Worshipping Shanidev: সাক্ষাৎ জাগ্রত শনিদেব! এই ভাবে পুজো করলেই পূরণ হবে যে কোনও বাসনা!
- Reported by:Trending Desk
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Worshipping Shanidev: এই শনিদেবের মন্দিরে গিয়ে যে কোনও ইচ্ছের কথা জানালে তা পূরণ হয়, বিশ্বাস রাজস্থানে।
যোধপুর : ভারতীয় পুরাণ বিশ্বাস অনুযায়ী মনে করা হয় শনিদেব কর্মফলদাতা। যে কোনও কাজের ন্যায় বিচার তিনি করে থাকেন। একই সঙ্গে তিনি আয়ু এবং দণ্ডও দিয়ে থাকেন। এই শনিদেবের মন্দিরে গিয়ে যে কোনও ইচ্ছের কথা জানালে তা পূরণ হয়, বিশ্বাস রাজস্থানে।
যোধপুরের শাস্ত্রীনগরে দক্ষিণমুখী বালাজির সঙ্গেই অবস্থান করেন শনিদেব। বিশ্বাস, শনিদেবের শিলায় তেল নিবেদন করলে মনের যাবতীয় ইচ্ছা পূরণ হয়। একই সঙ্গে বালাজিও শনিদেবের মন্দির প্রতিষ্ঠার কারণে এটি সমগ্র মারওয়াড়ে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এলাকার বাসিন্দাদের বিশ্বাস যেকোনও মনস্কামনা পূরণ হয় শনিদেবের আশীর্বাদে।
দূর-দূরান্তের জেলা এমনকী ভিন রাজ্য থেকেও বহু মানুষ আসেন এই মন্দিরে তেল নিবেদন করতে। সেই সঙ্গে জানিয়ে যান নিজের মনোবাসনার কথা। একসময় সেই মনোবাসনা পূরণ হলে তাঁরা আবার ফিরে আসেন, ভগবান শনিদেবকে ধন্যবাদ জানিয়ে যান। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী শনিদেবকে ন্যায়দণ্ডের অধীশ্বর বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, এই পৃথিবীতে কোনও মানুষ খারাপ কাজ করলে তিনি শনিদেবের বিরাগভাজন হন। তখন ছারখার হয়ে যেতে পারে ওই ব্যক্তির জীবন।
advertisement
advertisement
কিন্তু শাস্ত্রীনগরের এই শনিধামের মহন্ত পণ্ডিত হেমন্ত ভোরা বলেন, ‘‘ভগবান শনিদেব কখনও কারও ক্ষতি করেন না। যদি কোনও ব্যক্তি নিয়মিত শনিদেবের পুজো করেন এবং সৎ পথে চলেন, কখনও কারও অনিষ্ট চিন্তা না করেন, কারও ক্ষতি করেন না, মনে সব সময় করুণার ভাব পোষণ করেন, তাহলে সেই ব্যক্তির উপর শনিদেবের আশীর্বাদ সব সময় বজায় থাকে। তবে তিনি সর্বদা ন্যায়বাদীকে সমর্থন করেন।’’
advertisement
মহান্ত মহারাজ জানান, ‘‘ যখন এইখানে দক্ষিণমুখী বালাজির সঙ্গে শনিদেবের স্থাপন করা হয়েছিল তখন থেকেই বহু মানুষ এই স্থানে এসে পুজো দিয়ে গিয়েছেন। এখানে সাধারণ মানুষ যেমন পুজো করেন, তেমন বিভিন্ন রাজনৈতিক নেতা উচ্চপদস্থ কর্মকর্তা এমনকী চিকিৎসকরাও আসেন প্রার্থনা করতে।’’

advertisement
পণ্ডিত হেমন্ত ভোরা জানান ‘‘ শনিদেবের আশীর্বাদ সর্বদা বজায় থাকে। যে সমস্ত মানুষ দান ও ধর্মে নিবেদিত, দরিদ্র-অভাবীদের সেবা করেন তাঁদের কখনও কোনও সমস্যার মুখে পড়তে দেন না স্বয়ং শনিদেব। বিশেষ করে শনিবার কালো ছোলা, কালো তিল, অড়হর ডাল, তেল, কাপড় বা খাদ্যদ্রব্য দান করলে ভগবান শনিদেব খুশি হন।’’
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 18, 2023 5:33 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Worshipping Shanidev: সাক্ষাৎ জাগ্রত শনিদেব! এই ভাবে পুজো করলেই পূরণ হবে যে কোনও বাসনা!












