October 2022 Horoscope: ভাবছেন পুজোর মাসে খরচ বাড়বে? অক্টোবরেই ভাগ্যে আছে মহা ধনাগম যোগ, দেখে নিন কীভাবে কপাল খুলবে
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
অক্টোবরে সূর্য এবং মঙ্গল রাশি পরিবর্তন করবেন, অন্য দিকে শনি তাঁর বিপরীতমুখী অবস্থান থেকে নিজের রাশি মকরে প্রবেশের চেষ্টা করবেন। গ্রহের এই পরিবর্তনে ১২টি রাশির জাতক-জাতিকাদের ওপরেই নানা প্রভাব পড়বে।
কলকাতা: অক্টোবর মাস শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। আসন্ন পুজোর সময়টা কেমন হবে তা জানার জন্য সকলের মনেই কৌতূহল রয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামী অক্টোবর মাসে ৩টি গুরুত্বপূর্ণ রাশির স্থান পরিবর্তন হবে, এর ফলে ৫টি রাশির জাতকরা খুব শুভ ফল পাবেন।
অক্টোবরে সূর্য এবং মঙ্গল রাশি পরিবর্তন করবেন, অন্য দিকে শনি তাঁর বিপরীতমুখী অবস্থান থেকে নিজের রাশি মকরে প্রবেশের চেষ্টা করবেন। গ্রহের এই পরিবর্তনে ১২টি রাশির জাতক-জাতিকাদের ওপরেই নানা প্রভাব পড়বে। এবারে আমরা জেনে নেব ঠিক কোন কোন রাশির মানুষ এই গ্রহ পরিবর্তনে আর্থিক দিক থেকে বিশেষ লাভবান হবেন।
মিথুন:
advertisement
advertisement
অক্টোবরের গ্রহের পরিবর্তন মিথুন রাশির জাতক-জাতিকাদের শক্তিশালী আর্থিক ক্ষমতা লাভে সহায়তা করবে। এছাড়াও ব্যবসা এবং চাকরি উভয় ক্ষেত্রেই উন্নতির সম্ভাবনা রয়েছে। কিছু নতুন সুযোগও পাওয়া যেতে পারে।
কর্কট:
অক্টোবর মাসটি কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য খুবই উপকারী হতে পারে। তাঁরা নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। এঁদের সব কাজের প্রশংসা মিলবে। বিনিয়োগ লাভজনক হতে পারে।
advertisement
তুলা:
এত দিন জীবনে যে সমস্ত সমস্যাগুলির কারণে মানসিক চাপ ছিল, সেই সব সমস্যার অবসান হবে। আয় বৃদ্ধি মানসিক ভাবে স্বস্তি দেবে। নতুন চাকরিতে যোগ দিতে পারেন। পরিবারে সুখের পরিবেশ বজায় থাকবে।
advertisement
বৃশ্চিক:
অক্টোবরের গ্রহ পরিবর্তন আয় বৃদ্ধিতে সাহায্য করবে। পারিবারিক জীবনে যে উত্তেজনা চলছে তাও কেটে যাবে। টাকার অভাব হবে না। বিনিয়োগ থেকে লাভ হবে। জাতক-জাতিকারা নতুন বাড়ি বা গাড়ি কিনতে পারেন। বিনিয়োগে বা সঞ্চয়ে মন দিতে হবে।
advertisement
মীন:
আগামী মাসে ভ্রমণের পরিকল্পনা হতে পারে। আর্থিক লাভের সম্ভাবনা থাকবে। পুরনো সমস্ত ঝামেলা শেষ হতে চলেছে। বিভিন্ন কাজে সাফল্য আসবে। জাতক-জাতিকারা অপ্রত্যাশিত আর্থিক সাফল্য পাবেন। কেরিয়ারে ভাল সুযোগ আসতে চলেছে। কোনও বিশেষ ক্ষেত্রে ভাল স্থান অর্জন করতে পারবেন তাঁরা।
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 20, 2022 3:39 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
October 2022 Horoscope: ভাবছেন পুজোর মাসে খরচ বাড়বে? অক্টোবরেই ভাগ্যে আছে মহা ধনাগম যোগ, দেখে নিন কীভাবে কপাল খুলবে



