‘অনৈতিক পথে সরকার গড়ছে কংগ্রেস’ সাংবাদিক সম্মেলনে তোপ ইয়েদুরাপ্পার
Last Updated:
‘অনৈতিক পথে সরকার গড়ছে কংগ্রেস’ সাংবাদিক সম্মেলনে তোপ ইয়েদুরপ্পার
#বেঙ্গালুরু: শেষ মুহূর্তে একেবারে ওভার বাউন্ডারি ৷ মুখের সামনে থেকে জয় ছিনিয়ে নিতে চলেছে কংগ্রেস ৷ বিজেপি ম্যাজিক ফিগার ছুঁতে অসমর্থ হতেই জেডিএসের সঙ্গে মিলে সরকার গড়ার ডাক দিল কংগ্রেস ৷
এতেই প্রায় মরিয়া হয়ে উঠেছে বিজেপি ৷ যেন তেন প্রকারে কংগ্রেসকে সরকার গড়তে রুখে দিতে চায় গেরুয়া শিবির ৷ হাতের মধ্যে পেয়েও মুখ্যমন্ত্রীত্ব হারাতে বসা ইয়েদুরাপ্পা সাংবাদিক সম্মেলনে উগরে দিলেন নিজের ক্ষোভ ৷ তিনি বলেন, ‘অনৈতিক পথে সরকার গড়ছে কংগ্রেস ৷ জেডিএসের সঙ্গে জোট অনৈতিক ৷’
ম্যাজিক ফিগার ছুঁতে না পারলেও কর্ণাটকে একক সংখ্যাগরিষ্ঠ দল বিজেপি ৷ কর্ণাটকে ২২২ আসনে ভোটগণনা। ১০৪টি আসনে জয়ী বিজেপি। ম্যাজিক ফিগার থেকে ৯ আসন কম বিজেপির ৷ শিকারিপুরা কেন্দ্রে জয়ী ইয়েদুরাপ্পা। ৭৮টি আসনে জয় কংগ্রেসের। বাদামি কেন্দ্রে জয়ী সিদ্দারামাইয়া। ৩৮ টি কেন্দ্রে জয়ী জেডিএস।অন্যান্য জয়ী ২টি আসনে।
advertisement
advertisement
এমন পরিস্থিতিতে বিজেপির জয় আটকাতে জেডিএসকে সরকার গড়ার ডাক দিয়েছে সিদ্দারামাইয়া ৷ বিদায়ী মুখ্যমন্ত্রী বলেন, ‘কর্ণাটকে সরকার গড়তে জেডিএসকে সমর্থন করবে কংগ্রেস ৷’ সূত্রের খবর, কংগ্রেসের প্রস্তাব গ্রহণ করছে জেডিএস এবং সিদ্দারামাইয়ার বদলে এইচ ডি কুমারস্বামীকে মুখ্যমন্ত্রী করার দাবি জানিয়েছে তারা ৷ বিকেল পাঁচটায় রাজ্যপালের সঙ্গে দেখা করবে জেডিএস ও কংগ্রেস ৷ তবে জানা গিয়েছে, সম্পূর্ণ ফল দেখেই সরকার গড়তে সিদ্ধান্ত নেবেন রাজ্যপাল ৷
view commentsLocation :
First Published :
May 15, 2018 4:52 PM IST