Oracle Speaks: ওরাকল স্পিকস ২৭ অগাস্ট; দেখে নিন ভাগ্যফল, জেনে নিন কোন চিহ্ন বয়ে আনছে সৌভাগ্য
- Written by:Trending Desk
- trending desk
Last Updated:
জেনে নেওয়া যাক জন্মদিন মিলিয়ে কোন রাশির জাতক-জাতিকার ভাগ্য নিয়ে কী বলছেন তিনি আজকের দিনে!
অলটারনেটিভ এবং লজিস্টিক হিলিংয়ের প্রসঙ্গে সিতারা- দ্য ওয়েলনেস স্টুডিওর বিশেষজ্ঞা পূজা চন্দ্রর কথা আলাদা করে উল্লেখ করতেই হয়। অতি শৈশব থেকে নানা আধ্যাত্মিক অভিজ্ঞতা যাত্রাপথ তাঁর সংবেদনশীলতা বৃদ্ধি করেছে, এক ঝলকেই তিনি বলতে পারেন কে কেন কষ্টে রয়েছেন। প্যাশনেট ব্লগার পূজা এবার কলম ধরেছেন আমাদের জন্য, ভাগ করে নিচ্ছেন জীবন উন্নত করে তোলার সাপেক্ষে তাঁর দৃষ্টিভঙ্গী। জেনে নেওয়া যাক জন্মদিন মিলিয়ে কোন রাশির জাতক-জাতিকার ভাগ্য নিয়ে কী বলছেন তিনি আজকের দিনে!
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
সঙ্গীর সঙ্গে খোলাখুলি কথা বলতে হবে। নতুন অর্থনৈতিক সুযোগ মিলবে।
advertisement
লাকি সাইন – একটি স্বচ্ছ স্ফটিক
শুভ রঙ – নীল
শুভ সংখ্যা – ৫
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।
হৃদয়াবেগ প্রাধান্য পাবে। ক্ষমা করতে শিখতে হবে।
লাকি সাইন – একটি অ্যামেথিস্ট
advertisement
শুভ রঙ – টারকোয়াইজ
শুভ সংখ্যা – ৭৮
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
অর্থনৈতিক সাফল্য আসতে চলেছে। পদোন্নতির সম্ভাবনা।
লাকি সাইন- একটি জারকন
শুভ রঙ- সাদা
শুভ সংখ্যা – ৬
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে নিজেকে অবহেলিত বলে মনে হতে পারে।
advertisement
লাকি সাইন- একটি হিরে
শুভ রঙ – সোনালি
শুভ সংখ্যা – ৩৭
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
নিজের মনের কথা খুলে বলা যেতে পারে। কেরিয়ারে স্থায়িত্ব আসতে চলেছে।
লাকি সাইন- একটি পাইরাইট
শুভ রঙ- মেরুন
শুভ সংখ্যা – ৯
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
advertisement
পূর্ব প্রতিশ্রুতির কথা স্মরণে রাখতে হবে। কোনও মন্তব্য করার আগে সতর্ক থাকতে হবে।
লাকি সাইন- একটি স্ফটিক
শুভ রঙ- ইন্ডিগো
শুভ সংখ্যা – ১৯
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
নিজেকে বিশ্বাস করতে হবে। হৃদয়ের প্রশ্নের নিজের মনের কথা শোনাই ভাল।
লাকি সাইন- একটি লাল জ্যাসপার
শুভ রঙ – গোলাপি
advertisement
শুভ সংখ্যা – ৫
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
নিজের ভাবনাচিন্তার জোরে সাফল্য আসবে।
লাকি সাইন- একটি ট্যুরমালাইন
শুভ রঙ- লাইম
শুভ সংখ্যা – ১
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
যেকোনও রকম নেতিবাচকতা দূর করতে হবে। লক্ষ্যে স্থির থাকতে হবে।
লাকি সাইন– একটি পেঁচা
advertisement
শুভ রঙ – সায়ান
শুভ সংখ্যা – ৭
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
খোলাখুলি, সততার সঙ্গে সঙ্গীর মুখোমুখী দাঁড়াতে হবে।
লাকি সাইন- একটি প্রস্ফুটিত বাগান
শুভ রঙ – ম্যাজেন্টা
শুভ সংখ্যা – ১৩
advertisement
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
ব্যক্তিগত সম্পর্কে পরিবর্তন আসতে পারে। পরিবর্তনকে স্বাগত জানানোই ভাল।
লাকি সাইন– পোলকা ডট
শুভ রঙ – ফুশিয়া
শুভ সংখ্যা – ১৫
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
কেরিয়ারে অগ্রগতি সম্ভব। ভ্রমণে শান্তি পাওয়া যেতে পারে।
লাকি সাইন- একটি টাইপরাইটার
শুভ রঙ – পিচ
শুভ সংখ্যা – ৯
পূজা চন্দ্র বিষয়ে কিছু তথ্য:
পূজা চন্দ্র পেশায় একজন হলিস্টিক হিলিং প্র্যাকটিশনার। এরই পাশাপাশি পূজা রেইকি গ্র্যান্ডমাস্টার এবং অন্যান্য হিলিং সার্টিফায়েড মোড নিয়ে গবেষণা করেছেন। টেরোট কার্ড পড়ার পাশাপাশি থেটা, বুদ্ধিস্ট, চক্র এবং পেট হিলিং থেরাপির মতো একাধিক বিষয়ে দক্ষ পূজা চন্দ্র হিলিং এবং এর বিকল্প থেরাপি বিষয়ে সিদ্ধহস্ত।
বিগত ত্রিশ বছরের অভিজ্ঞতা এবং অনুশীলনে হিলিং থেরাপি নিয়ে পূজা এক একটি অসাধারণ কৌশল বা উপায় আবিষ্কার করেছেন।
শৈশব থেকেই একাধিক আধ্যাত্মিক বিষয়ে নিযুক্ত থেকে নিজের মনস্তাত্ত্বিক ক্ষমতাকে তিনি অসাধারণ স্তরে বিকশিত করতে সক্ষম হয়েছেন। দীর্ঘ জীবনের পরিচর্যায় পূজা একজন সহানুভূতিশীল কিশোরী থেকে উন্নত মানের হিলিং থেরাপিস্ট হিসেবে নিজেকে গড়ে তুলেছেন।
পূজা মূলত এমন মানুষদের সঙ্গে কাজ করেন যাঁরা বিভিন্ন ধরনের মানসিক বা শারীরিক উদ্বেগজনিত সমস্যায় ভোগেন। নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতায় পূজা খুব সহজেই তাঁদের সাইকোলজিক্যাল সিস্টেম এবং সমস্যার জায়গাগুলি অনুধাবন করতে পারেন।
একজন অভিজ্ঞ হিলিং থেরাপিস্ট হিসাবে পূজা বিশ্ব জুড়ে যে কোনও জায়গায় ব্যক্তিগতভাবে এবং দূরত্বে থাকা মানুষদেরও কার্যকর হিলিং সেশন অফার করেন৷ যাঁরা পূজার সঙ্গে যোগাযোগে আগ্রহী তাঁরা তাঁর ওয়েবসাইটে www.citaaraa.com থেরাপি সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন। ওই ওয়েবসাইটে থেরাপির বর্ণনার পাশাপাশি যাঁরা হিলিং থেরাপির সাহায্য নিয়ে সুস্থ হয়েছেন এমন মানুষরাও তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন।
তবে কেবলমাত্র হিলিং থেরাপিস্টই নন, পূজা চন্দ্র সেই সঙ্গে একজন দক্ষ লেখক, কবি এবং একজন ব্লগারও। তিনি প্রধানত তাঁর নিবন্ধ এবং প্রকাশিত ব্লগের মাধ্যমে নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করতে পছন্দ করেন যা জীবন সম্পর্কে আমাদের নতুন কিছু শেখায়।
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 27, 2023 11:33 AM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Oracle Speaks: ওরাকল স্পিকস ২৭ অগাস্ট; দেখে নিন ভাগ্যফল, জেনে নিন কোন চিহ্ন বয়ে আনছে সৌভাগ্য



