True Love: কে আপনার বন্ধু আর কে শত্রু! সংখ্যাই বলে দেবে সেই কথা, নইলে জলে যাবে ট্রু লভ

Last Updated:

True Love: হাজারিবাগে অবস্থিত মা পীতাম্বরা জ্যোতিষ কেন্দ্রের পণ্ডিত অশেষ সমর পাঠক আমাদের জানিয়েছেন যে, প্রেমের সম্পর্কের ক্ষেত্রে গ্রহ ও রাশিফলের বিশেষ গুরুত্ব রয়েছে।

জ্যোতিষ শাস্ত্র অনুসারে, আমরা আমাদের জন্ম তারিখ থেকে প্রেমের সম্পর্কের সাফল্য জানতে পারি।
জ্যোতিষ শাস্ত্র অনুসারে, আমরা আমাদের জন্ম তারিখ থেকে প্রেমের সম্পর্কের সাফল্য জানতে পারি।
কলকাতা: ফেব্রুয়ারিকে ভালবাসার মাস বলা হয়, কারণ এই মাসেই সারা বিশ্বজুড়ে ভ্যালেন্টাইনস ডে পালন করা হয়। এই দিনে, ভালবাসার জুটিরা একে অপরের প্রতি তাঁদের ভালবাসা প্রকাশ করেন। আমাদের জীবনে বিভিন্ন সময় বিভিন্ন বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়, আবার কারও কারও সঙ্গে আমাদের বিরোধিতা ঘটে। তাই অনেকেই আমরা ভয় পাই আমাদের ভালবাসা কতটা সফল হবে? প্রেমিকা বা প্রেমিক প্রতারণা করবে না তো বা আমাদের সঙ্গী সারাজীবন আমাদের সঙ্গে থাকবে তো? আজ আমরা এমন প্রশ্নেরই উত্তর দিতে এসেছি।
হাজারিবাগে অবস্থিত মা পীতাম্বরা জ্যোতিষ কেন্দ্রের পণ্ডিত অশেষ সমর পাঠক আমাদের জানিয়েছেন যে, প্রেমের সম্পর্কের ক্ষেত্রে গ্রহ ও রাশিফলের বিশেষ গুরুত্ব রয়েছে। শুক্রকে ভালবাসার কারক গ্রহ বলে মনে করা হয়। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে প্রায়ই দেখা যায় যে প্রথম দিকে সবকিছু ঠিকঠাক চললেও হঠাৎ করেই সম্পর্ক তিক্ত হতে শুরু করে। অনেক সময় এই তিক্ততা শত্রুতাতেও রূপান্তরিত হয়। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, আমরা আমাদের জন্ম তারিখ থেকে প্রেমের সম্পর্কের সাফল্য জানতে পারি।
advertisement
এই নিয়ম অনুসারে, জন্ম তারিখ অনুসারে প্রত্যেকের একটি রেডিক্স নম্বর রয়েছে। যা ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যায় লেখা হয়। প্রতিটি রেডিক্সের বন্ধু, শত্রু এবং কমন রেডিক্স থাকে। দম্পতির রেডিক্স নম্বরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় তবে প্রেমের সম্পর্কও খুব গভীর হবে। নিজেদের মধ্যে অশান্তি হবে না। তবে রেডিক্স নম্বর শত্রু হলে অশান্তি হবে এবং এক পর্যায়ে সম্পর্ক ভেঙে যাবে।
advertisement
advertisement
রুট নম্বর জানার পদ্ধতি
জ্যোতিষশাস্ত্রে মোট ৯টি রেডিক্স সংখ্যা রয়েছে। এর মধ্যে ১, ১০, ১৯, ২৮ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিদের রেডিক্স সংখ্যা ১ হয়। ২, ১১, ২০, ২৯ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিদের রেডিক্স সংখ্যা ২ হয়। ৩, ১২, ২১, ৩০ রেডিক্স নম্বর হল ৩। ৪, ১৩, ২২, ৩১ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিদের রেডিক্স নম্বর ৪ হয়। ৫, ১৪ এবং ২৩ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিদের রেডিক্স নম্বর ৫ হয়। ৬, ১৫ এবং ২৪ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিদের রেডিক্স নম্বর ৬ থাকে। ৭, ১৬ এবং ২৫ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিদের রেডিক্স সংখ্যা ৭ হয়। ৮, ১৭ এবং ২৬ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিদের রেডিক্স সংখ্যা ৮ এবং ৯, ১৮ এবং ২৭ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিদের রেডিক্স সংখ্যা ৯ হয়।
advertisement
রেডিক্সের বন্ধু ও শত্রু
যাদের রেডিক্স নম্বর ১ তাদের বন্ধু হল ২, ৩, ৯ এবং শত্রু হল ৪, ৬, ৭।
যাদের ২ রেডিক্স নম্বর রয়েছে, তাদের জন্য ১, ৫ বন্ধু এবং ৪, ৬, ৭, ৮ শত্রু।
যাদের ৩ রেডিক্স সংখ্যা আছে তাদের জন্য ১, ২, ৯ হল বন্ধু এবং ৫, ৬ হল শত্রু।
advertisement
যাদের ৪ রেডিক্স নম্বর তাদের জন্য ৫, ৬, ৮ বন্ধু এবং ১, ২, ৭, ৯ হল শত্রু।
যাদের ৫ রেডিক্স নম্বর তাদের জন্য ১, ৪, ৬, ৭ বন্ধু এবং ২ শত্রু।
যাদের ৬ রেডিক্স নম্বর আছে, তাদের জন্য ৪, ৫, ৮ বন্ধু এবং ৩, ৬, ৭ শত্রু।
যাদের ৭ রেডিক্স নম্বর তাদের জন্য ৫, ৬, ৮ বন্ধু এবং ১, ২, ৯ হল শত্রু।
advertisement
যাদের ৮ রেডিক্স নম্বর আছে, তাদের জন্য ৪, ৫, ৬ হল বন্ধু এবং ১, ২, ৯ হল শত্রু।
যাদের ৯ রেডিক্স নম্বর তাদের ১, ২, ৩ বন্ধু এবং ৪, ৫, ৭ শত্রু।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
True Love: কে আপনার বন্ধু আর কে শত্রু! সংখ্যাই বলে দেবে সেই কথা, নইলে জলে যাবে ট্রু লভ
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement