঞ্জন ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Milan Mela: এক মুঠো চিঁড়ে খাওয়ার জন্য এই মেলায় দূরদূরান্ত থেকে ছুটে আসে সব ধর্মের মানুষ!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement