Lucky Zodiac 30th August: আজ ৩০ অগাস্ট থেকে সুসময় শুরু ৫ রাশির! শনির আশীর্বাদে দূর হবে দুর্ভোগ, হাতে আসবে বিপুল অর্থ, দূর হবে সব সঙ্কট...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Lucky Zodiac 30th August: ৩০ অগাস্টের দিন ৫টি রাশির ভাগ্য উজ্জ্বল হবে। চন্দ্র ও নক্ষত্রের শুভ প্রভাবে কর্মক্ষেত্র, অর্থ, সম্পর্ক ও পারিবারিক জীবনে মিলবে সাফল্য ও সমৃদ্ধি। জ্যোতিষ মতে, এই দিনটি সৌভাগ্য বৃদ্ধির বিশেষ সুযোগ আনবে। কোন কোন রাশির কথা বলা হয়েছে জানুন...
জ্যোতিষাচার্য হর্ষবর্ধন শাণ্ডিল্যের মতে, ৩০ অগাস্ট কিছু রাশির জন্য বিশেষভাবে শুভ প্রমাণিত হবে। এই রাশিগুলির জাতকরা নানা দিক থেকে লাভবান হবেন। এবার জেনে নেওয়া যাক কোন কোন রাশি আজকের দিনে লাকি।
৩০ অগাস্টের দিনে সকাল ৭টা ৫৩ মিনিটে চন্দ্রদেব তুলা থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবেন। সূর্য ও কেতু সিংহ রাশিতে, শুক্র কর্কটে এবং বুধ বিকাল ৪টা ৪৮ মিনিটে কর্কট থেকে সিংহ রাশিতে যাবে। শনি মীন রাশিতে এবং রাহু কুম্ভে অবস্থান করবে। এই অবস্থান কিছু রাশির জন্য শুভ ফল বয়ে আনবে।
advertisement
advertisement
মেষ রাশি: মেষ রাশির জন্য আজ চন্দ্র অষ্টম ভাব অর্থাৎ গভীর পরিবর্তন ও রহস্যময়তার ঘরে থাকবে। অনুরাধা নক্ষত্র ও ইন্দ্র যোগের প্রভাবে জাতকেরা আত্মবিশ্বাসী হবেন এবং নতুন পরিকল্পনায় সাফল্য পাবেন। চাকরিজীবীরা সম্মান অর্জন করবেন। ব্যবসায়ীদের জন্য নতুন বিনিয়োগের সুযোগ আসবে। সম্পর্কেও দৃঢ়তা বাড়বে।
বৃষ রাশি: বৃষ রাশির জন্য আজ চন্দ্র সপ্তম ভাব অর্থাৎ সম্পর্ক ও অংশীদারিত্বের ঘরে থাকবে। বিশাখা ও অনুরাধা নক্ষত্রের প্রভাবে সম্পর্ক মধুর হবে এবং সামাজিক জীবনে সক্রিয়তা আসবে। ব্যবসায় অংশীদারিত্বে লাভ হবে। প্রেম ও দাম্পত্য জীবনে রোমান্স ও বোঝাপড়া বাড়বে। চাকরিজীবীরা সহকর্মীদের সহযোগিতা পাবেন।
advertisement
কর্কট রাশি: কর্কট রাশির জন্য আজ চন্দ্র পঞ্চম ভাব অর্থাৎ সৃজনশীলতা, প্রেম ও শিক্ষার ঘরে থাকবে। শুক্র কর্কট রাশিতে থাকার কারণে ও চন্দ্রের অনুরাধা নক্ষত্রে প্রবেশের ফলে ইতিবাচক ফল আসবে। ছাত্ররা পড়াশোনায় সাফল্য পাবে। সৃজনশীল কাজে আগ্রহ বাড়বে। প্রেমের সম্পর্কে ঘনিষ্ঠতা আসবে। চাকরিজীবীরা পরিশ্রমের ফল পাবেন।
আরও পড়ুন: প্রতি মঙ্গলবার নিয়ম করে পড়ুন এই বিশেষ জিনিস! জীবনে মিলবে শান্তি, মুক্তি পাবেন সঙ্কট থেকেও…
advertisement
বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশিতে আজ চন্দ্র প্রথম ভাব অর্থাৎ ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাসের ঘরে থাকবে। অনুরাধা নক্ষত্র ও সূর্য-কেতুর প্রভাবে নেতৃত্বদানের ক্ষমতা ও সিদ্ধান্ত নেওয়ার শক্তি বাড়বে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব মিলবে। সামাজিক সম্পর্কে প্রভাব বাড়বে। স্বাস্থ্যেও উন্নতি হবে।
মকর রাশি: মকর রাশির জন্য আজ চন্দ্র একাদশ ভাব অর্থাৎ লাভ ও সামাজিক সম্পর্কের ঘরে থাকবে। ইন্দ্র যোগ ও অনুরাধা নক্ষত্রের প্রভাবে আর্থিক লাভ হবে ও সামাজিক সম্পর্কে দৃঢ়তা আসবে। বন্ধুবান্ধব ও সহকর্মীদের সাহায্য পাওয়া যাবে। ব্যবসায় নতুন প্রজেক্ট বা চুক্তি থেকে লাভ হবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
ডিসক্লেইমার – উপরের বিষয়গুলি মানতেই হবে এমন কোনও বিষয় নেই৷ কোনও সমস্যা হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷ কিছু হলে নিউজ 18 বাংলা কোনওভাবেই দায়ি থাকবে না৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 30, 2025 5:51 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Lucky Zodiac 30th August: আজ ৩০ অগাস্ট থেকে সুসময় শুরু ৫ রাশির! শনির আশীর্বাদে দূর হবে দুর্ভোগ, হাতে আসবে বিপুল অর্থ, দূর হবে সব সঙ্কট...