Oracle Speaks: ওরাকল স্পিকস ১৫ সেপ্টেম্বর; দেখে নিন ভাগ্যফল, জেনে নিন কোন চিহ্ন বয়ে আনছে সৌভাগ্য!

Last Updated:

Oracle Speaks: জেনে নেওয়া যাক জন্মদিন মিলিয়ে কোন রাশির জাতক-জাতিকার ভাগ্য নিয়ে কী বলছেন তিনি বৃহস্পতিবার!

প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
#নয়াদিল্লি: অলটারনেটিভ এবং লজিস্টিক হিলিংয়ের প্রসঙ্গে সিতারা- দ্য ওয়েলনেস স্টুডিওর (Citaaraa- The Wellness Studio) বিশেষজ্ঞা পূজা চন্দ্রর (Pooja Chandra) কথা আলাদা করে উল্লেখ করতেই হয়। অতি শৈশব থেকে নানা আধ্যাত্মিক অভিজ্ঞতা যাত্রাপথ তাঁর সংবেদনশীলতা বৃদ্ধি করেছে, এক ঝলকেই তিনি বলতে পারেন কে কেন কষ্টে রয়েছেন। প্যাশনেট ব্লগার পূজা এবার কলম ধরেছেন আমাদের জন্য, ভাগ করে নিচ্ছেন জীবন উন্নত করে তোলার সাপেক্ষে তাঁর দৃষ্টিভঙ্গী। জেনে নেওয়া যাক জন্মদিন মিলিয়ে কোন রাশির জাতক-জাতিকার ভাগ্য নিয়ে কী বলছেন তিনি বৃহস্পতিবার সম্পর্কে!
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯
কর্মক্ষেত্রে আপনার কর্মক্ষমতা সম্পর্কে কেউ নিরুৎসাহিত মন্তব্য করলে উপেক্ষা করুন। প্রকৃতির সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন।
advertisement
লাকি সাইন– একটি কালো রঙের ট্যুরমালাইন
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০।
এই মাসের শেষের দিকে আপনার ভ্রমণ পরিকল্পনা থাকলে করে ফেলতে পারেন। আটক থাকা অর্থ ফেরত পাবেন।
advertisement
লাকি সাইন– একটি বৈদূর্যমণি ৷
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০
কোনও আত্মীয় কিছু আর্থিক সাহায্যের জন্য আপনার কাছে আসতে পারেন। আজ একটি সারপ্রাইজ ভিজিট পেতে পারেন।
লাকি সাইন– একটি পান্না ৷
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২
advertisement
আজ আউটিং বা কেনাকাটা করার সম্ভাবনা রয়েছে। পারিবারিক সাহায্যের অভাবে আপনার প্রতিদিনের কাজ ব্যাহত হতে পারে।
লাকি সাইন- একটি কার্নেলিয়ান ৷
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২
নতুন কেউ আপনাকে সাহায্য করতে চাইলে অবশ্যই তা গ্রহণ করুন। আজ কারও সঙ্গে তর্কাতর্কি হয়ে যেতে পারে।
advertisement
লাকি সাইন- একটি পাইরাইট ক্রিস্টাল ৷
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২
নিজের কাজ হাসিল করার জন্য কাউকে খুশি করতে হলে তাই করা উচিত। স্বল্পমেয়াদী পরিকল্পনা বর্তমান সময়ের জন্য উপকারী হতে পারে।
লাকি সাইন- একটি রোজ স্ট্যান্ডস্টোন ৷
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২
advertisement
পরিবারের সঙ্গে বা বাড়িতে সময় কাটানোর জন্য এটি একটি ভাল দিন।
লাকি সাইন- একটি হলুদ অ্যাম্বার স্টোন ৷
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১
আপনি যদি স্টক মার্কেটে লেনদেনের সঙ্গে যুক্ত থাকেন তবে হারানো অর্থ ফেরত পেতে পারেন।
লাকি সাইন– একটি ক্লিয়ার কোয়ার্টজ ৷
advertisement
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১
দূর থেকে বা বিদেশ থেকে আসা কোনও ফোন কল আপনার দিনটিকে সুন্দর করে তুলবে।
লাকি সাইন– একটি মুনস্টোন ৷
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯
আজ হারিয়ে যাওয়া পুরনো কিছু খুঁজে পেতে পারেন। কিছু নতুন স্বাস্থ্যকর রুটিন শুরু করার জন্য এটি একটি ভাল দিন।
advertisement
লাকি সাইন– একটি রেইনবো ওপাল  ৷
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮
নিজের নেতিবাচক আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আজকের দিনটিতে মিশ্র ফলাফল পাবেন।
লাকি সাইন– একটি রোজ কোয়ার্টজ ৷
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০
বহিরাগত কেউ আজ আপনাকে মূল্যবান উপদেশ দেবেন। বন্ধুবান্ধব এবং পরিবারকে আজ বিশেষ গুরুত্ব দিন।
লাকি সাইন- একটি হিরে ৷
পূজা চন্দ্র বিষয়ে কিছু তথ্য:
পূজা চন্দ্র পেশায় একজন হলিস্টিক হিলিং প্র্যাকটিশনার। এরই পাশাপাশি পূজা রেইকি গ্র্যান্ডমাস্টার এবং অন্যান্য হিলিং সার্টিফায়েড মোড নিয়ে গবেষণা করেছেন। টেরোট কার্ড পড়ার পাশাপাশি থেটা, বুদ্ধিস্ট, চক্র এবং পেট হিলিং থেরাপির মতো একাধিক বিষয়ে দক্ষ পূজা চন্দ্র হিলিং এবং এর বিকল্প থেরাপি বিষয়ে সিদ্ধহস্ত।
বিগত ত্রিশ বছরের অভিজ্ঞতা এবং অনুশীলনে হিলিং থেরাপি নিয়ে পূজা এক একটি অসাধারণ কৌশল বা উপায় আবিষ্কার করেছেন।
শৈশব থেকেই একাধিক আধ্যাত্মিক বিষয়ে নিযুক্ত থেকে নিজের মনস্তাত্ত্বিক ক্ষমতাকে তিনি অসাধারণ স্তরে বিকশিত করতে সক্ষম হয়েছেন। দীর্ঘ জীবনের পরিচর্যায় পূজা একজন সহানুভূতিশীল কিশোরী থেকে উন্নত মানের হিলিং থেরাপিস্ট হিসেবে নিজেকে গড়ে তুলেছেন।
পূজা মূলত এমন মানুষদের সঙ্গে কাজ করেন যাঁরা বিভিন্ন ধরনের মানসিক বা শারীরিক উদ্বেগজনিত সমস্যায় ভোগেন। নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতায় পূজা খুব সহজেই তাঁদের সাইকোলজিক্যাল সিস্টেম এবং সমস্যার জায়গাগুলি অনুধাবন করতে পারেন।
আরও পড়ুন:  Vastu Tips For Shoe: জুতো বাড়ির যেখানে সেখানে থাকে! কাঙাল হয়ে পথে বসে যাবেন, রং উন্নতি ও অবনতিতে বিরাট প্রভাব ফেলবে
একজন অভিজ্ঞ হিলিং থেরাপিস্ট হিসাবে পূজা বিশ্ব জুড়ে যে কোনও জায়গায় ব্যক্তিগতভাবে এবং দূরত্বে থাকা মানুষদেরও কার্যকর হিলিং সেশন অফার করেন৷ যাঁরা পূজার সঙ্গে যোগাযোগে আগ্রহী তাঁরা তাঁর ওয়েবসাইটে www.citaaraa.com থেরাপি সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন। ওই ওয়েবসাইটে থেরাপির বর্ণনার পাশাপাশি যাঁরা হিলিং থেরাপির সাহায্য নিয়ে সুস্থ হয়েছেন এমন মানুষরাও তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন।
আরও পড়ুন: Vastu Tips For Kitchen: রান্নাঘরে এই পাঁচ খাদ্য সামগ্রী কখনও যেন শেষ না হয়, গোর অমঙ্গল সংসারকে শেষ করবে, দারিদ্র্য কোনও দিন পিছু ছাড়বেনা
তবে কেবলমাত্র হিলিং থেরাপিস্টই নন, পূজা চন্দ্র সেই সঙ্গে একজন দক্ষ লেখক, কবি এবং একজন ব্লগারও। তিনি প্রধানত তাঁর নিবন্ধ এবং প্রকাশিত ব্লগের মাধ্যমে নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করতে পছন্দ করেন যা জীবন সম্পর্কে আমাদের নতুন কিছু শেখায়।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Oracle Speaks: ওরাকল স্পিকস ১৫ সেপ্টেম্বর; দেখে নিন ভাগ্যফল, জেনে নিন কোন চিহ্ন বয়ে আনছে সৌভাগ্য!
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement