হাতের তালুর এই জায়গায় 'M' চিহ্ন রয়েছে? আপনার কোটিপতি হওয়া কেউ রুখতে পারবে না
- Published by:Suman Majumder
Last Updated:
Palmology: হাতের তালুর এই জায়গায় এমন চিহ্ন থাকা মানেই শুভ যোগ। অগাধ টাকা, সম্পত্তি হাতে আসবে।
কলকাতা: হস্তরেখা বিশারদরা রেখা, তিল, চিহ্ন, আকৃতি, ইত্যাদির ভিত্তিতে একজন ব্যক্তির প্রকৃতি এবং ভবিষ্যত গণনা করেন। এই রেখা এবং প্রতীকগুলি রাজযোগ ও অশুভ যোগও তৈরি করে।
এর মধ্যে কিছু চিহ্ন, রেখা বা আকৃতি এতটাই শুভ যে এগুলো হাতে থাকলে মানুষের জীবনে প্রচুর সুখ ও সমৃদ্ধি আসে। এরকম একটি অত্যন্ত শুভ চিত্র বা চিহ্ন হল ইংরেজি হরফের এম চিহ্ন। তালুতে M আকৃতির গঠন অনেক উপকার দেয়।
যাদের জীবনরেখা, মস্তিষ্ক রেখা এবং ভাগ্যরেখা একসঙ্গে রয়েছে, তাঁদের হাতের তালুতে M-এর আকার তৈরি করে। তাঁরা খুব ভাগ্যবান হন। অর্থের দিক থেকে এই লোকেরা খুব ভাগ্যবান। সাধারণত তাঁদের অর্থের অভাব হয় না।
advertisement
advertisement
আরও পড়ুন- পরমাণু বোমা কোনও শহরে ফাটলে কেমন হবে অবস্থা? AI দেখাল ভয়াবহ ছবি
এই লোকেরা তাঁদের জীবনে অঢেল সম্পদের মালিক হন। দরিদ্র পরিবারে জন্ম নিলেও পরবর্তী সময়ে অনেক ধনী হন তাঁরা। পৃথিবীর সব সুখ পান। ভোগ করেন অপার ধন-যশ-ঐশ্বর্য। এই ধরনের মানুষ উচ্চ পদ, সম্মান ও জনপ্রিয়তা পায়।
advertisement
জীবনরেখা, মস্তিষ্ক রেখা এবং ভাগ্যরেখা একসঙ্গে হাতের তালুতে ত্রিভুজ তৈরি করলেও এটি খুবই শুভ। এই ধরনের লোকেরা জীবনে প্রচুর অর্থ এবং সাফল্যও পান। বয়সের শেষ পর্যায়ে এই মানুষেরা খুবই বিলাসবহুল জীবন যাপন করেন।
আরও পড়ুন- দূরের ট্রেনে জানলার ধারে টিকিট কনফার্ম চান, কয়েকটি নিয়ম মানলেই হবে কেল্লাফতে
মস্তিষ্ক রেখা এবং হৃৎপিণ্ডের রেখা যদি হাতে একটি X বা ক্রস তৈরি করে, তাহলেও ব্যক্তি প্রচুর ধন লাভ করেন। তাঁরা তাদের বুদ্ধিমত্তা ও জ্ঞানের জোরে ধনী হন। সেই সঙ্গে সম্মান ও জনপ্রিয়তা পান। সাধারণত এই ধরনের লোকেরা রাজনীতিতে সুনাম অর্জন করেন।
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 08, 2023 5:32 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
হাতের তালুর এই জায়গায় 'M' চিহ্ন রয়েছে? আপনার কোটিপতি হওয়া কেউ রুখতে পারবে না