Number Compatibility : ভালবাসা হবে এমন সুনিবিড়, লোকে ঈর্ষায় জ্বলবে! কী করতে হবে, বলছে সংখ্যাতত্ত্ব
- Published by:Rachana Majumder
- trending desk
- Written by:Tridib Bhattacharya
Last Updated:
Number Compatibility : দেখে নেওয়া যাক কেন এই দুই সংখ্যার সম্পর্ক অন্যের ঈর্ষার কারণ হয়ে ওঠে।
সুনিবিড় সম্পর্ক, সব সময়ে পরস্পরকে ছুঁয়ে থাকার আকুতি, ভিড়ের মধ্যেও জুটির নজর কাড়া, সম্পর্কের গল্প লোকের মুখে মুখে ফেরা- এসব কখন হয়? বা কীভাবে হয়? সহজ উত্তর হল মনের মানুষ খুঁজে পেলেই! আর সেটা কিন্তু এমন কিছু কঠিনও নয়। এই ব্যাপারে আমাদের সাহায্য করতে পারে সংখ্যাতত্ত্ব।
ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ এবং চরিত্রগণনা করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে গণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়।
advertisement
এই হিসেবে যাঁদের জন্ম ৩, ১২, ২১ এবং ৩০ তারিখে, তাঁদের সংখ্যা ৩ রূপে গণ্য করতে হবে। অন্য দিকে, যাঁদের জন্ম ৫, ১৪ এবং ২৩ তারিখে, তাঁরা পড়বেন সংখ্যা ৫-এর আওতায়। দেখে নেওয়া যাক কেন এই দুই সংখ্যার সম্পর্ক অন্যের ঈর্ষার কারণ হয়ে ওঠে।
advertisement
এই দুই সংখ্যার ব্যক্তিরা কোথাও গেলে লোকে ধরতে পারে না এরা বন্ধু না মনের মানুষ, সম্পর্কের রসায়ন এঁদের এতটাই নিবিড়। ফলে, এঁদের ভালবাসা সব সময়েই সবার নজর কাড়ে। এঁদের স্বভাবেও অনেক মিল, উভয়েই খোলামেলা, হুল্লোড়ে, ফূর্তিবাজ, প্রাণ খুলে বাঁচতে জানেন। সব চেয়ে বড় কথা, একে অপরকে ভরিয়ে রাখেন উদ্দাম ভালবাসায়। সংখ্যা ৩ যেমন পরিশ্রম করে অর্থ উপার্জন করতে জানেন, সংখ্যা ৫ তেমনই জানেন তা বুঝেসুঝে খরচ করতে। ফলে, এঁদের সম্পর্ক সব দিক থেকেই দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।
advertisement
সমস্যা একটাই- এঁরা কেউই চিরস্থায়ী সম্পর্কে চট করে যেতে চান না। যদিও নির্দিষ্ট উপায় অবলম্বনে সেই সমস্যাও দূর হতে পারে, বছরের পর বছর একসঙ্গে সুখে ঘর করতে পারেন এঁরা। এর জন্য:
– মন্দিরে বা দরিদ্রদের দধি দান করতে হবে
– মদ, আমিষ, তামাক, চর্মজ দ্রব্য পরিহার করতে হবে
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 14, 2023 4:21 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Number Compatibility : ভালবাসা হবে এমন সুনিবিড়, লোকে ঈর্ষায় জ্বলবে! কী করতে হবে, বলছে সংখ্যাতত্ত্ব