Vastu Tips 2024: গাছই দেবে মুক্তি, সংসারের অশান্তি মুহূর্তেই ভ্যানিশ, আজই পারলে বাড়িতে লাগান সূর্যমুখী

Last Updated:

Vastu Tips 2024: এই সূর্যমুখী গাছ বাড়ির পূর্ব দিকে লাগালে সমস্ত বাধা-বিপত্তি থেকে মুক্তি পাবেন এবং বাড়ির সদস্যদের আত্মবিশ্বাস দ্বিগুন বাড়িয়ে দিবে এই সূর্যমুখী গাছ। 

+
সূর্যমুখী ফুল

সূর্যমুখী ফুল

উত্তর দিনাজপুর:  সাধারণ মানুষের  জীবনে নানা ওঠাপড়া থাকে৷  আর তার সঙ্গেই আসে অবসাদ, দুশ্চিন্তা৷ কখনও কখনও এইগুলির আধিক্যে শরীরে বাসা বাঁধে রোগ। আবার ঘুরিয়ে এর জেরেও  মানসিক শান্তিভঙ্গ হয়। জীবনে যত বাধা বিপত্তিই আসুক না কেন, ভাল থাকাই আমাদের মূল উদ্দেশ্য । কিন্তু জীবন যাতে সঠিক পথে চলে সেখানে বাস্তুও একটি বিশেষ ভূমিকা পালন করে। অনেক ক্ষেত্রে বাস্তু দোষের কারণে জীবনে সমস্যা পিছু ছাড়ে না। এর পাশাপাশি নানা শারীরিক সমস্যা লেগে থাকে।
তবে এমন কিছু ফুলের গাছ রয়েছে যা বাড়িতে লাগালে জীবনের সমস্ত দুঃখ, কষ্ট দূর হয়ে যেতে পারে। এর মধ্যে অন্যতম হল সূর্যমুখী ফুল।
advertisement
advertisement
নিয়ম মেনে এই সূর্যমুখী গাছ বাড়িতে রাখলে কেটে যেতে পারে জীবনের বড় থেকে বড়ো সমস্যা।প্রকৃতির এই অসাধারণ সৌন্দর্যে পরিপূর্ণ এই সূর্যমুখী । দেখতে যেমন সুন্দর এই ফুল,তেমনি এর সুগন্ধ ও সৌন্দর্য আপনার জীবনকেও সুন্দরময় করে তুলতে পারে।
বিশিষ্ট বাস্তুবিশরদ উমেদ দুগ্গার জৈন জানান,এই সূর্যমুখী গাছ বাড়ির পূর্ব দিকে লাগালে সমস্ত বাধা-বিপত্তি থেকে মুক্তি পাবেন এবং বাড়ির সদস্যদের আত্মবিশ্বাস দ্বিগুণ বাড়িয়ে দিবে এই সূর্যমুখী গাছ। ঘরে এই সূর্যমুখীর গাছ পজেটিভ শক্তির ও বৃদ্ধি করে। এই ফুল গাছ বাড়িতে থাকলে আপনাকে নাম খ্যাতি ও যশ প্রদান করবে।
advertisement
আপনার ভিতরে সমস্ত নেগেটিভ শক্তি বা দুঃখ কষ্ট সমস্ত কিছু দূর করবে। বাস্তু মতে, এই সূর্যমুখী ফুল সবসময় হাই এনার্জি সঞ্চার করে। এই সূর্যমুখী ফুল বৃহস্পতি গ্রহের প্রতীক বলে মনে করা হয়। যাদের বৃহস্পতি গ্রহ দুর্বল তাঁরা এই সূর্যমুখী ফুল নবগ্রহের মন্দিরে গিয়ে দান করলে ভালো ফল পেতে পারেন।
এছাড়াও এই সূর্যমুখীর গাছ বুদ্ধি বাড়াতেও সাহায্য করে। তাই বাড়িতে সুখ ও সমৃদ্ধি আনতে বাড়ির পূর্ব দিকে এই একটি সূর্যমুখী গাছ লাগান। এই সূর্যমুখী ফুল আপনার জীবনের বহু সমস্যা দূর করবে।
advertisement
Piya Gupta
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Vastu Tips 2024: গাছই দেবে মুক্তি, সংসারের অশান্তি মুহূর্তেই ভ্যানিশ, আজই পারলে বাড়িতে লাগান সূর্যমুখী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement