ভাইরাল ‘অপরাধী’ তৈরি মাত্র ১৫ মিনিটে, বহু অজানা কথা শোনালেন আরমান আলিফ

Last Updated:
#কলকাতা: কম বাজেটের মিউজিক ভিডিও নিয়েও গ্লোবাল র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো ১০০টি গানের মধ্যে ঢুকে পড়েছে তরুণ শিল্পী আরমান আলিফের গান ‘অপরাধী’। ইউটিউবের গ্লোবাল টপ মিউজিক ভিডিও বিভাগে এখন ৮০তম অবস্থানে রয়েছে গানটি ৷ ইতিমধ্যেই ইউটিউব পেজে এই গানটির ভিউয়ারশিপ ৫ কোটি ৪০ লক্ষ ছাড়িয়েছে ৷ এই গানই এখন সোশ্যাল মিডিয়ায় ‘হট কেক’৷ ‘অপরাধী’গানটি গেয়ে ভিডিও তুলে, তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেওয়াটাই এখন সোশ্যাল মিডিয়ায় নতুন ট্রেন্ড ৷ এ সব দেখে শুনে কী মনে হচ্ছে এই গানের গায়ক থেকে, সুরকার ও আরমান আলিফের? তাঁর মুখ থেকেই গোটা ঘটনাটি জানতে ফোন করা হল শিল্পীকে ৷ মনের কথা নিউজ এইটিন বাংলা ডট কমকে খুলে বললেন ১৮ বছরের এই গায়ক ৷
তোমার গান তো এখন সব বাঙালির মুখে মুখে ৷ এর মধ্যেই গানটির ভিউয়ারশিপ পাঁচ কোটি ছাড়িয়ে গিয়েছে ৷ এই সাফল্য কেমন লাগছে?
ভীষণ ভাল একটা অভিজ্ঞতা ৷ সত্যি বলতে এত বড় সাফল্য পাব ভাবিনি ৷ গানটা এতটা হিট হবে বুঝিনি আগে ৷ তবে নিজের কাজের প্রতি বিশ্বাসটা ছিল ৷ আর সেই বিশ্বাসের উপর ভর করেই গানটা তৈরি করতে ফেললাম ৷
advertisement
27657202_431828123899009_7414854774447124188_n
advertisement
আরমান আলিফ ৷ ছবি: আরমান আলিফের ফেসবুক পেজের সৌজন্যে ৷
আচ্ছা, তুমি কি প্রথাগতভাবে গানের তালিম নিয়েছো?
না না, আমি গান শিখিনি কখনওই ৷ যখন নার্সারিতে পড়ি, তখন একবার স্কুলে পারফর্ম করেছিলাম ৷ সেই থেকে গানের প্রতি ভাল লাগা শুরু ৷ তখন থেকেই যে কোনও ধরনের গান শুনতাম ৷ আর নিজে নিজেই সেই সব গান গাওয়ার চেষ্টা করতাম ৷ যখন একটু বড় হলাম ৷ ভাবলাম অন্যের গান তো গেয়ে ফেলি ৷ যদি একটা গান সম্পূর্ণ আমার হয় ৷ কেমন হয় ব্যাপারটা ৷ ব্যস, গানের কথা লেখার প্র্যাক্টিস শুরু করলাম ৷ সঙ্গে সঙ্গে সুর দিতে শুরু করলাম ৷ এর আগে আরও দুটি গান ইউটিউবে মুক্তি পেয়েছে ৷ ‘অপরাধী’হল আমার বানানো তিন নম্বর ৷
advertisement
এই গানটি তৈরির আগে অনেকটা সময় গিয়েছিল...
বিশ্বাস করবেন কিনা জানি না! এই গানটি তৈরি হয়েছিল মাত্র ১৫ মিনিটে ৷ ‘চন্দ্রবিন্দু বিডি’নামে আমার একটা ব্যান্ড রয়েছে ৷ একদিন আমরা ঠিক করি যে, একটা গান তৈরি করব ৷ সেইমতো আমরা সবাই একটা জায়গায় এসে জড়ো হই ৷ গানের কথা লেখা শুরু হল ৷ এবার সুর দেওয়ার পালা ৷ মাথার মধ্যে সুর খেলে গেল ৷ বললাম ক্যামেরায় মুহূর্তগুলো ধরে রাখতে ৷ গিটার বাজিয়েই গানটা গাওয়া শুরু হল ৷ গান তৈরির মুহূর্তটা ক্যামেরা বন্দি হল ৷ আর সেই ভিডিওটাই আপলোড করা হল ইউটিউবে ৷
advertisement
33828463_479840605764427_6519019181411663872_n
আরমান আলিফ ৷ ছবি: আরমান আলিফের ফেসবুক পেজের সৌজন্যে ৷
সেই ভিডিও জনপ্রিয় হওয়ার পর কী ‘অপরাধী’র ভিডিও তৈরি হল?
একদমই তাই ৷ আমার গান শুনে পছন্দ হয় ‘ঈগল মিউজিক’-এর ৷ তাঁদের অফিসে আমাদের ডেকে পাঠায় ৷ তাঁরাই বলেছিল যে, এই গানটা খুব ভাল হয়েছে ৷ গানটা একটা ভিডিও হলে মানুষের কাছে আরও গ্রহণযোগ্য হবে ৷ তাঁদের উদ্যোগেই তৈরি হল ‘অপরাধী’র ভিডিও ৷
advertisement
এত তো গানের ভিড় ৷ তার মধ্যেওএই গান মানুষের কাছে এত আপন হয়ে উঠল ৷ এর কারণ কী মনে হয় ?
আমি ঠিক জানি না। হয়তো গানের কথা অনেক সহজ। অনেকের জীবনের সঙ্গে মিলে যায়! তাই ৷
তবে বলছ যে, গানের কথার সঙ্গে তোমার জীবনেরও মিল আছে...
(হাসি...) না বললে, আবার অন্যভাবে আমার পেট থেকে কথা বের করার জন্য ঘুরিয়ে প্রশ্ন করবেন ৷ তাই বলছি, হ্যাঁ আছে ৷
advertisement
তোমার জীবনের সেই ‘অপরাধী’টি কে?
কেউ একজন ছিল ৷ তবে কে সে? সেই আলোচনাটা থাক না!
আচ্ছা ‘অপরাধী’গানের গায়ক একজন গানপাগল মানুষ সে কথা তো বোঝা গেল ৷ আরেকটু অন্যভাবে আরমানকে চেনা যায় কি?
advertisement
আরমান আলিফ ঢাকার বাসিন্দা ৷ (হাসি...) ঢাকার কমার্স কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্র ৷ পড়াশোনা আর গান-বাজনা একই সঙ্গে চলছে ৷
বাড়ির মানুষগুলো বাড়ির ছেলেটার এই জনপ্রিয়তায় কতোটা খুশি?
সবাই খুব খুশি ৷ আমরা তিন ভাই-বোন ৷ দিদি বড় ৷ আমি মেজো আর ভাই ছোট ৷ এক সুখের পরিবার ৷ আর আছেন মা-বাবা ৷ সবাই খুশি ৷ আর আমার এই সাফল্যের পিছনে মায়ের অবেকটা অবদান রয়েছে ৷ আমার মায়ের খুব আগ্রহ গানের প্রতি। এরপরই আমার গানের প্রতি প্রচণ্ড আগ্রহ জন্মায় ৷
এরপরের প্রজেক্ট কী?
আমার পরবর্তী গান ‘আয়না’৷ আগামী ইদেই মুক্তি পেতে চলেছে এই গান ৷ আশা করি ‘অপরাধী’র মতো মানুষ এ
বাংলা খবর/ খবর/বিনোদন/
ভাইরাল ‘অপরাধী’ তৈরি মাত্র ১৫ মিনিটে, বহু অজানা কথা শোনালেন আরমান আলিফ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement