Rishi Panchami: এই ব্রত পালনে নারীদের জীবনে হয় বড় তোলপাড়, কেটে যায় সব দোষ, জানুন তিথি ও মুহূর্ত

Last Updated:

Rishi Panchami: সপ্ত ঋষিদের পুজোর শুভ সময় ২০ সেপ্টেম্বর সকাল ১১.০১ থেকে বেলা ০১.২৮ টা পর্যন্ত হবে।

এই ব্রত পালনের মাধ্যমে নারীর সকল দোষ-ত্রুটি দূর হয়ে যাবে। - Photo- Representative
এই ব্রত পালনের মাধ্যমে নারীর সকল দোষ-ত্রুটি দূর হয়ে যাবে। - Photo- Representative
কলকাতা: ঋষি পঞ্চমী উপবাস ব্রত পালনের মাধ্যমে নারীর সকল দোষ-ত্রুটি দূর হয়ে যাবে, এই ব্রত পালনের মাধ্যমে নারীর সকল দোষ-ত্রুটি দূর হয়ে যাবে।
ভাদ্র মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে ঋষি পঞ্চমী উপবাস পালন করা হয়, এবার এই উৎসব পালিত হবে ২০শে সেপ্টেম্বর। এই দিনে মহিলারা সপ্ত ঋষির পুজো করে সুখ, শান্তি ও সমৃদ্ধির আশীর্বাদ কামনা করে।
advertisement
পণ্ডিত মনোজ উপাধ্যায় জানান, এই ব্রত পালন মহিলাদের ঋতুস্রাবের সঙ্গে সম্পর্কিত। ঋতুস্রাবের সময় নারীদের ধর্মীয় কাজ করতে নেই এমনই রীতি আছে
advertisement
ঋষি পঞ্চমীর দিন উপবাস করলে নারীরা সব ধরনের দোষ-ত্রুটি থেকে মুক্তি পেতে পারেন। একটি পদের উপর হলুদ, কুমকুম ইত্যাদি দিয়ে একটি বর্গাকার বৃত্ত তৈরি করে সপ্তর্ষি প্রতিষ্ঠা করুন।
পঞ্চামৃত ও জল নিবেদন, তারপর চন্দন দিয়ে তিলক লাগান। সারাদিন নির্জলা উপবাসে থাকুন এবং আচারানুযায়ী সপ্তর্ষিদের পুজো করুন।
সপ্ত ঋষিদের পুজোর শুভ সময় ২০ সেপ্টেম্বর সকাল ১১.০১ থেকে বেলা ০১.২৮ টা পর্যন্ত হবে।
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Rishi Panchami: এই ব্রত পালনে নারীদের জীবনে হয় বড় তোলপাড়, কেটে যায় সব দোষ, জানুন তিথি ও মুহূর্ত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement