Oracle Speaks: ওরাকল স্পিকস ১১ অক্টোবর; দেখুন ভাগ্যফল, জানুন কোন চিহ্ন বয়ে আনছে সৌভাগ্য

Last Updated:

জেনে নেওয়া যাক জন্মদিন মিলিয়ে কোন রাশির জাতক-জাতিকার ভাগ্য নিয়ে কী বলছেন তিনি কালকের দিনে!

ওরাকল স্পিকস ১১ অক্টোবর
ওরাকল স্পিকস ১১ অক্টোবর
#কলকাতা: অলটারনেটিভ এবং লজিস্টিক হিলিংয়ের প্রসঙ্গে সিতারা- দ্য ওয়েলনেস স্টুডিওর বিশেষজ্ঞা পূজা চন্দ্রর কথা আলাদা করে উল্লেখ করতেই হয়। অতি শৈশব থেকে নানা আধ্যাত্মিক অভিজ্ঞতা যাত্রাপথ তাঁর সংবেদনশীলতা বৃদ্ধি করেছে, এক ঝলকেই তিনি বলতে পারেন কে কেন কষ্টে রয়েছেন। প্যাশনেট ব্লগার পূজা এবার কলম ধরেছেন আমাদের জন্য, ভাগ করে নিচ্ছেন জীবন উন্নত করে তোলার সাপেক্ষে তাঁর দৃষ্টিভঙ্গী। জেনে নেওয়া যাক জন্মদিন মিলিয়ে কোন রাশির জাতক-জাতিকার ভাগ্য নিয়ে কী বলছেন তিনি কালকের দিনে!
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
অতীতের সমস্ত সীমাবদ্ধ চিন্তাভাবনা ছেড়ে দিন, মনে রাখবেন অতীত স্পষ্টতই আর প্রাসঙ্গিক নয়।
advertisement
লাকি সাইন– একটি চড়ুই
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।
যাঁরা কোনও পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করছেন তাঁরা অনুকূল খবর পেতে পারেন। যাঁরা ফ্যাশন ডিজাইনিংয়ের সঙ্গে যুক্ত তাঁরা ভাল ফল পাবেন।
advertisement
লাকি সাইন– একটি মাশরুম
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
সম্পর্ক টিকিয়ে রাখতে হলে ব্যক্তিগত ক্ষুদ্রতা, স্বার্থ এবং অহঙ্কার ত্যাগ করতে হবে। যাঁরা দীর্ঘদিন ধরে সম্পর্কের মধ্যে আছেন তাঁদের কাল চিন্তা-ভাবনা পরিবর্তন হতে পারে।
advertisement
লাকি সাইন– একটি ময়ূর
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
যদি কোনও নিয়ে অশান্তিতে থাকেন তবে সেই সম্পর্কিত বিষয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নিয়ে আপাতত এড়িয়ে যেতে পারেন।
লাকি সাইন- সূর্যাস্তের দৃশ্য
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
কাল সারাদিনই আপনি বিরক্ত বোধ করবেন। তাই মন ভাল করতে পছন্দের খাবার খাওয়া বা প্রিয় কোনও স্থানে বেড়াতে যাওয়া যেতে পারে।
advertisement
লাকি সাইন- একটি জপমালা
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
আপনি যদি কারও কাছে কিছু প্রকাশ করতে চান তবে সোজাসুজি তাঁর কাছে মনের কথা খুলে বলুন। কাল দিনের দ্বিতীয়ার্ধের দিকে দিনটি কর্মমুখী হতে চলেছে।
লাকি সাইন- একটি নৌকা
advertisement
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
কয়েকদিন খুব ব্যস্ত থাকার পর কাল আপনি অনেকটাই একা সময় কাটাবেন, তাই এই ফাঁকে নিজের যত্ন নিতে ভুলবেন না।
লাকি সাইন- একটি ধাতব কাঠামো
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
নিজেকে প্রস্তুত রাখুন কেন না আগামী কয়েক দিন কাজের চাপের সঙ্গে সঙ্গে দিনগুলি চ্যালেঞ্জিংও হতে পারে।
advertisement
লাকি সাইন– একটি চিমনি
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
আপনার সম্পর্কে যা কিছু বলা বা আলোচনা করা হচ্ছে, সেই সব নিয়ে আপনার মাথা ঘামানোর দরকার নেই। আর্থিক ভাবেও কালকের দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ।
লাকি সাইন– একগুচ্ছ লিলি ফুল
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
অতীতে কারও সঙ্গে আপনার কোনও শত্রুতা থাকলে, তা আবার পুনরায় ফিরে আসতে পারে। আপনার মুলতুবি থাকা বেশিরভাগ সমস্যা কাল সমাধান হতে পারে।
advertisement
লাকি সাইন– একটি ল্যাম্পশেড
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
কালকের দিনটি তুলনামূলক ভাবে ধীর গতিতে কাটতে চলেছে। তাই কাল আপনি হাতে থাকা সমস্ত কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে পারবেন।
লাকি সাইন– একটি মিউজিক্যাল নোট
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
আগামী দিনে ব্যবসায় সুযোগ বাড়ার সম্ভাবনা রয়েছে, আপনার কোনও নিকটাত্মীয় পরামর্শের জন্য কাল আপনার কাছে আসতে পারেন, তাঁকে সহযোগিতা করুন।
লাকি সাইন- একটি টিয়াপাখি
পূজা চন্দ্র বিষয়ে কিছু তথ্য:
পূজা চন্দ্র পেশায় একজন হলিস্টিক হিলিং প্র্যাকটিশনার। এরই পাশাপাশি পূজা রেইকি গ্র্যান্ডমাস্টার এবং অন্যান্য হিলিং সার্টিফায়েড মোড নিয়ে গবেষণা করেছেন। টেরোট কার্ড পড়ার পাশাপাশি থেটা, বুদ্ধিস্ট, চক্র এবং পেট হিলিং থেরাপির মতো একাধিক বিষয়ে দক্ষ পূজা চন্দ্র হিলিং এবং এর বিকল্প থেরাপি বিষয়ে সিদ্ধহস্ত।
বিগত ত্রিশ বছরের অভিজ্ঞতা এবং অনুশীলনে হিলিং থেরাপি নিয়ে পূজা এক একটি অসাধারণ কৌশল বা উপায় আবিষ্কার করেছেন।
শৈশব থেকেই একাধিক আধ্যাত্মিক বিষয়ে নিযুক্ত থেকে নিজের মনস্তাত্ত্বিক ক্ষমতাকে তিনি অসাধারণ স্তরে বিকশিত করতে সক্ষম হয়েছেন। দীর্ঘ জীবনের পরিচর্যায় পূজা একজন সহানুভূতিশীল কিশোরী থেকে উন্নত মানের হিলিং থেরাপিস্ট হিসেবে নিজেকে গড়ে তুলেছেন।
পূজা মূলত এমন মানুষদের সঙ্গে কাজ করেন যাঁরা বিভিন্ন ধরনের মানসিক বা শারীরিক উদ্বেগজনিত সমস্যায় ভোগেন। নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতায় পূজা খুব সহজেই তাঁদের সাইকোলজিক্যাল সিস্টেম এবং সমস্যার জায়গাগুলি অনুধাবন করতে পারেন।
একজন অভিজ্ঞ হিলিং থেরাপিস্ট হিসাবে পূজা বিশ্ব জুড়ে যে কোনও জায়গায় ব্যক্তিগতভাবে এবং দূরত্বে থাকা মানুষদেরও কার্যকর হিলিং সেশন অফার করেন৷ যাঁরা পূজার সঙ্গে যোগাযোগে আগ্রহী তাঁরা তাঁর ওয়েবসাইটে www.citaaraa.com থেরাপি সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন। ওই ওয়েবসাইটে থেরাপির বর্ণনার পাশাপাশি যাঁরা হিলিং থেরাপির সাহায্য নিয়ে সুস্থ হয়েছেন এমন মানুষরাও তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন।
তবে কেবলমাত্র হিলিং থেরাপিস্টই নন, পূজা চন্দ্র সেই সঙ্গে একজন দক্ষ লেখক, কবি এবং একজন ব্লগারও। তিনি প্রধানত তাঁর নিবন্ধ এবং প্রকাশিত ব্লগের মাধ্যমে নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করতে পছন্দ করেন যা জীবন সম্পর্কে আমাদের নতুন কিছু শেখায়।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Oracle Speaks: ওরাকল স্পিকস ১১ অক্টোবর; দেখুন ভাগ্যফল, জানুন কোন চিহ্ন বয়ে আনছে সৌভাগ্য
Next Article
advertisement
West Bengal Weather Update: ধীরে ধীরে ঠান্ডা বাড়বে রাজ্যে, কতটা নামবে পারদ? সপ্তাহান্তে আরও কমে যেতে পারে তাপমাত্রা
ধীরে ধীরে ঠান্ডা বাড়বে রাজ্যে, কতটা নামবে পারদ? সপ্তাহান্তে আরও কমে যেতে পারে তাপমাত্রা
  • ধীরে ধীরে ঠান্ডা বাড়বে রাজ্যে

  • কতটা নামবে পারদ?

  • সপ্তাহান্তে আরও কমে যেতে পারে তাপমাত্রা

VIEW MORE
advertisement
advertisement