Numerology: ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনকের সাফল্যের রহস্যটা ঠিক কী? সংখ্যাতত্ত্বের বিশ্লেষণ কী বলছে?
- Published by:Sanjukta Sarkar
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
১৯৮০ সালের ১২ মে জন্ম ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের। গত বছর অর্থাৎ ২০২২ সালের অক্টোবর মাসে ক্ষমতার আসনে বসেন কনজারভেটিভ পার্টির এই নেতা।
ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়। এবার সংখ্যাতত্ত্ব অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক আজকের দিনে কার ভাগ্যে কী রয়েছে!
১৯৮০ সালের ১২ মে জন্ম ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের। গত বছর অর্থাৎ ২০২২ সালের অক্টোবর মাসে ক্ষমতার আসনে বসেন কনজারভেটিভ পার্টির এই নেতা।
ঋষি সুনক এবং সদগুরু জগ্গির মতো খ্যাতনামা ব্যক্তিদের সংখ্যা হল ১২। আর এই সংখ্যার জন্য গুরুর আশীর্বাদ থাকে তুঙ্গে। যাঁদের জন্মসংখ্যা ১২, তাঁরা সব সময় নিজেদের কোচ বা প্রশিক্ষক অথবা গুরুর থেকে সাহায্য পান। আর সময়ের সঙ্গে সঙ্গে সেই গুরুই তাঁদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। এঁদের মায়েরাও এঁদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। কারণ মা-ই তো প্রথম গুরু হন।
advertisement
advertisement
ঋষি সুনক এক জন খুবই সুন্দর এবং ঐশ্বরিক মানুষ। কারণ সংখ্যা ১২-র জন্য আধ্যাত্মিকতা এবং পারিবারিক বিষয় তাঁকে সব সময় ঘিরে থাকে। যা আসলে বৃহস্পতি গ্রহ। এছাড়াও তাঁর ভাগ্যসংখ্যা ৮। যার জেরে তিনি এক জন খাঁটি মানুষ। আর ঋষির বিচার-বিবেচনামূলক ক্ষমতাও প্রখর। তবে সংখ্যাতত্ত্ব বলছে, ২০২২ সালের তুলনায় ২০২৩ সাল ঋষি সুনকের জন্য তেমন স্বস্তির হবে না। আর এই কারণে মন্ত্রিসভায় নিজের মতাদর্শ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে তাঁকে। সেই সঙ্গে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে বিলম্ব হতে পারে।
advertisement
স্বাক্ষর বিশ্লেষণ:
ঋষির স্বাক্ষর বেশ পরিষ্কার-পরিচ্ছন্ন এবং সরল-সাধারণ। আর ঋষি সুনকের সাফল্যের সম্পূর্ণ কৃতিত্ব তাঁর স্বাক্ষরের। আসলে সংখ্যাতত্ত্ব অনুযায়ী এই স্বাক্ষর একেবারে নিখুঁত। যার ফলে ব্রিটিশ প্রধানমন্ত্রী নিজের লক্ষ্যে স্থির। আর নিজের সেই লক্ষ্য পূরণে দৃঢ়প্রতিজ্ঞ তিনি।
শুভ রঙ: পার্পল
শুঙ দিন: বৃহস্পতিবার
শুভ সংখ্যা: ৩
দান: অনুগ্রহ করে আশ্রমে স্টেশনারি সামগ্রী দান করুন
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 14, 2023 12:32 AM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Numerology: ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনকের সাফল্যের রহস্যটা ঠিক কী? সংখ্যাতত্ত্বের বিশ্লেষণ কী বলছে?