Mahashivratri 2024: শিবরাত্রি পালন কবে, শুক্র না শনি? চার প্রহরে কীভাবে করবেন পুজো? আশীর্বাদ পেতে জানুন বিশেষজ্ঞের মত
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
Mahashivratri 2024: চতুর্দশী তিথি শুরু হচ্ছে শুক্রবার রাত আটটার দিকে। থাকবে শনিবার বিকেল পর্যন্ত। শিবরাত্রি থেকে ভাগ্য খুলবে এই রাশির, ৭ দিনেই কাটবে সব অভাব।
দুর্গাপুর: রাত পোহালেই শিবরাত্রি। সমস্ত শিব ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ছোট থেকে বড় সমস্ত শিব মন্দিরগুলিতে চলছে এই মহা উৎসবের প্রস্তুতি। চলছে পুজোর জোগাড় করার কাজ। শিবরাত্রির মহা চতুর্দশী তিথি শুরু হচ্ছে শুক্রবার। থাকবে শনিবার পর্যন্ত।
এমন অবস্থায় অনেকেই দ্বিধায় পড়েছেন। কবে পালন করবেন শিবরাত্রি তা নিয়ে রয়েছে দ্বিধা। শিব ভক্তদের এই দ্বিধা দূর করতে নিজের মতামত জানিয়েছেন বিশিষ্ট পুরোহিত ধীমান বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, শুক্র এবং শনি এই দু’দিনই শিবরাত্রি পালন করা যাবে। অর্থাৎ এই দু’দিনই শিবলিঙ্গের অভিষেক করানো যাবে।
আরও পড়ুন: দামি দামি মশার তেল-ধূপ বাদ দিন, পাতিলেবুতে ‘এই’ জিনিসটি জ্বালান! মশার বংশ খুঁজে পাবেন না
চতুর্দশী তিথি শুরু হচ্ছে শুক্রবার রাত আটটার দিকে। থাকবে শনিবার বিকেল পর্যন্ত। অর্থাৎ শিবরাত্রি তিথির রাত্রিকালীন সময় পড়ছে শুক্রবারে। যে কারণে ভক্তরা শুক্রবার রাতেই শিবলিঙ্গের অভিষেক করতে পারেন। পুজো দিতে পারেন। একই সঙ্গে ধীমানবাবু জানিয়েছেন, যাঁরা বৈষ্ণব বা গোস্বামী মতে পুজো করেন, তাঁদের জন্য শিবরাত্রি পালনের সময় শনিবার।
advertisement
advertisement
আরও পড়ুন: কথায় কথায় তো ওকে বলেন, Ok-র ফুল ফর্ম জানেন? ৯৯.৯% জানে না!
কারণ এই মতে তিথি শুরু হয় সূর্যোদয়ের পর থেকে। ফলে তাঁরা শনিবার শিবলিঙ্গের অভিষেক করবেন। আর যাঁরা চার প্রহরে চার বার শিবের অভিষেক করেন, তাঁরা শুক্রবার রাত আটটার পর থেকে পুজো শুরু করতে পারবেন। চলবে শনিবার ভোর পর্যন্ত।
advertisement
চার প্রহরে চারবার পুজো করার নিয়মও জানিয়ে দিয়েছেন ধীমানবাবু। তিনি জানিয়েছেন, চার প্রহরে যাঁরা চারবার পুজো করতে চান, তাঁদের চারটি মাটির শিবলিঙ্গ তৈরি করতে হবে। প্রত্যেক প্রহরে এক একটি মাটির শিবলিঙ্গের অভিষেক করতে হবে। তারপর পরিষ্কার করে আবার আরেকটি প্রহরের পুজো করতে হবে।
প্রথম প্রহরের শিবের অভিষেক হবে দুধ দিয়ে। দ্বিতীয় প্রহরে অভিষেক করতে হবে দধি অর্থাৎ দই দিয়ে। তৃতীয় প্রহরে অভিষেক হবে ঘৃত অর্থাৎ ঘি দিয়ে এবং শেষ প্রহরে অভিষেক হবে মধু দিয়ে। আর যাঁরা একবারে পুজো করবেন, তাঁরা দুধ, গঙ্গাজল, ঘি, মধু, দই একসঙ্গে মিশিয়ে শিবলিঙ্গের অভিষেক করবেন।
advertisement
নয়ন ঘোষ
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 07, 2024 5:33 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Mahashivratri 2024: শিবরাত্রি পালন কবে, শুক্র না শনি? চার প্রহরে কীভাবে করবেন পুজো? আশীর্বাদ পেতে জানুন বিশেষজ্ঞের মত