Chanakya Niti: রাতারাতি বড়লোক হতে চান, কাজে আসছে না কোনও টোটকা, চাণক্যের এই পাঁচ টিপসে ঘুরবে ভাগ্যের চাকা
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Chanakya Niti: বর্তমান সময়ে কম-বেশি সকলেই খুব অল্প সময়ের মধ্যেই ধনী হতে চায়৷ আপনিও যদিও খুব অল্প সময়ের মধ্যে বড়লোক হতে চান, তাহলে বিশেষ কিছু নয় বরং চাণক্যের এই পাঁচ নীতি মাথায় রাখুন৷
আচার্য চাণক্য তাঁর নীতিতে যা যা বলেছেন তা একটু মেনে চললেই ভাগ্যের চাকা অনেকটাই বদলে যাবে৷ আচার্য চাণক্যকে ভারত তথা গোটা বিশ্বের মহান অর্থনীতিবিদ ও দার্শনিক হিসেবে বিবেচনা করা হয়৷ চাণক্য কেবল রাজনীতি নিয়েই সকলকে উপদেশ দেয়নি, বরং মানবজীবনে নানা বিষয়ের উপরও উপদেশ দিয়েছেন চাণক্য।
বর্তমান সময়ে কম-বেশি সকলেই খুব অল্প সময়ের মধ্যেই ধনী হতে চায়৷ কেউ কেউ যেমন কঠোর পরিশ্রম করেন, কেউ আবার অন্য পথ অবলম্বন করে রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখে৷ তবে এই পথ অবলম্বন করে টাকা উপার্জন করলেও সেই টাকা বেশিদিন তাদের হাতে থাকে না৷ উপার্জনের পুরো টাকাটাই বিফলে চলে যায়৷ এই কারণে অসৎ নয় বরং সৎ পথে চলার পরামর্শ দিয়েছেন চাণক্য৷ আপনিও যদিও খুব অল্প সময়ের মধ্যে বড়লোক হতে চান, তাহলে বিশেষ কিছু নয় বরং চাণক্যের এই পাঁচ নীতি মাথায় রাখুন৷
advertisement
advertisement
আচার্য চাণক্যের মতে, অল্প সময়ের মধ্যে বড়লোক হতে চাইলে অর্থ সাশ্রয় করুন৷ পাশাপাশি সঠিক জায়গায় টাকা বিনিয়োগ করার কথা বলেছেন চাণক্য৷ কারণ কম মুনাফা পেলেও নিরাপদ জায়গায় টাকা বিনিয়োগ করলে এতে সম্পদ বৃদ্ধি পায়৷ যার ফলে কঠিন সময়ে অর্থ নিজের কাজে আসে৷ এই ধরনের মানুষ জীবনে অনেক বেশি সুখী থাকে৷
advertisement
চাণক্যের মতে, প্রতিদিন সময় মতো ধর্মীয় গ্রন্থ পাঠ করা উচিত৷ যা কোনও ব্যক্তিকে কোনও খারাপ কাজ করা থেকে দূরে রাখতে সাহায্য করে৷ যারা সত্যকে অনুসরণ করে সম্পদ সঞ্চয় করে তারা সর্বদাই সুখী হয়৷ চাণক্যের মতে, সৎ পথে রোজগার করলে সেই অর্থ ভবিষ্যতকে সুরক্ষিত রাখতে সাহায্য করে৷
আচার্য চাণক্য বলেছেন, যে ব্যক্তি বিষ থেকে অমৃত আহরণ করে, তাকে ধনী হতে কেউই আটকাতে পারে না৷ এককথায় বলতে গেলে,নোংরা জায়গায় পড়ে থাকা সোনা যদি কেউ তুলে নেয়,তাহলে সে ধনী হবে ঠিকই, কিন্তু সেটা কাজে আসবে না৷ ঠিক একইভাবে যদি নিম্নবর্ণের কেউ আপনাকে সফল হওয়ার জন্য প্রচার করে এবং আপনি সেই জ্ঞান গ্রহণ করেন তাহলেই আপনি ভাগ্যবান৷ কারণ একদিন সেই জ্ঞানই আপনার কাজে আসবে৷
advertisement
জীবনে যদি সত্যিই সফল হতে চান, তাহলে সর্বদা মিষ্টি কথা বলার চেষ্টা করুন৷ কারণ আচার্য চাণক্য বলেছেন,যারা মিষ্টভাষী তারা কেরিয়ার এবং ব্যবসায় খুব তাড়াতাড়ি সাফল্য পান৷ অন্যদিকে যারা সর্বক্ষণ কটু কথা বলেন তারা জীবনে বেশিরভাগ সময়েই ব্যর্থ হন৷ আচার্য চাণক্যের মতে জীবনে বড় হতে চাইলে সবার আগে নরম স্বভাবের হওয়া প্রয়োজন৷
advertisement
চাণক্যের মতে, একজন ব্যক্তির লক্ষ্য সর্বদাই স্থির হওয়া প্রয়োজন৷ লক্ষ্য স্থির থাকলেই জীবনে আপনি বড় হতে পারবেন৷ যে কোনও কাজে সহজেই মনোনিবেশ করতে পারবেন৷ এই পাঁচটি জিনিস অক্ষরে অক্ষরে পালন করলেন খুব অল্প সময়ের মধ্যেই ধনী হয়ে উঠতে পারবেন৷
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 14, 2023 4:30 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Chanakya Niti: রাতারাতি বড়লোক হতে চান, কাজে আসছে না কোনও টোটকা, চাণক্যের এই পাঁচ টিপসে ঘুরবে ভাগ্যের চাকা