Vastu Tips: এই প্রাণী দেখলেই জীবনে আসে সমৃদ্ধি! থাকে আমাদের চারপাশেই, জানেন কি এর মাহাত্ম্য

Last Updated:

Vastu Tips: এই প্রাণী দেখার সঙ্গে সঙ্গে বদলে যায় ভাগ্য, জীবনে আসে সমৃদ্ধি! থাকে আমাদের চারপাশেই, জানেন কোন প্রাণীর কথা বলা হচ্ছে?

এই প্রাণী দেখার সঙ্গে সঙ্গে বদলে যায় ভাগ্য, জীবনে আসে সমৃদ্ধি
এই প্রাণী দেখার সঙ্গে সঙ্গে বদলে যায় ভাগ্য, জীবনে আসে সমৃদ্ধি
এই প্রাণী দেখার সঙ্গে সঙ্গে বদলে যায় ভাগ্য, জীবনে আসে সমৃদ্ধি! থাকে আমাদের চারপাশেই, জানেন কোন প্রাণীর কথা বলা হচ্ছে? আর রাখঢাক না করে বলে দেওয়াই যাক যে এই প্রাণীটি হল বেজি, সংস্কৃতে যার নাম নকুল। এই নকুল শব্দেরই অপভ্রংশ হয়ে বেজি পেয়েছে তার আরেক নাম- নেউল। আপাতদৃষ্টিতে ক্ষুদ্রকায়, সাধারণ এক প্রাণী। অর্থভাগ্যের সঙ্গে কীভাবে জড়িয়ে গেল এর নাম?
প্রাথমিক ভাবে দুটি উদাহরণ দিলে বিষয়টি স্পষ্ট হবে। সুপ্রাচীন কাল থেকেই বেজি আর্থিক সৌভাগ্য এবং সমৃদ্ধির প্রতীক। ধনদেবতা কুবেরের বাহন রূপে তাই এই প্রাণী নিজের স্থান করে নিয়েছে। আবার, মহাভারতের আশ্বমেধিক পর্বে উল্লেখ রয়েছে এমন এক বেজির যার শরীরের অর্ধাংশ রূপান্তরিত হয়েছিল সোনায়।
advertisement
advertisement
ফলে, বুঝে নিতে অসুবিধা নেই, এই বেজি আমাদের জীবনে মাতা লক্ষ্মীর আশীর্বাদ বহন করে নিয়ে আসে। পণ্ডিত বিজয় পাণ্ড্যের বিবৃতিতেও মিলছে এর সাক্ষ্য। প্রমাণ হিসাবে তিনি উপস্থাপিত করেছেন বাস্তুশাস্ত্রের ‘বাস্তু এবং জীব’ অধ্যায়ের কথা- সেখানে বেজিকে গুপ্তধনের প্রতীক রূপে বর্ণনা করা হয়েছে। শুধু বাস্তুশাস্ত্রই নয়, এই মতকে সমর্থন করে আরও নানা ভারতীয় শাস্ত্র।
advertisement
তাই বিশ্বাস করা হয় যে বেজির এক ঝলক রাতারাতি আমাদের ভাগ্য বদলে দিতে পারে, জীবনে নিয়ে আসতে পারে। এমনকী, স্বপ্নেও বেজি দেখলে মনে করা হয় যে জীবনে সমৃদ্ধি আসতে চলেছে, দূর হতে চলেছে অর্থকষ্টের দিন। যে কারণে এক সময়ে গৃহে বেজি রাখার নিয়ম ছিল। সে সাপের হাত থেকে গৃহবাসীকে সুরক্ষিত তো রাখতই, সর্বোপরি জনপ্রিয় ছিল প্রভুভক্তির জন্যও। বলা হয়, প্রভু কষ্টে থাকলে বেজি তা সহ্য করতে না পেরে প্রাণত্যাগ করে।
advertisement
অতএব, গৃহে বেজি থাকলে সে যে আমাদের কষ্টে থাকতে দেবে না- তা প্রমাণিত সত্য। তবে বর্তমানে বেজি পোষা বন্যপ্রাণ আইনের আওতায় দণ্ডনীয় অপরাধ। তাই পণ্ডিতজি গৃহের দক্ষিণ দিকে একটি সোনালি রঙের বেজির মূর্তি রাখার নিদান দিচ্ছেন। প্রতিদিন প্রাতে এর দর্শনে অর্থভাগ্য প্রসন্ন হবে আমাদের।
পণ্ডিতজি এও জানাচ্ছেন যে বেজিকে সূর্যের প্রতীক বলে গণ্য করা হয়ে থাকে। সর্ব দিক থেকে শুভ এই প্রাণীর মূর্তির অবস্থান তাই বাস্তুমতে অতীব লাভদায়ক।
advertisement
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Vastu Tips: এই প্রাণী দেখলেই জীবনে আসে সমৃদ্ধি! থাকে আমাদের চারপাশেই, জানেন কি এর মাহাত্ম্য
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement