Money Mantra: ১৭ মার্চ হাতে টাকা আসবে? না জলের মতো খরচ হবে? নিজের রাশি মিলিয়ে জানুন বিশদে

Last Updated:

Money Mantra: জন্মদিন মিলিয়ে বেছে নিতে হবে নিজের রাশি এবং সেই অনুযায়ী আর্থিক পদক্ষেপ কাম্য; জানাচ্ছেন ভূমিকা কালাম!

১৭ মার্চ হাতে টাকা আসবে? না জলের মতো খরচ হবে? নিজের রাশি মিলিয়ে জানুন বিশদে
১৭ মার্চ হাতে টাকা আসবে? না জলের মতো খরচ হবে? নিজের রাশি মিলিয়ে জানুন বিশদে
আমাদের দেশের বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে আমাদের রাশিচক্রের ১২টি রাশি মানবজীবনের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিতে সক্ষম। প্রত্যেকটি রাশি তাদের প্রতিদিনের গ্রহের ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে জীবনে ভিন্ন ভিন্ন ঘটনার সম্মুখীন হয়ে থাকে। সেই কারণেই প্রতিটি রাশির জাতক-জাতিকাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে জ্যোতিষশাস্ত্র ভবিষ্যদ্বাণী করতে সক্ষম। এবারে দেখে নেওয়া যাক আজকের রাশিফল আমাদের অর্থভাগ্য নিয়ে কী কী গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। জন্মদিন মিলিয়ে বেছে নিতে হবে নিজের রাশি এবং সেই অনুযায়ী আর্থিক পদক্ষেপ কাম্য; জানাচ্ছেন ভূমিকা কালাম!
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
প্রচুর খরচ হতে পারে। আয়-ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখা উচিত।
advertisement
প্রতিকার: অনুগ্রহ করে ভগবান শনিদেবের দর্শন এবং তেল নিবেদন করুন।
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।
কারও সঙ্গে তর্কাতর্কি হলেও নিজের আচরণ নিয়ন্ত্রণে রাখতে হবে।
প্রতিকার: অনুগ্রহ করে অভাবগ্রস্ত মানুষদের সাহায্য এবং সূর্য চালিসা পাঠ করতে হবে।
advertisement
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
কাজ নিয়ে উদ্বেগ তৈরি হবে। ঘরোয়া জিনিস কেনার জন্য খরচ হতে পারে।
প্রতিকার: অনুগ্রহ করে মা সরস্বতীর পূজা করুন এবং রাহুর মন্ত্র পাঠ করুন।
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
কোনও কাজ করার কথা ভাবলে ভাগ্যই সাফল্য এনে দিতে পারে।
advertisement
প্রতিকার: অনুগ্রহ করে ভগবান গণেশকে লাড্ডু নিবেদন করুন এবং ভগবান শিবের অভিষেক করুন।
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
ব্যবসার আয় নিয়ে মনে সন্তুষ্টি থাকবে। সামাজিক ও ধর্মীয় কাজে অংশ নিতে পারেন।
প্রতিকার: অনুগ্রহ করে উদীয়মান সূর্য এবং ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করুন।
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
advertisement
দায়-দায়িত্ব বৃদ্ধি পেলে কিছুটা হলেও উদ্বেগ বৃদ্ধি পাবে।
প্রতিকার: অনুগ্রহ করে গণেশ চালিসা পাঠ করুন এবং ভগবান শিবের উদ্দেশ্যে শমি পত্র নিবেদন করুন।
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
পরিবারের জন্য কোনও সারপ্রাইজ গিফ্ট আনতে পারেন।
প্রতিকার: অনুগ্রহ করে পরিবার-সহ ভগবান শিবের আরাধনা করুন এবং সাদা সামগ্রী দান করুন।
advertisement
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
সামাজিক কাজ এবং মানুষকে সাহায্য করে টাকা ব্যয় করতে পারেন।
প্রতিকার: অনুগ্রহ করে নারায়ণ কবচ পাঠ, ভগবান বিষ্ণুর আরাধনা এবং একটি ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলন করুন।
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
ব্যবসায় ভাল লাভ হবে। গাড়ি কেনার যোগ তৈরি হতে পারে।
advertisement
প্রতিকার: অনুগ্রহ করে খাবার দান এবং বিষ্ণু চালিসা অথবা নারায়ণ কবচ পাঠ করুন।
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
কোনও চুক্তি চূড়ান্তে হলে মনে আনন্দের সীমা থাকবে না।
প্রতিকার: অনুগ্রহ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন এবং অভাবগ্রস্তদের খাবার দিন।
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
ব্যবসায় ব্যাপক সাফল্য পাবেন। আর্থিক দিক থেকে সময়টা অনুকূল।
advertisement
প্রতিকার: অনুগ্রহ করে সাদা চন্দনের তিলক আঁকুন এবং ভগবান সূর্যের উদ্দেশ্যে জল নিবেদন করুন।
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
ব্যবসায় উন্নতির কারণে আয় বাড়বে। শ্রদ্ধা-সম্মান বৃদ্ধি পাবে।
প্রতিকার: অনুগ্রহ করে কপালে তুলসী মাটির তিলক আঁকুন এবং দুধমিশ্রিত জল দিয়ে ভগবান শিবের অভিষেক করুন।
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Money Mantra: ১৭ মার্চ হাতে টাকা আসবে? না জলের মতো খরচ হবে? নিজের রাশি মিলিয়ে জানুন বিশদে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement