খুব খারাপ দিনকাল! ছুঁচ-সুতো থেকে অনেক দূরে থাকবেন এই মহিলারা... নেতিবাচক শক্তির করাল গ্রাসে 'তছনছ' জীবন

Last Updated:

বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ৭ সেপ্টেম্বর রবিবার রাত ৯:৫৮ মিনিটে ঘটবে এবং ৮ সেপ্টেম্বর রাত ১:২৬ মিনিটে শেষ হবে। জ্যোতিষিদের মতে, এই চন্দ্রগ্রহণটি 'ব্লাড মুন' হিসেবে দেখা দেবে, যেখানে চাঁদ সম্পূর্ণ লাল দেখাবে।

রবিবার, ৭ সেপ্টেন্বর ভাদ্র পূর্ণিমায় দেখা যাবে চন্দ্রগ্রহণ। চলতি বছরে দ্বিতীয় তথা শেষ চন্দ্রগ্রহণ এটি। এদিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে চাঁদকে দেখাবে রক্তাভ। তাই একে বলা হচ্ছে ‘ব্লাড মুন’।
রবিবার, ৭ সেপ্টেন্বর ভাদ্র পূর্ণিমায় দেখা যাবে চন্দ্রগ্রহণ। চলতি বছরে দ্বিতীয় তথা শেষ চন্দ্রগ্রহণ এটি। এদিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে চাঁদকে দেখাবে রক্তাভ। তাই একে বলা হচ্ছে ‘ব্লাড মুন’।
২০২৫ সালের দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। জ্যোতিষশাস্ত্রে চন্দ্রগ্রহণকে শুভ বলে মনে করা হয় না। এমন পরিস্থিতিতে গর্ভবতী মহিলাদের বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। উজ্জয়িনীর আচার্য আনন্দ ভরদ্বাজের কাছ থেকে জেনে নিন চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের কী কী বিষয়ের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কখন চন্দ্রগ্রহণ হবে?
advertisement
বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ৭ সেপ্টেম্বর রবিবার রাত ৯:৫৮ মিনিটে হবে এবং ৮ সেপ্টেম্বর রাত ১:২৬ মিনিটে শেষ হবে। জ্যোতিষিদের মতে, এই চন্দ্রগ্রহণটি ‘ব্লাড মুন’ হিসেবে দেখা দেবে, যেখানে চাঁদ সম্পূর্ণ লাল দেখাবে।
advertisement
আচার্য সতর্ক করে জানান, এই সময় গর্ভবতী মহিলাদের সূঁচ, ছুরি, কাঁচি ইত্যাদি ধারাল জিনিস থেকে দূরে থাকা উচিত। বিশ্বাস করা হয় যে এই জিনিসগুলি ব্যবহারের ফলে অনাগত শিশুর শারীরিক ত্রুটি দেখা দিতে পারে। সেলাই এবং বুননের মতো কাজগুলিও এড়ানো উচিত।
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
খুব খারাপ দিনকাল! ছুঁচ-সুতো থেকে অনেক দূরে থাকবেন এই মহিলারা... নেতিবাচক শক্তির করাল গ্রাসে 'তছনছ' জীবন
Next Article
advertisement
SSC-তে এ বছর হিন্দির শূন্যপদ কত জানেন? ভিনরাজ্যের পরীক্ষার্থীর এত ভিড় কেন, জানা গেল কারণ!
SSC-তে এ বছর হিন্দির শূন্যপদ কত জানেন? ভিনরাজ্যের পরীক্ষার্থীর এত ভিড় কেন, জানা গেল কারণ!
  • রাজ্যের এসএসসি পরীক্ষায় হিন্দি মাধ্যমের ২২৫১ শূন্যপদে ভিনরাজ্যের ৩০ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন.

  • হিন্দি মাধ্যমের শূন্যপদ পূরণের জন্য ভিনরাজ্যের পরীক্ষার্থীদের ভিড় স্বাভাবিক বলে মনে করছেন কর্তৃপক্ষ.

  • হিন্দি মাধ্যমের শিক্ষক নিয়োগে ভিনরাজ্যের পরীক্ষার্থীদের অংশগ্রহণ নতুন বিতর্কের সৃষ্টি করেছে.

VIEW MORE
advertisement
advertisement