দাম্পত্যে নিত্য অশান্তি? আজ সন্ধ্যায় এই নির্দিষ্ট সময়ে এই বিশেষ মন্ত্রে শিব আরাধনায় মিলবে পারিবারিক সুখ!

Last Updated:

আজ প্রদোষ ব্রত পড়েছে বুধবারে, তাই একে বলা হচ্ছে বুধ প্রদোষ ব্রত।

#কলকাতা: প্রদোষ ব্রত নামকরণটির মধ্যেই লুকিয়ে রয়েছে ব্রত উদযাপন এবং পূজার্চনার সময়কালের ইঙ্গিতটি! প্রদোষ কাল অর্থে সন্ধ্যাকালকে বোঝানো হয়। শাস্ত্রজ্ঞদের মতে সূর্যাস্তের সময় থেকে পরবর্তী ৯০ মিনিট পর্যন্ত প্রদোষকাল বলে গণ্য করা উচিৎ। শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে এই প্রদোষ ব্রত উদযাপিত হয়ে থাকে।
প্রদোষ ব্রত সপ্তাহের যে কোনও বারে পড়তে পারে। সেই বার অনুযায়ী প্রদোষ ব্রতকে নানা ভাগে করা হয়। আজ প্রদোষ ব্রত পড়েছে বুধবারে, তাই একে বলা হচ্ছে বুধ প্রদোষ ব্রত। পঞ্জিকা মতে ২১ জুলাই বিকেল ৪টে ১৭ মিনিট থেকে শুরু হচ্ছে ত্রয়োদশী তিথি, থাকবে ২২ জুলাই দুপুর ১টা ৩২ মিনিট পর্যন্ত। অন্য দিকে আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে, এই হিসেবে ২১ জুলাই রাত ৮টা ৪৮ মিনিটের মধ্যে পূজা সমাপন বিধেয়।
advertisement
অনেক পুরাণ বলে যে অসুরদের অত্যাচারে ত্রস্ত দেবতারা এক সন্ধ্যায় সকাতর প্রার্থনা জানালে নন্দীবাহন ভগবান শিব শত্রুবধ করে দেবতাদের বিপদ থেকে মুক্ত করেন, সেই জন্য সেই ঘটনার স্মরণে সন্ধ্যাকালে প্রদোষ ব্রত উদযাপন করা হয়ে থাকে। এছাড়া ব্রতকথায় আরেকটি আশ্চর্য কাহিনির সন্ধানও পাওয়া যায়।
advertisement
ব্রতকথা আমাদের জানায়, একদা এক সদ্যবিবাহিত স্ত্রী দিনকয়েকের জন্য পিতৃগৃহে গিয়েছিলেন। স্বামী যে দিন তাঁকে নিয়ে আসতে যান, সেই দিনটি ছিল বুধবার। শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে সেই দিন যাত্রা করতে নিষেধ করলেও তিনি কারও কথা শোনেননি। গৃহে ফিরে আসার সময়ে সন্ধ্যার মুখোমুখি ওই স্ত্রী পিপাসায় কাতর হয়ে স্বামীর কাছে জলপ্রার্থনা করেন। স্বামী জল আনতে গেলে তিনি বসে থাকেন একটি গাছের নিচে।
advertisement
এদিকে স্বামী ফিরে এসে দেখেন যে একেবারে তাঁরই মতো দেখতে এক পুরুষ স্ত্রীকে জল দিয়েছেন এবং দু'জনে হেসে হেসে গল্প করছেন। এর পর শুরু হয় বাদানুবাদ। ওই স্ত্রীও বুঝে উঠতে পারেন না যে তাঁর আসল স্বামী কে! এই পরিস্থিতিতে আসল স্বামী সন্ধ্যাকালে ভগবান শিবকে স্মরণ করলে, তাঁর কাছে সমস্যামুক্তির প্রার্থনা জানালে দ্বিতীয় পুরুষটি অন্তর্হিত হয়ে যায়, দাম্পত্যে শান্তি ফিরে আসে।
advertisement
এই ঘটনা স্মরণে রেখে সন্ধ্যাকালে ওম উমা সহিত শিবায় নমঃ মন্ত্র ১০৮ বার জপ করতে হবে।
সার্বিক কল্যাণের লক্ষ্যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ১০৮ বার জপ করলেও সুফল মিলবে।
যথাবিহিত অভিষেকের সঙ্গে শিবের পূজা করতে হবে।
পূজা সমাপনান্তে দীপ এবং ধূপ সহযোগে আরতি করতে হবে।
যদি যজ্ঞের আয়োজন করা হয়, সেক্ষেত্রে অগ্নিতে ক্ষীর আহূতি দেওয়া অবশ্য কর্তব্য।
advertisement
যজ্ঞ সমাপনান্তে সাধ্যমতো ব্রাহ্মণভোজন শাস্ত্রীয় বিধান।
Click here to add News18 as your preferred news source on Google.
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
দাম্পত্যে নিত্য অশান্তি? আজ সন্ধ্যায় এই নির্দিষ্ট সময়ে এই বিশেষ মন্ত্রে শিব আরাধনায় মিলবে পারিবারিক সুখ!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement