Purushottam Ekadashi 2023: পুরুষোত্তম একাদশী ২০২৩: পুরুষোত্তমী একাদশী কখন? এভাবে পুজো করলে হাতে আসবে বিশাল টাকা

Last Updated:
ভারতীয় বিভিন্ন শাস্ত্রে মলমাস মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এবারে শ্রাবণ মাসে মলমাসের উপস্থিতি থাকায় শ্রাবণ মাস আগামী ২ মাস পর্যন্ত অব্যাহত থাকবে। এই মাসটি ভগবান বিষ্ণুর কাছে অত্যন্ত প্রিয় বলে মনে করা হয়। আবার একইসঙ্গে শ্রাবণ মাস হওয়ায় এই মাসে শিবকেও উপাসনা করা হয়। এই মাসে যে একাদশী আসে তারও অনেক গুরুত্ব রয়েছে। পুরুষোত্তম মাসে সাধারণত অন্যান্য মাসের মতোই দুটি একাদশী থাকে। এই বছর প্রথম একাদশী হবে ২৯ জুলাই, যা পুরুষোত্তমী একাদশী নামে পরিচিত। প্রতি ৩ বছর পর পর অধিমাসে এই একাদশী ভক্তরা ধর্মীয় আচার মেনে উদযাপন করেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে, এই দিনে ভগবান বিষ্ণুর নামে উপবাস, উপাসনা ও আচার-অনুষ্ঠান পালন করে পুজা করলে বিষ্ণুর সঙ্গে মা লক্ষ্মীরও আশীর্বাদ পাওয়া যায় এবং ভক্তরা ধন-সম্পদ লাভ করেন।
কাশীর পণ্ডিত সঞ্জয় উপাধ্যায় জানিয়েছেন, প্রতি বছর সাধারণত ২৪টি একাদশী পালিত হয়। কিন্তু মলমাসের কারণে প্রতি তিন বছরে একাদশীর সংখ্যা বেড়ে হয় ২৬। মলমাসের একাদশীতে ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ পাওয়া যায়।
একাদশীর তারিখ ও সময়কাল
advertisement
পঞ্জিকা মতে, মলমাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে পুরুষোত্তমী বা পদ্মিনী একাদশী বলা হয়। এবার এটি আগামী ২৮ জুলাই দুপুর ২টা বেজে ৫১ মিনিটে শুরু হবে এবং পরের দিন অর্থাৎ ২৯ জুলাই দুপুর ১টা বেজে ৫১ মিনিট পর্যন্ত চলবে, তাই উদয়তিথির কারণে এটি ২৯ জুলাই পালিত হবে।
advertisement
পণ্ডিত সঞ্জয় উপাধ্যায় জানান, এই দিনে ভগবান বিষ্ণুর নামে উপবাস পালন করা উচিত। এছাড়া ভক্তদের হরিহর নাম কীর্তন করতে হবে। এই অধিমাস যেহেতু শ্রাবণ মাসে পড়েছে তাই শিবলিঙ্গেরও জলাভিষেক করা উচিত। শিব এবং নারায়ণ উভয়কেই পুজো করলে ভক্তদের মনোবাঞ্ছা পূরণ হবে। এতেই হরি ও হরিপ্রিয়া দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হবে ভক্তদের ওপরে।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Purushottam Ekadashi 2023: পুরুষোত্তম একাদশী ২০২৩: পুরুষোত্তমী একাদশী কখন? এভাবে পুজো করলে হাতে আসবে বিশাল টাকা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement