মু্ক্তির প্রথম দিনেই ২৫ কোটি টাকার ব্যবসা করল ‘বাঘি ২’

Last Updated:
#কলকাতা: মুক্তির প্রথম দিনেই কামাল দেখিয়েছে টাইগার শ্রফ ও দিশা পাটানি অভিনীত ‘বাঘি ২’ ৷ এই ছবি নিয়ে উত্তেজনা তুঙ্গে ছিল ৷ মুক্তির পর উত্তেজনা কয়েক গুণ বেড়ে গেল ৷ প্রথম দিনের ব্যবসার নিরিখে বহু মাল্টি স্টারার হিন্দি ছবিকে পিছনে ফেলে দিয়েছে ‘বাঘি ২’ ৷ জানা গিয়েছে, মাত্র একদিন এই ছবি ২৫.১০ কোটি টাকার ব্যবসা করেছে ৷
মারকাটারি অ্যাকশন সঙ্গে টাইগার শ্রফ এবং দিশা পাটানির চুটিয়ে ড্যান্স পারফরম্যান্স এই ছবির ইউএসপি বলছেন ফিল্মি বোদ্ধারা ৷ শোনা যাচ্ছে, প্রথমদিনের ব্যবসার নিরিখে রেকর্ড গড়ে ফেলেছে ‘বাঘি ২’ ৷ ট্রেড বিশেষজ্ঞদের মতে এই সপ্তাহে পরপর তিনদিন ছুটি থাকায় আরও কিছু ব্যবসা করবে এই ছবিটি ৷
advertisement
advertisement
একই সঙ্গে টাইগারের ফ্যানের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে ৷ সেই দিকটাও ফেলতে পারছেন না ফিল্মি সমালোচকরা ৷ ২০১৬-য় মুক্তি পাওয়া ছবি ‘বাঘি’-র সিকোয়েল এই ‘বাঘি ২’। টাইগার-দিশা ছাড়াও এতে রয়েছেন মনোজ বাজপেয়ী, রণদীপ হুডা, প্রতীক বব্বর ও দীপক দোব্রিয়াল। আজ গুড ফ্রাইডের ছুটি থাকায় ছবিটির বক্স অফিসে ঝনঝনানি অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে।
advertisement
‘বাঘি ২’ পরিচালনা করেছেন আহমেদ খান। প্রযোজনায় ফক্স স্টার স্টুডিওজ ও সাজিদ নাদিয়াদওয়ালা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মু্ক্তির প্রথম দিনেই ২৫ কোটি টাকার ব্যবসা করল ‘বাঘি ২’
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement