দাম্পত্যসুখ বৃদ্ধি না অঢেল অর্থলাভ- শুক্রের গোচরে কোন ফল পাবেন কোন রাশির জাতক-জাতিকা? জানুন বিশদে

Last Updated:

ধনু রাশিতে শুক্র আগামী ২৯ ডিসেম্বর, ২০২২ তারিখ পর্যন্ত অবস্থান করবে।

দাম্পত্যসুখ বৃদ্ধি না অঢেল অর্থলাভ- শুক্রের গোচরে কোন ফল পাবেন কোন রাশির জাতক-জাতিকা? জানুন বিশদে
দাম্পত্যসুখ বৃদ্ধি না অঢেল অর্থলাভ- শুক্রের গোচরে কোন ফল পাবেন কোন রাশির জাতক-জাতিকা? জানুন বিশদে
কলকাতা: প্রতিটি গ্রহ একটি নির্দিষ্ট সময়ের পর তার অবস্থান পরিবর্তন করে। চলতি বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বরে শুক্র নিজেদের অবস্থান পরিবর্তন করতে চলেছেন। জ্যোতিষশাস্ত্রে শুক্রকে কলা, সৌন্দর্য, আকর্ষণের দেবতা হিসেবে প্রতিপন্ন করা হয়েছে। ৫ ডিসেম্বর, ২০২২ তারিখে শুক্ল পক্ষের ত্রয়োদশী তিথিতে সোমবার শুক্র মঙ্গলের রাশি বৃশ্চিক থেকে বৃহস্পতির অধিপতি গ্রহ ধনুতে প্রবেশ করেছেন। দৈত্যগুরু শুক্রের দেবগুরু বৃহস্পতির রাশিতে প্রবেশ শুভ ফল প্রদান করতে চলেছে। কেন না, এক্ষেত্রে ভৌতিকতার গুরু বা অধিপতি শুক্র আধ্যাত্মিকতার গুরু বৃহস্পতির রাশিতে প্রবেশ করবেন। ফলে একই সঙ্গে এখানে ভৌতিকতার পাশাপাশি আধ্যাত্মিকতারও সন্নিবেশ দেখতে পাওয়া যাবে। ধনু রাশিতে শুক্র আগামী ২৯ ডিসেম্বর, ২০২২ তারিখ পর্যন্ত অবস্থান করবে।
দেশে স্বাধীনতার বিশেষ মুহূর্তটি বৃষ রাশির সঙ্গে সম্পর্কিত, তাই এই সময় শুক্রের ধনুতে প্রবেশের কারণে দেশে খানিকটা ন্যক্কারজনক পরিস্থিতির সূচনা হতে পারে। বিশেষ করে মহিলাদের সঙ্গে যুক্ত বিভিন্ন ক্ষেত্রে সময়টি অশুভ। উত্তর ও পূর্ব ভারতে এই সময় তীব্র শীত অনুভূত হতে পারে। তবে ধনপ্রাপ্তি, ব্যবসা, নতুন যোজনা এবং ব্যবস্থার দৃষ্টিকোণ থেকে দেখলে এই সময়টি শুভ ফল দিতে চলেছে।
advertisement
advertisement
এবারে আমরা জেনে নিই ব্যক্তিগত ভাবে বিভিন্ন রাশিচক্রের জাতক-জাতিকাদের ওপর এই গোচরের কী প্রভাব পড়তে চলেছে।
মেষ রাশি
জাতক-জাতিকারা সৌভাগ্যের অধিকারী হবেন। সমাজে সম্মান, পরাক্রম বৃদ্ধি পাবে। প্রেমের সম্পর্ক আরও মজবুত হবে। দাম্পত্য জীবন সুখের হবে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করতে চান তাঁদের জন্য সময়টি ভাল। জাতক-জাতিকাদের ধনপ্রাপ্তিও ঘটবে।
advertisement
বৃষ রাশি
বৃষ জাতক-জাতিকাদের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখা উচিত, তবে জাতক-জাতিকাদের ইউরিন ইনফেকশনের মতো সমস্যা হতে পারে। পরিবারে কোনও নতুন কাজ হতে চলেছে। পারিবারিক কাজে অগ্রগতি হবে। এই সময় মানসিক ভাবে ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে।
মিথুন রাশি
যাঁরা পার্টনারশিপে ব্যবসা করতে চান তাঁদের জন্য সময়টি শুভ, দৈনিক আয়ের অংশ বৃদ্ধি পাবে। দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে, প্রেমের সম্পর্ক আরও মজবুত হবে। জীবনসঙ্গীর সঙ্গে ভ্রমণের সুযোগ মিলবে। জাতক-জাতিকাদের মধ্যে সৃজনশীল প্রতিভার বিকাশ হবে।
advertisement
কর্কট রাশি
জাতক-জাতিকারা মানসিক সুখের অভাব বোধ করবেন। ঘর বা বাহন সম্পর্কিত সমস্যা হতে পারে। মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে।
সিংহ রাশি
এই সময় আয় বৃদ্ধি পাবে। ব্যবসায়িক আয়ও বৃদ্ধি পাবে। সন্তান সম্পর্কিত কোনও শুভ সংবাদ শোনা যেতে পারে। যাঁরা অ্যাকাডেমিক ডিসিপ্লিনের সঙ্গে যুক্ত তাঁদের জন্য সময়টি শুভ। জাতক-জাতিকারা সৃজনশীলতার সঠিক প্রয়োগ করতে সমর্থ হবেন।
advertisement
কন্যা রাশি
ঘর বা বাহন সম্পর্কিত শুভ সংবাদ আসতে চলেছে। মায়ের দিক থেকেও শুভ সংবাদ আসতে পারে। মন স্বাভাবিক ভাবেই উৎফুল্ল থাকবে। পারিবারিক কাজে মন আনন্দে থাকবে।
তুলা রাশি
জাতক-জাতিকারা সমাজে সম্মান, গৌরব ও যশ লাভ করবেন। যাঁরা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তাঁদের জন্য সময়টি ভাল। এই সময় ভাগ্য জাতক-জাতিকাদের পক্ষেই থাকবে।
advertisement
বৃশ্চিক রাশি
শুক্রের অবস্থান পরিবর্তনে বৃশ্চিক জাতক-জাতিকাদের ধনপ্রাপ্তির যোগ রয়েছে, পরিবারে নতুন কাজ নিয়ে মন উৎফুল্ল থাকে। তবে তাঁদের পেটের সমস্যা হতে পারে। জীবনসঙ্গী নানা ভাবে সাহায্য করবে এবং সঙ্গ দেবেন। প্রেমের সম্পর্ক আরও মজবুত হবে।
ধনু রাশি
এই রাশিতেই শুক্রের প্রবেশ ঘটছে, ফলে ধনু রাশির জাতক-জাতিকারা বিশেষ ভাবে লাভবান হবেন। জাতক-জাতিকাদের সৃজনাত্মক দৃষ্টিভঙ্গি আরও উন্নত হবে। বিচারবুদ্ধিতে আরও পরিণত মনস্কতা লাভ করবেন। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করতে চান তাঁদের জন্য সময়টি ভালো। তবে স্বাস্থ্যের দিকে একটু মনোযোগী হতে হবে, এই সময় শরীর-স্বাস্থ্য নিয়ে মন অপ্রসন্ন থাকবে।
advertisement
মকর রাশি
ভোগ বিলাসিতায় অনেকটা অর্থ ব্যয় হয়ে যেতে পারে। কাছের মানুষের জন্য মানসিক ভাবে বিধ্বস্ত হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। ত্বকের অ্যালার্জি সংক্রান্ত সমস্যা হতে পারে। ব্যবসায় উন্নতি হবে, আয়ের নতুন নতুন উৎস উন্মোচন হবে।
কুম্ভ রাশি
ধনলাভ এবং আয়ে বৃদ্ধি হবে। ব্যবসায়িক ক্ষেত্রে আরও বিস্তার বাড়বে। পিতার সুখ ও সমৃদ্ধি বাড়বে। সন্তান মারফত শুভ সংবাদ পাবেন। জাতক-জাতিকাদের সৃজনশীলতাও বৃদ্ধি পাবে।
মীন রাশি
মীন জাতক-জাতিকারা এই সময় নানা সমস্যায় পড়তে পারেন। বিশেষ করে স্বাস্থ্যের কারণে কাজে বাধা আসবে। বাবার স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে।
Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
দাম্পত্যসুখ বৃদ্ধি না অঢেল অর্থলাভ- শুক্রের গোচরে কোন ফল পাবেন কোন রাশির জাতক-জাতিকা? জানুন বিশদে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement