আজকের দিনে আরাধনায় ইচ্ছানুরূপ বর মেলে সিদ্ধিদাতার কৃপায়, শুধু পুজো সম্পন্ন করতে হবে এই সময়ের মধ্যে!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
এই তিথিতে গণেশের আরাধনায় পাওয়া যায় ইচ্ছানুরূপ বর, পূর্ণ হয় সকল মনোবাসনা, তাই একে বরদ বিনায়ক চতুর্থী বলা হয়।
#কলকাতা: তিথিটি শাস্ত্রে সুপরিচিত বরদ বিনায়ক চতুর্থী রূপে। হরগৌরীর পরম প্রিয় সন্তান শ্রীগজাননেরই আরেক নাম বিনায়ক। এই নামের অর্থ দুই প্রকার- বিশেষ নায়ক যিনি এবং নায়কবিহীন যিনি। এই দুই অর্থের মধ্যে কিছু বৈপরীত্য থাকলেও আদতে তা এক জায়গায় গিয়ে মিলে যায়। গণেশ প্রথমপূজ্য, সেই অর্থে সব নায়কদের মধ্যে তিনি বিশেষ। আবার তাঁর জন্ম হয়েছিল পিতার সহযোগিতা ছাড়াই, এই কারণে তিনি নায়কবিহীনও বটে! শ্রীগণেশের এই জন্মমাহাত্ম্য স্মরণেই প্রতি মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি বরদ বিনায়ক চতুর্থী নামে অভিহিত হয়ে থাকে। এই তিথিতে গণেশের আরাধনায় পাওয়া যায় ইচ্ছানুরূপ বর, পূর্ণ হয় সকল মনোবাসনা, তাই একে বরদ বিনায়ক চতুর্থী বলা হয়।
শাস্ত্রে এই গণেশ চতুর্থীকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শ্রীগণেশ দেবতাদের মধ্যে প্রথমপূজ্য, তাঁর কৃপাতেই সব রকমের সিদ্ধি এবং জাগতিক ঋদ্ধির অধিকারী হতে পারেন ভক্তেরা। এই আষাঢ় মাসে পঞ্জিকা অনুসারে তৃতীয়া তিথি বিদ্যমান ছিল ১৩ জুলাই সকাল ৮টা ২৪ মিনিট পর্যন্ত। এর পরে শুরু হয়ে গিয়েছে শুক্লপক্ষের চতুর্থী তিথি। এই চতুর্থী তিথি থাকবে ১৪ জুলাই সকাল ৮টা ০২ মিনিট পর্যন্ত।
advertisement
সেই হিসেবে দেখলে ১৪ জুলাই সকাল ৮টা ০২ মিনিট পর্যন্ত শ্রীগণেশের আরাধনার সময় পাওয়া যাচ্ছে, এই পুরো সময়কালটাই বিবেচনা করা হবে বরদ বিনায়ক চতুর্থী রূপে। কিন্তু শাস্ত্রমতে মধ্যাহ্নকালে সিদ্ধিদাতাকে অর্ঘ্য নিবেদন করলে সর্বাধিক সুফল লাভ করবেন ভক্তেরা। তাই পূজা শেষ করতে হবে ১৩ জুলাই সকাল ১১টা ২৫ মিনিট থেকে ১৪ জুলাই দুপুর ২টো ১৫ মিনিটের মধ্যে।
advertisement
advertisement
পূজাপদ্ধতি:
১. শুদ্ধ জলে শ্রী গণেশের অভিষেক সম্পন্ন করে তাঁকে নতুন বস্ত্রে সাজিয়ে কপালে সিঁদুরের টিকা দিতে হবে।
২. দূর্বা অর্পণ করে ধূপ জ্বেলে দিতে হবে।
৩. ওম গং গণপতয়ে নমঃ- এই বীজমন্ত্র জপ করতে হবে।
৪. নৈবেদ্যে দিতে হবে ২১টি মোদক বা লাড্ডু।
৫. আরতি অন্তে পূজা সমাপন করা বিধেয়।
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 13, 2021 8:58 AM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
আজকের দিনে আরাধনায় ইচ্ছানুরূপ বর মেলে সিদ্ধিদাতার কৃপায়, শুধু পুজো সম্পন্ন করতে হবে এই সময়ের মধ্যে!