Kaushiki Amavasya 2023 Lucky Zodiacs: কৌশিকী অমাবস্যায় নক্ষত্রের অবস্থান পরিবর্তন! সোনা ফলবে চার রাশির জীবনে!

Last Updated:

Kaushiki Amavasya 2023 Lucky Zodiacs: কৌশিকী অমাবস্যা থেকেই একেবারে বদলে যাবে এই চার রাশির ভাগ্য! জানুন জ্যোতিষীর পরামর্শ

+
title=

মুর্শিদাবাদ: দশ মহাবিদ্যার অন্যতম মহাবিদ্যাশক্তি হল আদ্যাশক্তি। সেই আদ্যাশক্তির আরাধনা করেন যাঁরা, তাঁদের কাছে কৌশিকী অমাবস্যার গুরুত্ব অসীম। ভাদ্রমাসের এই তিথিতে তন্ত্রমতে ও শাস্ত্রের রীতি মেনেই কালীপুজো করা হয়ে থাকে। এই অমাবস্যা মেনে চললে জীবনে অনেক সমস্যা দূর হয়ে যায়। কথিত আছে, কঠিন ও গুপ্ত সাধনার মাধ্যমে কৌশিকী অমাবস্যা পালন করলে সিদ্ধিলাভ ঘটে, আশাতীত সাফল্য লাভ করতে পারেন ভক্তরা। শুধু তাই নয়, এই অমাবস্যার বিশেষ লগ্নে পুজো করলে স্বর্গ ও নরকের দরজা খুলে যায়। তারাপীঠে কৌশিকী অমাবস্যায় মায়ের পুজো হয় ধুমধাম করে। তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মুর্শিদাবাদ জেলার কান্দি দোহালিয়া কালী মন্দিরে বৃহস্পতিবার সকাল থেকেই চলছে বিশেষ পুজো পাঠ ও পুজা আর্চনা।
জ্যোতিষ অমিত চট্টোপাধ্যায় জানান, গ্রহ ও রাশি অনুযায়ী নক্ষত্র এক ভীষণ প্রভাব ফেলে। এই আজকের তিথিতে কৌশিকী রূপ ধারণ করেছিল এবং অসুর বিনাশ করেছিল। তাই এর নাম কৌশিকী অমাবস্যা। আজকের দিনটা মহাসিদ্ধির একটা দিন। শুক্র দেবের নক্ষত্র। এছাড়াও আজকের যোগ হল সার্ধ যোগ। যা কিছু তন্ত্র ক্রীয়া করা হবে তা সিদ্ধির জায়গায় পৌঁছবে। এছাড়াও আকাশ মন্ডলে আজকের দিনে বৃশ্চিক লগ্ন চলছে। বৃশ্চিক লগ্নের যে শিশু জন্ম গ্রহণ করবে আজ, সে সাফল্য নিয়ে জন্মগ্রহণ করবে।
advertisement
আরও পড়ুন: 
advertisement
অন্যান্য রাশির ক্ষেত্রে যেমন ধনু রাশির ক্ষেত্রে বৃহস্পতি দেব ষষ্ঠ ভাগে আছে। তাদের কিছুটা রোগ ভোগ নির্দেশ করছে। এছাড়াও মকর কুম্ভ ভাল সময় চলবে। শনিদেব স্বক্ষেত্রে বিরাজ করবে। বৃষ রাশি ও মিথুন রাশি পুর্বভাদ্রপদ নক্ষত্র রয়েছে সেখানে বৃষ রাশি ও তুলা রাশির ওপর শুক্রদেবের কৃপা বিরাজ করবে। কর্কট, সিংহ ও কন্যা রাশির সময় ভাল চলছে। এবং সুর্য দেব স্ব-রাশিতে আছে। তাই এই সময়টা এখন খারাপ নয়।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Kaushiki Amavasya 2023 Lucky Zodiacs: কৌশিকী অমাবস্যায় নক্ষত্রের অবস্থান পরিবর্তন! সোনা ফলবে চার রাশির জীবনে!
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement