Bhai Phota Ritual: ফোঁটা দেওয়ার সময় বোনেরা ‘এই’ বিষয়ে নজর রাখুন, নইলে ভাইদের মাথায় চরম বিপদের কালো ছায়া

Last Updated:

Bhai Phota Ritual: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ভাইফোঁটার দিন বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা লাগানোর শুভ সময়টি যত্ন নেওয়া উচিত। এছাড়াও এই দিনে তিলক করার সময় ভাই কোন দিকে মুখ করে বসবেন সেদিকেও খেয়াল রাখা দরকার।

ভাইফোঁটায় ফোঁটা দেওয়ার সময় বোনেরা কি কি বিষয়ে নজর রাখবেন
ভাইফোঁটায় ফোঁটা দেওয়ার সময় বোনেরা কি কি বিষয়ে নজর রাখবেন
শিলিগুড়ি : বাঙালির বিভিন্ন উৎসবের মধ্যে ভাইফোঁটা অন্যতম। রাখি বন্ধনের মতই এই উত্‍সবটিও ভাইবোনের জন্য একটি বিশেষ দিন। এই দিন সকল বোনেরা তাদের ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা লাগিয়ে দীর্ঘায়ু কামনা করেন। ধর্মীয় বিশ্বাস যে এই দিনে ভাইয়ের কপালে ফোঁটা গিয়ে তাঁর আয়ু বৃদ্ধি পায়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ভাইফোঁটার দিন বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা লাগানোর শুভ সময়টি যেন নজরে রাখেন৷  এছাড়াও এই দিনে তিলক করার সময় ভাই কোন দিকে মুখ করে বসবেন সেদিকেও খেয়াল রাখা দরকার।
ভাইফোঁটার রীতি নীতি নিয়ে জানালেন অভিজ্ঞ জ্যোতিষবিদ দেবলীনা মজুমদার। তিনি বলেন, ” ভাইফোঁটার দিন, বোন তার ভাইকে টিকা লাগিয়ে পুজো করে, তবে টিকা দেওয়ার সময় দিকটি খেয়াল রাখতে হবে। জ্যোতিষ মতে, টিকার সময় ভাইয়ের মুখ উত্তর বা উত্তর-পশ্চিম দিকে এবং বোনের মুখ উত্তর-পূর্ব বা পূর্ব দিকে হওয়া উচিত। এছাড়াও, ভাইফোঁটার আগে অবধি বোনেদের উপবাস রাখা উচিত।”
advertisement
advertisement
এছাড়াও ভাইফোঁটার সময় আসন পেতে ভাইকে বসিয়ে দিন। মনে রাখবেন ভাইয়ের মুখ যেন পূর্ব দিকে থাকে। তারপর ভাইয়ের কপালে টিকা লাগান ও ভাইয়ের হাতে লাল সুতো বেঁধে দিন। এরপর প্রদীপ জ্বালিয়ে ভাইয়ের আরতি করুন এবং তাঁর দীর্ঘায়ু কামনা করুন।
advertisement
অমঙ্গল এড়াতে বোনেরা এই ভুল এড়িয়ে চলুন। প্রথমত, এদিন বোনেরা, শুভ সময় মনে রাখবেন। রাহু কাল চলাকালীন, ভাইফোঁটা এড়ানো উচিত। দ্বিতীয়ত, এই শুভ দিন একে অপরের সঙ্গে সংঘাতে জড়াবেন না৷ তৃতীয়ত ভাইয়ের দেওয়া কোনও উপহারকে অসম্মান করবেন না। এবং সবশেষে ভাইফোঁটা দেওয়ার সময় কালো রঙের পোশাক পরবেন না।
advertisement
Anirban Roy
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Bhai Phota Ritual: ফোঁটা দেওয়ার সময় বোনেরা ‘এই’ বিষয়ে নজর রাখুন, নইলে ভাইদের মাথায় চরম বিপদের কালো ছায়া
Next Article
advertisement
Indian Manager Beheaded in Texas: কাটা মাথায় লাথি মেরে ডাস্টবিনে ফেলল খুনি! আমেরিকায় স্ত্রী-ছেলের সামনে নৃশংস পরিণতি ভারতীয়ের
লাথি মারতে মারতে ডাস্টবিনে কাটা মাথা! আমেরিকায় স্ত্রী-ছেলের সামনে ভারতীয়ের নৃশংস পরিণতি
  • আমেরিকার টেক্সাসে স্ত্রী-ছেলের সামনে মাথা কেটে হত্যা করা হল এক ভারতীয়কে৷ শুধু তাই নয়, কর্ণাটকের বাসিন্দা ৫০ বছর বয়সি ওই ব্যক্তির কাটা মাথায় লাথিও মারতে দেখা যায় খুনিকে৷ মৃত ওই ব্যক্তির নাম চন্দ্র নাগামাল্লাইয়া৷

VIEW MORE
advertisement
advertisement