হোম /খবর /জ্যোতিষকাহন /
সাজ হোক মঙ্গলময়, এই Diwali-তে কোন রঙ হবে কোন রাশির জন্য শুভ? দেখে নিন এক ঝলকে!

Zodiacs : সাজ হোক মঙ্গলময়, এই Diwali-তে কোন রঙ হবে কোন রাশির জন্য শুভ? দেখে নিন এক ঝলকে!

Zodiacs: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রঙ বুঝে পোশাক কিনলে উৎসব হবে আনন্দময় এবং জীবনে আসবে সাফল্য।

  • Share this:

#কলকাতা: আলোর উৎসব দীপাবলিতে নতুন পোশাক পরার মজাই আলাদা। তবে এবারে আর যেমন-তেমন পোশাক নয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রঙ বুঝে পোশাক কিনলে উৎসব হবে আনন্দময় এবং জীবনে আসবে সাফল্য।

বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০

বৃষ রাশির উচিত নীল রঙে বেছে নেওয়া। বাড়তি ঝকমকে ব্যাপার ছাড়াই ভালো দেখাবে এই পোশাকে।

মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০

মিথুন রাশির জাতক বা জাতিকারা খুব উচ্ছ্বল স্বভাবের হয়। তার সঙ্গে তাল মিলিয়ে এদের পরা উচিত কমলা রঙের পোশাক।

কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২

কর্কট জাতকরা প্রকৃতির কাছাকাছি থাকতে ভালোবাসে। তাই তাদের জন্য সেরা রঙ হল সবুজ। এতে তাদের ব্যক্তিত্বে আসবে স্নিগ্ধতা।

সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২

সিংহ রাশির সাজপোশাকের মধ্যে থাকে আভিজাত্য এবং আত্মবিশ্বাসের ছোঁয়া। সিংহ রাশির জন্য সেরা হবে খয়েরি রঙ।

কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২

কন্যা রাশি পছন্দ করে আধুনিক এবং শান্ত স্নিগ্ধ লুক। আর সেই জন্যই এদের জন্য বেছে দেওয়া হয়েছে সাদা রঙ।

তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২

উজ্জ্বল রঙ যা উৎসবের মেজাজের সঙ্গে মানানসই হয় সেটাই হচ্ছে তুলার সবচেয়ে পছন্দ। তাই তুলা রাশি পরতে পারে হলুদ রঙের পোশাক। দিওয়ালির সঙ্গেও দিব্যি মানাবে এই রঙ।

বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১

বৃশ্চিক চায় ঝলমলে আকর্ষণীয় রঙে সাজতে। আর সেই জন্য এদের ভালো লাগবে মেরুন রঙের পোশাকে।

ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১

ধনু রাশি খুব সুন্দর করে সাজতে পারে। এদের সাজে একটা রাজকীয় ব্যাপার থাকে। তাই এঁদের জন্য যথার্থ রঙ হল বেগুনি।

মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯

এই রাশি চায় ভিড়ের মধ্যে আলাদা থাকতে। এদের জন্য সেরা রঙ হল কালো।

কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮

সবাই যেভাবে সাজে, কুম্ভ ঠিক তার বিপরীতে যেতে চায়। তাই এদের পছন্দের রঙ একটু অন্য ধারার হয়। কুম্ভ রাশির জন্য ভালো হবে ধূসর রঙ।

মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০

বেশি উগ্র হবে না কিন্তু সবার চোখ পড়বে, মীন রাশি এমন পোশাক চায়। এদের জন্য দারুণ হবে গোলাপি রঙ।

Published by:Sanjukta Sarkar
First published:

Tags: Diwali, Diwali 2021, Zodiacs