Chanakya Niti: রাতারাতি বড়লোক হতে চান, কাজে আসছে না কোনও টোটকা, চাণক্যের এই পাঁচ টিপসে ঘুরবে ভাগ্যের চাকা

Last Updated:

Chanakya Niti: বর্তমান সময়ে কম-বেশি সকলেই খুব অল্প সময়ের মধ্যেই ধনী হতে চায়৷ আপনিও যদিও খুব অল্প সময়ের মধ্যে বড়লোক হতে চান, তাহলে বিশেষ কিছু নয় বরং চাণক্যের এই পাঁচ নীতি মাথায় রাখুন৷

রাতারাতি বড়লোক হতে চান, কাজে আসছে না কোনও টোটকা, চাণক্যের এই পাঁচ টিপসে ঘুরবে ভাগ্যের চাকা
রাতারাতি বড়লোক হতে চান, কাজে আসছে না কোনও টোটকা, চাণক্যের এই পাঁচ টিপসে ঘুরবে ভাগ্যের চাকা
আচার্য চাণক্য তাঁর নীতিতে যা যা বলেছেন তা একটু মেনে চললেই ভাগ্যের চাকা অনেকটাই বদলে যাবে৷ আচার্য চাণক্যকে ভারত তথা গোটা বিশ্বের মহান অর্থনীতিবিদ ও দার্শনিক হিসেবে বিবেচনা করা হয়৷ চাণক্য কেবল রাজনীতি নিয়েই সকলকে উপদেশ দেয়নি, বরং মানবজীবনে নানা বিষয়ের উপরও উপদেশ দিয়েছেন চাণক্য।
বর্তমান সময়ে কম-বেশি সকলেই খুব অল্প সময়ের মধ্যেই ধনী হতে চায়৷ কেউ কেউ যেমন কঠোর পরিশ্রম করেন, কেউ আবার অন্য পথ অবলম্বন করে রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখে৷ তবে এই পথ অবলম্বন করে টাকা উপার্জন করলেও সেই টাকা বেশিদিন তাদের হাতে থাকে না৷ উপার্জনের পুরো টাকাটাই বিফলে চলে যায়৷ এই কারণে অসৎ নয় বরং সৎ পথে চলার পরামর্শ দিয়েছেন চাণক্য৷ আপনিও যদিও খুব অল্প সময়ের মধ্যে বড়লোক হতে চান, তাহলে বিশেষ কিছু নয় বরং চাণক্যের এই পাঁচ নীতি মাথায় রাখুন৷
advertisement
advertisement
আচার্য চাণক্যের মতে, অল্প সময়ের মধ্যে বড়লোক হতে চাইলে অর্থ সাশ্রয় করুন৷ পাশাপাশি সঠিক জায়গায় টাকা বিনিয়োগ করার কথা বলেছেন চাণক্য৷ কারণ কম মুনাফা পেলেও নিরাপদ জায়গায় টাকা বিনিয়োগ করলে এতে সম্পদ বৃদ্ধি পায়৷ যার ফলে কঠিন সময়ে অর্থ নিজের কাজে আসে৷ এই ধরনের মানুষ জীবনে অনেক বেশি সুখী থাকে৷
advertisement
চাণক্যের মতে, প্রতিদিন সময় মতো ধর্মীয় গ্রন্থ পাঠ করা উচিত৷ যা কোনও ব্যক্তিকে কোনও খারাপ কাজ করা থেকে দূরে রাখতে সাহায্য করে৷ যারা সত্যকে অনুসরণ করে সম্পদ সঞ্চয় করে তারা সর্বদাই সুখী হয়৷ চাণক্যের মতে, সৎ পথে রোজগার করলে সেই অর্থ ভবিষ্যতকে সুরক্ষিত রাখতে সাহায্য করে৷
আচার্য চাণক্য বলেছেন, যে ব্যক্তি বিষ থেকে অমৃত আহরণ করে, তাকে ধনী হতে কেউই আটকাতে পারে না৷ এককথায় বলতে গেলে,নোংরা জায়গায় পড়ে থাকা সোনা যদি কেউ তুলে নেয়,তাহলে সে ধনী হবে ঠিকই, কিন্তু সেটা কাজে আসবে না৷ ঠিক একইভাবে যদি নিম্নবর্ণের কেউ আপনাকে সফল হওয়ার জন্য প্রচার করে এবং আপনি সেই জ্ঞান গ্রহণ করেন তাহলেই আপনি ভাগ্যবান৷ কারণ একদিন সেই জ্ঞানই আপনার কাজে আসবে৷
advertisement
জীবনে যদি সত্যিই সফল হতে চান, তাহলে সর্বদা মিষ্টি কথা বলার চেষ্টা করুন৷ কারণ আচার্য চাণক্য বলেছেন,যারা মিষ্টভাষী তারা কেরিয়ার এবং ব্যবসায় খুব তাড়াতাড়ি সাফল্য পান৷ অন্যদিকে যারা সর্বক্ষণ কটু কথা বলেন তারা জীবনে বেশিরভাগ সময়েই ব্যর্থ হন৷ আচার্য চাণক্যের মতে জীবনে বড় হতে চাইলে সবার আগে নরম স্বভাবের হওয়া প্রয়োজন৷
advertisement
চাণক্যের মতে, একজন ব্যক্তির লক্ষ্য সর্বদাই স্থির হওয়া প্রয়োজন৷ লক্ষ্য স্থির থাকলেই জীবনে আপনি বড় হতে পারবেন৷ যে কোনও কাজে সহজেই মনোনিবেশ করতে পারবেন৷ এই পাঁচটি জিনিস অক্ষরে অক্ষরে পালন করলেন খুব অল্প সময়ের মধ্যেই ধনী হয়ে উঠতে পারবেন৷
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Chanakya Niti: রাতারাতি বড়লোক হতে চান, কাজে আসছে না কোনও টোটকা, চাণক্যের এই পাঁচ টিপসে ঘুরবে ভাগ্যের চাকা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement