রাশিফল ১২-১৯ জুন: কার অর্থভাগ্য প্রসন্ন, কার বা মিশ্র ফল লাভ? দেখে নিন কেমন যাবে চলতি সপ্তাহ

Last Updated:

মেষ, বৃষ, কর্কট, সিংহ, কন্যা, তুলা এবং কুম্ভ রাশির পক্ষে এই সপ্তাহ শুভ ফল দান করবে। অন্য দিকে, মিথুন, বৃশ্চিক, ধনু, মকর এবং মীনের পক্ষে তা হতে চলেছে মিশ্র ফলদায়ক।

দেওঘরের বৈদ্যনাথধামের প্রখ্যাত জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগল জানিয়েছেন যে চলতি জুন মাসের এই দ্বিতীয় সপ্তাহ বেশ কিছু দিক থেকে অনেকের পক্ষে বিশেষ সাব্যস্ত হতে চলেছে। তিনি এও জানাতে ভোলেননি যে মেষ, বৃষ, কর্কট, সিংহ, কন্যা, তুলা এবং কুম্ভ রাশির পক্ষে এই সপ্তাহ শুভ ফল দান করবে। অন্য দিকে, মিথুন, বৃশ্চিক, ধনু, মকর এবং মীনের পক্ষে তা হতে চলেছে মিশ্র ফলদায়ক।
কার ভাগ্যে কী আছে এই সপ্তাহে, দেখে নেওয়া যাক সংক্ষেপে
মেষ
কর্মক্ষেত্রে এবং ব্যবসায় বিশেষ মুনাফার ইঙ্গিত দেখা যাচ্ছে, বৃহস্পতিবার থেকে স্বাস্থ্যেরও উন্নতি চোখে পড়বে।
advertisement
বৃষ
মঙ্গলবারের পর থেকে বিশেষ করে কর্মক্ষেত্রে এবং ব্যবসায় উন্নতি হবে, এই সূত্রে উপার্জন বৃদ্ধি পেতে চলেছে।
মিথুন
নীতিবোধ অবলম্বন করে, সব দিকে ভারসাম্য রেখে চললে তবেই এই সপ্তাহ অনুকূল ফলদায়ক হবে।
advertisement
কর্কট
প্রতি কাজে সাফল্য মিলবে, বিশেষ করে অর্থনৈতিক কাজে, এই সূত্রে ধনাগমের সম্ভাবনাও তৈরি হয়েছে।
সিংহ
মা-বাবার সাহায্যে যে কোনও সমস্যা মিটবে, উপার্জনবৃদ্ধির সুযোগ করায়ত্ত হবে মতামত স্পষ্ট করে জানালে।
কন্যা
দাম্পত্য, কর্মজীবন ঠিক থাকবে, হাতে টাকা আসবে, তবে অন্যের ব্যাপারে নাক না গলানোই উচিত হবে।
তুলা
বন্ধুদের সাহচর্যে সময় ভাল কাটবে, কোনও নারীর সুপরামর্শে জীবনের নানা দিকে সাফল্যের সূচনা হবে।
advertisement
বৃশ্চিক
মন চঞ্চল হয়ে থাকবে, সেই জন্য বিশেষ করে বিনিয়োগের ব্যাপারে সব দিক খতিয়ে দেখতে হবে।
ধনু
ব্যক্তিগত সমস্যায় মন বিষাদাচ্ছন্ন হয়ে থাকলেও কর্মজীবনে তার প্রভাব ফেলতে দেওয়া উচিত হবে না।
মকর
কর্মক্ষেত্রে নতুন সুযোগ এলেও একাকিত্ব বোধ হবে, আইনি জটিলতার মুখে পড়তে হতে পারে।
কুম্ভ
সব কাজ পরিকল্পনা মতো শেষ হবে, জীবনে উন্নতির লক্ষণ ধীরে হলেও স্পষ্ট চোখে পড়বে।
advertisement
মীন
বিনিয়োগে সতর্ক না হলে লোকসানের মুখে পড়তে হবে, খরচে রাশ টানা একান্ত প্রয়োজনীয়।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
রাশিফল ১২-১৯ জুন: কার অর্থভাগ্য প্রসন্ন, কার বা মিশ্র ফল লাভ? দেখে নিন কেমন যাবে চলতি সপ্তাহ
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement