Kaal Bhairav Ashtami 2023: কালাষ্টমীতে কাল ভৈরবকে তুষ্ট করলেই সংসারে সুখ! টাকাই টাকা! জানুন নিয়ম
- Published by:Piya Banerjee
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Kaal Bhairav Ashtami 2023: কাল ভৈরবকে নিষ্ঠাভরে পুজো করে সন্তুষ্ট করতে পারলে পরিবার থেকে নেতিবাচক শক্তি দূর করা যায়। জানুন সঠিক নিয়ম
নয়া দিল্লি: ভারতীয় ধর্মশাস্ত্র অনুসারে, কাল ভৈরব বৈশাখ মাসের অষ্টমী তিথিতে ভগবান শিবের অংশ থেকে উদ্ভূত হয়েছিলেন। তাই এই অষ্টমী তিথিকে কালাষ্টমী তিথি বা কাল ভৈরব অষ্টমী বা ভৈরব অষ্টমী নামে অবহিত করা হয়। এই বছরের কালাষ্টমী তিথি শুরু হবে আগামী ১২ মে থেকে। কাল ভৈরবকে নিষ্ঠাভরে পুজো করে সন্তুষ্ট করতে পারলে পরিবার থেকে নেতিবাচক শক্তি দূর করা যায়। পাশাপাশি পরিবারের ওপর কোনও তন্ত্র-মন্ত্রের প্রভাব থাকলে তাও ব্যর্থ হয়। কাল ভৈরবের বাহন কুকুর, তাই এই দিনে কুকুরকে দুধ খাওয়ালে করলে পুণ্য অর্জন করা সম্ভব হয়।
প্রতি মাসে অষ্টমী তিথির সঙ্গে বৈশাখ মাসের অষ্টমী তিথির পার্থক্য রয়েছে। শিব ভক্তদের কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। কারণ এই দিনে ভগবান শিব কালভৈরব রূপে অবতীর্ণ হন। তার উৎপত্তির কারণে এই দিনটিকে বলা হয় কালাষ্টমী বা ভৈরব অষ্টমী।
advertisement
পণ্ডিত উদয় শঙ্কর ভট্ট জানিয়েছেন যে এই দিনে ভক্তরা কাল ভৈরবকে খুশি করার জন্য কালাষ্টমী উপবাস করেন। লোকবিশ্বাস মতে, কোনও ব্যক্তি উপবাস রাখলে সারাদিন সত্য কথা বলা উচিত, অর্থাৎ উপবাসের সময় মনে কোনও নেতিবাচক চিন্তা রাখা উচিত নয়।
advertisement
ভৈরবকে খুশি করার উপায়
যে ব্যক্তি কালাষ্টমীর উপবাস পালন করবেন তাঁকে সকালে স্নান সেরে পুজো করতে হবে। এরপর সারাদিন উপবাসের পর সন্ধ্যায় কালভৈরবের পুজো করতে হবে। উদয়শঙ্কর ভট্ট জানিয়েছেন যে, ভক্ত যদি কাল ভৈরবকে খুশি করতে চান তবে ভগবানকে সর্ষের তেল দিয়ে অভিষেক করাতে হবে। যাঁদের মনে হয় কেউ তাঁদের উপর তন্ত্র-মন্ত্র বা জাদুবিদ্যা প্রয়োগ করেছে, তাঁরা এই পুজোয় মদ ব্যবহার করতে পারেন।
advertisement
নিষ্ঠা সহকারে পুজো করার পরে ময়দার তৈরি মিষ্টি কাল ভৈরবকে ভোগ হিসেবে নিবেদন করতে হয় এবং এর দ্বারাই ভক্তরাও উপবাস ভাঙেন। পণ্ডিতজি জানিয়েছেন যাঁরা সত্যিই কাল ভৈরবকে খুশি করতে চান, তাঁরা কালাষ্টমীর দিন শুদ্ধ চিত্তে ও মনে পূর্ণ বিশ্বাস নিয়ে তাঁর পুজো করুন। পুজো করার সময় মনে রাখতে হবে যে ভক্তদের নিজের আসনে বসেই পুজো সম্পন্ন করা উচিত।
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 06, 2023 8:25 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Kaal Bhairav Ashtami 2023: কালাষ্টমীতে কাল ভৈরবকে তুষ্ট করলেই সংসারে সুখ! টাকাই টাকা! জানুন নিয়ম