হোম /খবর /জ্যোতিষকাহন /
২৯ মার্চ হাতে টাকা আসবে? না জলের মতো খরচ হবে? নিজের রাশি মিলিয়ে জানুন বিশদে!

Money Mantra: ২৯ মার্চ হাতে টাকা আসবে? না জলের মতো খরচ হবে? নিজের রাশি মিলিয়ে জানুন বিশদে!

money mantra

money mantra

জন্মদিন মিলিয়ে বেছে নিতে হবে নিজের রাশি এবং সেই অনুযায়ী আর্থিক পদক্ষেপ কাম্য; জানাচ্ছেন ভূমিকা কালাম!

  • Share this:

কলকাতা: আমাদের দেশের বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে আমাদের রাশিচক্রের ১২টি রাশি মানবজীবনের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিতে সক্ষম। প্রত্যেকটি রাশি তাদের প্রতিদিনের গ্রহের ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে জীবনে ভিন্ন ভিন্ন ঘটনার সম্মুখীন হয়ে থাকে। সেই কারণেই প্রতিটি রাশির জাতক-জাতিকাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে জ্যোতিষশাস্ত্র ভবিষ্যদ্বাণী করতে সক্ষম। এবারে দেখে নেওয়া যাক আজকের রাশিফল আমাদের অর্থভাগ্য নিয়ে কী কী গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। জন্মদিন মিলিয়ে বেছে নিতে হবে নিজের রাশি এবং সেই অনুযায়ী আর্থিক পদক্ষেপ কাম্য; জানাচ্ছেন ভূমিকা কালাম!

মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।

কাজের প্রতি অবহেলা যাবে না। বুদ্ধিমত্তার সঙ্গে সমস্যার সমাধান করা সম্ভব হবে।

প্রতিকার: হনুমান চালিসা পাঠ করুন।

আরও পড়ুন: পশ্চিমী ঝঞ্ঝা...! দু'দিনেই আবহাওয়ার বিরাট খেল! বাংলা-সহ ৯ রাজ্যে জারি বড় সতর্কতা! লেটেস্ট ওয়েদার আপডেট

বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।

নতুন কোনও কৃতিত্ব অর্জন করা যেতে পারে। কর্মক্ষেত্রে আরও মন দিতে হবে।

প্রতিকার: ভগবান গণেশের পূজা করুন।

মিথুন: মে ২১ থেকে জুন ২০।

ব্যবসায় স্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কর ও ঋণ সংক্রান্ত জটিলতা তৈরি হতে পারে।

প্রতিকার: ভগবান সূর্যকে জল অর্পণ করুন।

কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।

ব্যবসা বৃদ্ধি করতে হলে জনসংযোগ বাড়াতে হবে। চাকরিতে পদোন্নতির সম্ভাবনা।

প্রতিকার: শিব চালিসা পাঠ করুন।

আরও পড়ুন: দশ গোল দেবে AC-র ঠান্ডাকে! 'পকেট ফ্রেন্ডলি' দামে বাড়ি আনুন এই পুঁচকে Super ফ্যান! বাড়ি হবে বরফ শীতল...

সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।

ব্যবসায় মন দিতে হবে। লোকসানের আশঙ্কা রয়েছে। কর্মচারীদের উপর নজর রাখতে হবে।

প্রতিকার: আনাথাশ্রমে খাদ্য দান করুন।

আরও পড়ুন: ঝালমুড়ি তো খান...! ইংরেজি অর্থ জানেন? বলতে গিয়ে ঘেমে-নেয়ে হিমশিম অধিকাংশই! এবার পালা আপনার!

কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।

ব্যবসায়িক কাজের গতি মন্থর হবে। কাজের মান বাড়াতে হবে।

প্রতিকার: প্রবহমান স্রোতে নারকেল ভাসান।

তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।

চাকরি ক্ষেত্রে কোনও পরিবর্তনের সুযোগ এলে তার সদ্ব্যবহার করতে হবে। ব্যবসায় আধিপত্য বজায় থাকবে।

প্রতিকার: কর্মক্ষেত্রে ভগবান গণেশের পূজা করুন।

বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।

কাজের গতি মন্থর হতে পারে। বিপণনের কাজে মন দিতে হবে। আটকে থাকা অর্থ জোগাড় করে আনতে হবে।

প্রতিকার- শ্রীযন্ত্রের পূজা করে তা নিজের কাছে রাখুন।

ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।

এসময় ব্যবসায় অধিক লাভের আশা না করাই ভাল। চাকরি ক্ষেত্রে লক্ষ্য পূরণ হবে।

প্রতিকার- গুরুকে সম্মান করুন।

মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।

ব্যবসায়িক কাজকর্ম স্বাভাবিক থাকবে। শেয়ার বাজারে লাভ হতে পারে।

প্রতিকার- টাকার ব্যাগে একটি রৌপ্যমুদ্রা রাখতে হবে।

কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।

কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন দরকার। সুনির্দিষ্ট কৌশলে কাজ করলে সাফল্যের সম্ভাবনা বাড়বে।

প্রতিকার- কোনও বালিকাকে মিষ্টি খেতে দিন।

মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।

অংশীদারিত্বের ক্ষেত্রে লাভের সম্ভাবনা। তাই যে কোনও কাজে সঙ্গীর সাহায্য নেওয়া যেতে পারে।

প্রতিকার- কৃষ্ণ মন্দিরে বাঁশি নিবেদন করুন।

Published by:Sanjukta Sarkar
First published:

Tags: Horoscopes, Money Mantra