কাটতে চলেছে জীবনের আঁধার, সূর্যের গোচরে আর্থিক-সার্বিক উন্নতির আলো পড়বে এই কয়েক রাশির ভাগ্যে!
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
রাশি গণনা বলছে সূর্যের রাশি পরিবর্তনের কারণে কিছু রাশির মানুষ সৌভাগ্য লাভ করবেন। তবে এবারে আজ জেনে নেওয়া যাক বিশেষ ভাবে কোন কোন রাশির মানুষজন সূর্যের গোচরে লাভবান হবেন।
কলকাতা: জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রতিটি গ্রহই একটি নির্দিষ্ট সময়ে রাশি পরিবর্তন করে এবং সেই রাশি পরিবর্তনের প্রভাব মানুষের জীবনে পড়ে। হিন্দু ধর্মে সূর্যকে দেবতা হিসাবে বিবেচনা করা হয়। বিশ্বাস অনুসারে, সূর্য মানব জীবনে অফুরন্ত শক্তি প্রদান করেন। জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে, সম্পদ এবং যশ দাতা সূর্য ১৭ অগাস্ট তাঁর স্থান পরিবর্তন করে স্বরাশি সিংহে প্রবেশ করেছেন। রাশি গণনা বলছে সূর্যের রাশি পরিবর্তনের কারণে কিছু রাশির মানুষ সৌভাগ্য লাভ করবেন। তবে এবারে আজ জেনে নেওয়া যাক বিশেষ ভাবে কোন কোন রাশির মানুষজন সূর্যের গোচরে লাভবান হবেন।
কর্কট:
সিংহ রাশিতে সূর্যের প্রবেশ কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য খুব শুভ সময় নিয়ে এসেছে। এই সময়ে তাঁরা অর্থ লাভে সমর্থ হবেন। উন্নতির নতুন নতুন পথ উন্মুক্ত হবে। যাঁরা ব্যবসার সঙ্গে যুক্ত তাঁরা ব্যবসায় লাভবান হবেন। একই সঙ্গে যাঁরা চাকরির পেশার সঙ্গে যুক্ত, তাঁরা যে কোনও সময়ে সুখবর পেতে পারেন। কর্কট রাশির জাতক-জাতিকারা তাঁদের পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটাবেন। ভাল মনের মানুষের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। জাতক-জাতিকাদের বেছে নেওয়া পথ তাঁদের কাছে আয়ের একটি নতুন উপায় হয়ে উঠবে।
advertisement
advertisement
তুলা:
তুলা রাশির জাতক-জাতিকারা চাকরির দিক থেকে নতুন পেশার সঙ্গে যুক্ত হতে পারেন। তাঁদের কাজ ও কর্তৃত্ব বৃদ্ধি পাবে। আর্থিক লাভের দিক থেকে জাতক-জাতিকারা ভাগ্যবান হবেন। ব্যবসায়িক ব্যক্তিরা সূর্যের গোচরের কারণে বহুগুণে অর্থ লাভ করবেন। অধিক অর্থ লাভে এই রাশির জাতক-জাতিকাদের মনোবল বৃদ্ধি হবে। প্রেমিক এবং প্রেমিকার মধ্যে মানসিক বন্ধন দৃঢ় হবে। এই সময়ে এঁরা যে কোনও শুভ কাজের সঙ্গে যুক্ত হতে পারেন।
advertisement
বৃশ্চিক:
বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা সূর্যের প্রভাবে প্রচুর আর্থিক লাভ করতে পারবেন। তাঁরা তাদের কর্মজীবনে বড়সড় সাফল্য পেতে পারেন। নতুন চাকরি প্রাপ্তি ও পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। দাম্পত্য সম্পর্ক সুখকর হবে। কর্মক্ষেত্রে এঁরা কাজের প্রশংসা পাবেন।
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 30, 2022 3:28 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
কাটতে চলেছে জীবনের আঁধার, সূর্যের গোচরে আর্থিক-সার্বিক উন্নতির আলো পড়বে এই কয়েক রাশির ভাগ্যে!