Oracle Speaks: ওরাকল স্পিকস ৮ সেপ্টেম্বর; দেখে নিন ভাগ্যফল, জেনে নিন কোন চিহ্ন বয়ে আনছে সৌভাগ্য!
- Published by:Arjun Neogi
Last Updated:
Oracle Speaks: জেনে নেওয়া যাক জন্মদিন মিলিয়ে কোন রাশির জাতক-জাতিকার ভাগ্য নিয়ে কী বলছেন তিনি বৃহস্পতিবার সম্বন্ধে!
#নয়াদিল্লি: অলটারনেটিভ এবং লজিস্টিক হিলিংয়ের প্রসঙ্গে সিতারা- দ্য ওয়েলনেস স্টুডিওর (Citaaraa- The Wellness Studio) বিশেষজ্ঞা পূজা চন্দ্রর (Pooja Chandra) কথা আলাদা করে উল্লেখ করতেই হয়। অতি শৈশব থেকে নানা আধ্যাত্মিক অভিজ্ঞতা যাত্রাপথ তাঁর সংবেদনশীলতা বৃদ্ধি করেছে, এক ঝলকেই তিনি বলতে পারেন কে কেন কষ্টে রয়েছেন। প্যাশনেট ব্লগার পূজা এবার কলম ধরেছেন আমাদের জন্য, ভাগ করে নিচ্ছেন জীবন উন্নত করে তোলার সাপেক্ষে তাঁর দৃষ্টিভঙ্গী। জেনে নেওয়া যাক জন্মদিন মিলিয়ে কোন রাশির জাতক-জাতিকার ভাগ্য নিয়ে কী বলছেন তিনি বৃস্পতিবার কেমন যাবে!
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯
অতীতের পরিচিত কেউ আপনার কাছে সাহায্য চাইতে পারে। আজ আর্থিক বিষয়ে ক্ষতিয়ে দেখতে হবে।
advertisement
লাকি সাইন– কমলা রঙের গাঁদা ফুল ৷
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০
আজ সিনিয়ররা যা পরামর্শ দেবেন তা একেবারেই উপেক্ষা করার চেষ্টা করবেন না৷
advertisement
লাকি সাইন– একটি প্রজাপতি ৷
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০
আজ আপনি খুব তাড়াতাড়ি ধৈর্য হারাতে চলেছেন। অতীতের কোনও ঘটনা নিয়ে মানসিক সমস্যায় পড়লে দ্রুত একজন কাউন্সেলারের সঙ্গে পরামর্শ করে নিন।
লাকি সাইন– একটি জোনাকি ৷
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২
advertisement
বিশ্বস্ত কেউ সাহায্যের জন্য আপনার কাছে যেতে পারে৷ আজ বিশেষ করে আর্থিক লাভ হতে পারে।
লাকি সাইন- উদীয়মান সূর্য ৷
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২
হারিয়ে যাওয়া কোনও কিছু আজ খুঁজে পাওয়া যেতে পারে। আজ অস্বাভাবিক ভাবে ব্যস্ত একটি দিন কাটবে।
লাকি সাইন- পর্বতের উপরিভাগ থেকে চোখে পড়া একটি দৃশ্য ৷
advertisement
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২
গত কয়েকদিন ধরে আপনি যে গুরুত্বপূর্ণ কিছুর জন্য অপেক্ষা করছেন আজ তা ঘটতে পারে।
লাকি সাইন- একটি আর্টিফ্যাক্ট ৷
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২
আজ কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে তাড়াহুড়ো করবেন না। এতে আপনার ক্ষতি হতে পারে।
advertisement
লাকি সাইন- একটি প্ল্যাটিনাম রিং ৷
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১
আপনার অত্যধিক বাস্তব ব্যবহার কাউকে আঘাত করতে পারে।
লাকি সাইন– গোল্ডডাস্ট ৷
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১
কর্মক্ষেত্রে অতিরিক্ত পারফর্ম করার জন্য আপনার মনের ওপর বেশি চাপ দেবেন না।
advertisement
লাকি সাইন– কোনও এক বিখ্যাত ছবি ৷
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯
যাঁরা ব্যবসায় আমদানি বা রফতানির সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি খুবই ভাল।
লাকি সাইন– একটি নাইটিঙ্গেল ৷
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮
advertisement
সিদ্ধান্ত নিয়ে খুব বেশি দৃঢ়চেতা মনোভাব দেখাবেন না। কর্মক্ষেত্রে সিনিয়ররা আপনার কর্মক্ষমতার প্রশংসা করতে পারেন।
লাকি সাইন– তিনটি পায়রা ৷
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০
আজ অদূর ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার দিন। আজ আপনি নিজেকে আপনার লক্ষ্যের কাছাকাছি খুঁজে পাবেন।
লাকি সাইন- সরষে গাছের ছায়া ৷
পূজা চন্দ্র বিষয়ে কিছু তথ্য:
পূজা চন্দ্র পেশায় একজন হলিস্টিক হিলিং প্র্যাকটিশনার। এরই পাশাপাশি পূজা রেইকি গ্র্যান্ডমাস্টার এবং অন্যান্য হিলিং সার্টিফায়েড মোড নিয়ে গবেষণা করেছেন। টেরোট কার্ড পড়ার পাশাপাশি থেটা, বুদ্ধিস্ট, চক্র এবং পেট হিলিং থেরাপির মতো একাধিক বিষয়ে দক্ষ পূজা চন্দ্র হিলিং এবং এর বিকল্প থেরাপি বিষয়ে সিদ্ধহস্ত।
বিগত ত্রিশ বছরের অভিজ্ঞতা এবং অনুশীলনে হিলিং থেরাপি নিয়ে পূজা এক একটি অসাধারণ কৌশল বা উপায় আবিষ্কার করেছেন।
শৈশব থেকেই একাধিক আধ্যাত্মিক বিষয়ে নিযুক্ত থেকে নিজের মনস্তাত্ত্বিক ক্ষমতাকে তিনি অসাধারণ স্তরে বিকশিত করতে সক্ষম হয়েছেন। দীর্ঘ জীবনের পরিচর্যায় পূজা একজন সহানুভূতিশীল কিশোরী থেকে উন্নত মানের হিলিং থেরাপিস্ট হিসেবে নিজেকে গড়ে তুলেছেন।
পূজা মূলত এমন মানুষদের সঙ্গে কাজ করেন যাঁরা বিভিন্ন ধরনের মানসিক বা শারীরিক উদ্বেগজনিত সমস্যায় ভোগেন। নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতায় পূজা খুব সহজেই তাঁদের সাইকোলজিক্যাল সিস্টেম এবং সমস্যার জায়গাগুলি অনুধাবন করতে পারেন।
একজন অভিজ্ঞ হিলিং থেরাপিস্ট হিসাবে পূজা বিশ্ব জুড়ে যে কোনও জায়গায় ব্যক্তিগতভাবে এবং দূরত্বে থাকা মানুষদেরও কার্যকর হিলিং সেশন অফার করেন৷ যাঁরা পূজার সঙ্গে যোগাযোগে আগ্রহী তাঁরা তাঁর ওয়েবসাইটে www.citaaraa.com থেরাপি সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন। ওই ওয়েবসাইটে থেরাপির বর্ণনার পাশাপাশি যাঁরা হিলিং থেরাপির সাহায্য নিয়ে সুস্থ হয়েছেন এমন মানুষরাও তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন।
আরও পড়ুন: Lakshmi Narayana Yog: লক্ষ্মী-নারায়ণ যোগ জীবনের ভোলবদল! টাকা-পয়সা অর্থ সামর্থতে বড় বড়কে টক্কর পাঁচ রাশির জাতক-জাতিকাদের
তবে কেবলমাত্র হিলিং থেরাপিস্টই নন, পূজা চন্দ্র সেই সঙ্গে একজন দক্ষ লেখক, কবি এবং একজন ব্লগারও। তিনি প্রধানত তাঁর নিবন্ধ এবং প্রকাশিত ব্লগের মাধ্যমে নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করতে পছন্দ করেন যা জীবন সম্পর্কে আমাদের নতুন কিছু শেখায়।
Location :
First Published :
September 07, 2022 9:03 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Oracle Speaks: ওরাকল স্পিকস ৮ সেপ্টেম্বর; দেখে নিন ভাগ্যফল, জেনে নিন কোন চিহ্ন বয়ে আনছে সৌভাগ্য!