Numerology Special Article: সপ্তাহে অন্তত একবার এই রঙের জামা পরুন, সঙ্গী যদি সংখ্যা ৬ হয়, সংখ্যা ১-এর জীবন কেমন? বলছে সংখ্যাতত্ত্ব

Last Updated:

Numerology Special Article: সেই হিসেবে জাতক-জাতিকার সঙ্গে কোন সংখ্যার জাতক-জাতিকার প্রেম সম্পর্ক সুখের হবে, তাও বলে দিতে পারে সংখ্যাতত্ত্ব।

সংখ্যাতত্ত্ব
সংখ্যাতত্ত্ব
ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়। সেই হিসেবে জাতক-জাতিকার সঙ্গে কোন সংখ্যার জাতক-জাতিকার প্রেম সম্পর্ক সুখের হবে, তাও বলে দিতে পারে সংখ্যাতত্ত্ব।
সংখ্যা ১-এর (যাঁদের জন্ম ১, ১০, ১৯ এবং ২৮ তারিখে) সঙ্গে সংখ্যা ৬-এর (যাঁদের জন্ম ৬, ১৫ এবং ২৪ তারিখে) জাতক-জাতিকার প্রেম সম্পর্ক কেমন হতে পারে, দেখে নেওয়া যাক সংখ্যা তত্ত্ব কী বলে—
এই দুই সংখ্যাই পরস্পর বিপরীতমুখী। আর মজার বিষয় হল, এই দুই সংখ্যাকে একসঙ্গে রাখা হলে তা সুস্থ সুন্দর এবং দীর্ঘস্থায়ী সম্পর্কের পরিচায়ক হয়। তবে প্রেমের আদর্শ বা ধরন বোঝার ক্ষেত্রে সমস্যা থাকে। তাই মানসিক বিভ্রান্তি তৈরি হতে পারে। সংখ্যা ১-এর জাতক-জাতিকারা সাধারণত কেরিয়ার নিয়ে ভাবেন এবং স্বাধীনচেতা প্রকৃতির হয়ে থাকেন। অন্য দিকে সংখ্যা ৬-এর জাতক-জাতিকারা সাধারণত কেয়ারিং, দায়িত্বশীল প্রকৃতির হন।
advertisement
advertisement
ফলে এই দুই সংখ্যার জাতক-জাতিকা একসঙ্গে থাকলে তাঁদের জীবনে আসে সমৃদ্ধি। এক্ষেত্রে অবশ্য একটা বিষয়ে মনে রাখতে হবে। আর সেটা হল, প্রয়োজন হলে সঙ্গীকে সঠিক সম্মান এবং কৃতিত্ব প্রদান করা। এমনকী এই দুই সংখ্যা ব্যবসায়িক অংশীদারদের জন্যও খুবই ভাল।
advertisement
তবে কিছু কিছু সময় এই দুই সংখ্যার জাতক-জাতিকাদের মধ্যে ক্ষমতার লড়াই দেখা যায়। সংখ্যা ৬-এর জাতক-জাতিকাদের যত্নশীল থাকতে হবে আর অন্য দিকে সংখ্যা ১-এর জাতক-জাতিকাদের স্বাধীনচেতা হতে হবে। সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে উঠে যদি নিজেদের বুঝতে এঁরা সক্ষম হয়, তাহলে এঁদের মধ্যে ভাল সম্পর্ক তৈরি হবে। চলতি বছরটা এই দুই সংখ্যার জাতক-জাতিকাদের সম্পর্ক ভালই থাকবে।
advertisement
কী করণীয়?
সংখ্যা ১-এর জাতক-জাতিকাদের সংখ্যা ৬-এর জাতক-জাতিকাদের কাঁধে থাকা দায়িত্ব ভাগ করে নিতে হবে।
অনুগ্রহ করে ভগবান সূর্যের উদ্দেশ্যে জল অর্পণ করুন।
অনুগ্রহ করে বিবাহিত দম্পতিরা শোওয়ার ঘরে গোল্ড প্লেটেড গৃহসজ্জা সামগ্রী রাখুন।
অনুগ্রহ করে সপ্তাহে অন্তত এক বার পিচ রঙের জামাকাপড় পরুন।
অনুগ্রহ করে প্রতি শুক্রবার করে ভগবান শ্রীকৃষ্ণ-দেবী রাধা এবং ভগবান
advertisement
নারায়ণ-দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে মিছড়ি নিবেদন করুন।
অনুগ্রহ করে আমিষ খাবার, মদ্যপান, তামাকজাত ও চর্মজাত দ্রব্য এড়িয়ে চলুন।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Numerology Special Article: সপ্তাহে অন্তত একবার এই রঙের জামা পরুন, সঙ্গী যদি সংখ্যা ৬ হয়, সংখ্যা ১-এর জীবন কেমন? বলছে সংখ্যাতত্ত্ব
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement