Oracle Speaks Special Article: আগামী বছরটা কেমন কাটবে সিংহ রাশির? জানুন বিশদে!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
জেনে নেওয়া যাক আগামী বছরে অর্থাৎ ২০২৩ সালে সিংহ রাশির জাতক-জাতিকার ভাগ্য কী রয়েছে ?
#কলকাতা: অলটারনেটিভ এবং লজিস্টিক হিলিংয়ের প্রসঙ্গে সিতারা- দ্য ওয়েলনেস স্টুডিওর (Citaaraa- The Wellness Studio) বিশেষজ্ঞা পূজা চন্দ্রর (Pooja Chandra) কথা আলাদা করে উল্লেখ করতেই হয়। অতি শৈশব থেকে নানা আধ্যাত্মিক অভিজ্ঞতা যাত্রাপথ তাঁর সংবেদনশীলতা বৃদ্ধি করেছে, এক ঝলকেই তিনি বলতে পারেন কে কেন কষ্টে রয়েছেন। প্যাশনেট ব্লগার পূজা এবার কলম ধরেছেন আমাদের জন্য, ভাগ করে নিচ্ছেন জীবন উন্নত করে তোলার সাপেক্ষে তাঁর দৃষ্টিভঙ্গী। জেনে নেওয়া যাক আগামী বছরে অর্থাৎ ২০২৩ সালে সিংহ রাশির জাতক-জাতিকার ভাগ্য নিয়ে কী বলছেন তিনি!
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
জানুয়ারি মাস:
অন্যের মতলব বোঝার পরেও আপনি ঝুঁকি নিতে চাইবেন। একটা ভ্রমণের পরিকল্পনা হতে পারে।
advertisement
সম্পর্ক:
আপনি উদার হলেও তা একতরফাই থাকবে। অতিরিক্ত প্রতিশ্রুতি দেওয়া চলবে না।
কেরিয়ার:
বর্তমান কাজের পরিকল্পনার ব্যাক-আপ রাখা বাঞ্ছনীয়। আপনার সঙ্গে কাজ করা এমন কেউ আপনার থেকে বেশি সুবিধা পেতে পারেন।
advertisement
শুভ রঙ:
রুবি পিঙ্ক
ফেব্রুয়ারি মাস:
কিছু বিষয়ে গোঁড়ামির মানসিকতা তৈরি হতে পারে। দূরে থাকা কেউ আপনার জন্য ভাল খবর আনতে পারেন।
সম্পর্ক:
এই সময় সম্পর্কটা বেশ স্থিতিশীল থাকবে। বহিরাগত কেউ আপনার জীবনে বিঘ্ন ঘটাতে পারে।
কেরিয়ার:
নতুন আইডিয়ার জেরে মন আনন্দে থাকবে। আটকে থাকা টাকা-পয়সার সমস্যা শীঘ্রই দূর হবে।
advertisement
শুভ রঙ:
হানি অরেঞ্জ
আরও পড়ুন: নিরাপদ নেট ব্যাঙ্কিংয়ের ৭টি গুরুত্বপূর্ণ টিপস, এগুলো মেনে চললে প্রতারকরা কিছু করতে পারবে না!
মার্চ মাস:
কারওর কাছে টাকা ধার চাওয়া অথবা ঋণ নেওয়ার বিষয়টা এড়িয়ে চলতে হবে। একা সময় কাটানোর ইচ্ছে হবে।
সম্পর্ক:
মানসিক শান্তির জন্য এই সময় কিছুটা দূরত্ব বজায় রাখতে হবে। সম্পর্কের জন্য ছোট্ট পদক্ষেপই দারুন কাজে আসবে।
advertisement
কেরিয়ার:
আপনার দিক থেকে কাজের নতুন প্রস্তাব যাবে, তবে তা করার জন্য গতি বাড়াতে হবে।
শুভ রঙ:
লাইম গ্রিন
এপ্রিল মাস:
উচ্চপদস্থ ব্যক্তিদের মনে নিজেদের প্রভাব বিস্তার করতে পারবেন।
সম্পর্ক:
বিদ্যমান সম্পর্ককে সতেজ করে তুলতে হবে। প্রথম ডেটে গিয়ে খোলাখুলি কথা বলার ক্ষেত্রে দ্বিধা আসতে পারে।
advertisement
কেরিয়ার:
কোনও বিনিয়োগ করে থাকলে এর উর্ধ্বমুখী প্রবণতা দেখা যাবে। নিজের এনার্জি বাঁচিয়ে রাখতে হবে এবং সময়ে তা দর্শাতে হবে।
শুভ রঙ:
পার্ল গ্রে
মে মাস:
পরিকল্পনা ছকলেও তা কাজে ফলাতে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারে। অতিরিক্ত ভাবনা-চিন্তা করলে মানসিক চাপ হতে পারে।
সম্পর্ক:
স্বামী অথবা স্ত্রী-র থেকে পাওয়া বিশেষ চমক আপনার মুখে হাসি ফোটাবে। আপনি দারুন ভাবে নিজের আবেগ প্রকাশ করতে পারবেন।
advertisement
কেরিয়ার:
টক্সিক কাজের পরিবেশ ছেড়ে বেরিয়ে আসতে হবে। নতুন চাকরি পেতে পারেন।
শুভ রঙ:
ল্যাভেন্ডার
আরও পড়ুন: প্রতি মাসে টাকা বেরোচ্ছে জলের মতো? এই কৌশল মেনে চললেই খরচ থাকবে নিয়ন্ত্রণে, হবে অনেক বেশি সঞ্চয়!
জুন মাস:
বন্ধুদের কাছে নিজের প্রকৃত আবেগ দর্শানো ঠিক নয়। ডিপ ব্রিদিং এক্সারসাইজ করলে দারুন উপকার মিলবে।
advertisement
সম্পর্ক:
আপনার প্রতি যাঁর মুগ্ধতা রয়েছে, তিনি আপনার সঙ্গে যোগাযোগ গড়ে তোলার চেষ্টা করবেন।
কেরিয়ার:
অঘোষিত ভাবে কোনও নিশ্চিত সুযোগ আসতে পারে। কাজের সময়ের পরেও অনেক দেরি অবধি কাজ করতে হতে পারে।
শুভ রঙ:
মাস্টার্ড
জুলাই মাস:
কারওর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট থাকলে তিনি যে সময় দেবেন, তার কদর করতে হবে।
সম্পর্ক:
লং ডিসট্যান্স রিলেশনশিপে সঙ্গীর প্রতি বেশ কিছু সময়ের জন্য টান হারিয়ে ফেলতে পারে।
কেরিয়ার:
আপনার উন্নতি দেখে অন্যরা ঈর্ষান্বিত হতে পারেন। হতাশার সময়েও আপনার জন্য দারুন চমক অপেক্ষা করে থাকবে।
শুভ রঙ:
ইজিপ্সিয়ান ব্লু বা মিশরীয় নীল
অগাস্ট মাস:
কেউ আপনার সঙ্গে ঝগড়া করার ফিকির খুঁজতে পারেন। তা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে।
সম্পর্ক:
সঙ্গীর সঙ্গে কিছু ভাল সময় কাটাতে হবে। বিবাহ প্রস্তাব এলেও তা মনের মতো কার্যকর না-ও হতে পারে।
কেরিয়ার:
কাজের ক্ষেত্রে স্বীকৃতি না-পাওয়ার জন্য যদি বিব্রত থাকেন, তা-হলে সেটা নিয়ে কারওর সঙ্গে আলোচনা না-করাই ভাল।
শুভ রঙ:
পিনাট ব্রাউন
সেপ্টেম্বর মাস:
ছোটখাটো বিষয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হতে পারে। নিজের জন্য কিছুটা সময় বার করে নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করবেন।
সম্পর্ক:
অপ্রয়োজনীয় জটিলতায় জড়িয়ে পড়তে পারেন। যা মনে অশান্তি তৈরি করবে। বিশ্বস্ত বন্ধুর সঙ্গে তা শেয়ার করলে মন ঠিক থাকবে।
কেরিয়ার:
নতুন কাজের জন্য আবেদন করলে তার উজ্জ্বল সম্ভাবনা থাকবে। সময়ে উন্নতির পথে এগিয়ে যেতে হবে।
শুভ রঙ:
এমারেল্ড গ্রিন
অক্টোবর মাস:
নিজের রুটিন মেনে চলতে হবে। আপনার কিছু বন্ধু আপনার সঙ্গে দেখা করতে চাইবেন, আপনিও তাঁদের সঙ্গে দেখা করতে আগ্রহী থাকবেন।
সম্পর্ক:
অতীতের কোনও মানুষ আপনাকে যেন স্বপ্নে তাড়া করে বেড়াতে পারে। রোমান্টিক ট্রিপে যাওয়ার জন্য সময়টা আদর্শ।
কেরিয়ার:
কোলাবোরেশনের ভাবনা থাকলে তাকে উড়ান দিতে হবে। কাজের জন্য সঠিক মানুষের সঙ্গে দেখা হতে পারে।
শুভ রঙ:
শ্যাডো গ্রে
নভেম্বর মাস:
আপনার সন্তান আপনার জন্য ভাল কোনও খবর নিয়ে আসতে পারে। নগদ টাকা ভালই আসবে এবং মানসিক চাপও কম থাকবে।
সম্পর্ক:
দ্বিধাদ্বন্দ্বজনিত পরিস্থিতি এড়িয়ে চলতে হবে। আপনার মনের মানুষ কিছু সময়ের জন্য আপনাকে অবহেলা করতে পারেন।
কেরিয়ার:
আসন্ন ইন্টারভিউয়ের জন্য নিজের প্রয়াস আরও বাড়াতে হবে। সরকারি চাকরি খুঁজলে এটা তার খুবই ভাল সময়।
শুভ রঙ:
অ্যাম্বার
ডিসেম্বর মাস:
মাঝারি মানের জীবন আপনার জন্য মানসিক চাপ তৈরি করতে পারে। আপনি এই পরিস্থিতির উন্নতি করার চেষ্টা করবেন।
সম্পর্ক:
স্বামী অথবা স্ত্রী-র থেকে কোনও সারপ্রাইজ পেতে পারেন। অজানা কিছুর দিকে ধাবিত হওয়া উচিত নয়।
কেরিয়ার:
অবসরকালীন একটা ট্রিপ মন ভাল করে দিতে পারে। হাতে পাওয়া সুযোগের প্রশংসায় পঞ্চমুখ থাকবেন আপনি।
শুভ রঙ:
স্কারলেট রেড
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 30, 2022 7:41 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Oracle Speaks Special Article: আগামী বছরটা কেমন কাটবে সিংহ রাশির? জানুন বিশদে!