কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
অবিশ্বাস্য মনে হতেই পারে, কিন্তু সবাইকে খুশি রাখতে পারলেই ভাগ্য খুলবে।
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।
বিরোধীরা সম্মানহানির চেষ্টায় আছেন, সবার সঙ্গে মেলামেশা সেই চেষ্টায় জল ঢালবে।
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
অন্যদের কথা ভাবা ভাল, তবে এবার নিজের মনের কথায় সায় দিলেই উপকার হবে।
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
পরিবারকে সময় দিলে দিন তো ভাল কাটবেই, বিশেষ কিছু লাভেরও ইঙ্গিত রয়েছে।
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
মেজাজ তিরিক্ষি হয়ে থাকবে, তাই বুঝে-শুনে কথা বলাই আপাতত উচিত হবে।
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
অন্যদের প্রশংসা শুনলেও লুকিয়ে থাকা শত্রুদেরও এবার চিনে রাখতে হবে!
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
কর্মক্ষেত্র হোক বা পরিবার- ষষ্ঠেন্দ্রিয়ের ওপরে ভরসা রাখলে আর ঠকতে হবে না।
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
কোনও রহস্য উদঘাটন করতে চাইলে আগে নিজেকে প্রস্তুত রাখতে হবে ফলাফলের জন্য।
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
বিশেষ কোনও সুখবর দিনটি আনন্দে ভরিয়ে তুলবে, কাজের মাঝে প্রাপ্য অবসরও মিলবে।
আরও পড়ুন- শুক্রের অবস্থান পরিবর্তনে বদলে যেতে চলেছে এই সব রাশির জীবন! ভাল হবে না মন্দ ?
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
অপ্রত্যাশিত কোনও খবর অস্বস্তি জাগাতে পারে, নিজের বদলে অন্যদের কথা এবার ভাবা দরকার।
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
বন্ধুত্বের সূত্রে নতুন সম্পর্কের সূচনা হবে জীবনে, সব কাজে পারিবারিক সমর্থন মিলবে না।
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
পরিচিতদের মধ্যে প্রশংসা অর্জন করা সহজ হবে, আর্থিক দিক থেকেও দিন ভাল কাটবে।
(প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Daily Horoscope, Horoscope Today