Horoscope Today: রাশিফল ২৯ নভেম্বর; দেখে নিন কেমন যাবে আজকের দিন

Last Updated:

Horoscope Today, 29 November 2021: জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷

রাশিফল ২৯ নভেম্বর: দেখে নিন কেমন যাবে আজকের দিন!
রাশিফল ২৯ নভেম্বর: দেখে নিন কেমন যাবে আজকের দিন!
#কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। অর্থনৈতিক অবস্থা নিয়ে আজ দুশ্চিন্তা থাকতে পারে, তবে আয় এবং ব্যয়ের হিসাব খতিয়ে দেখলে সমস্যা দূর হবে।
advertisement
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। সম্পর্কের দিক থেকে আজ দিনটি একেবারে ঠিকঠাক যাবে, কর্মক্ষেত্রে ও পরিবারে যোগ্য সমাদর লাভ হবে।
advertisement
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। সৃজনশীল কোনও কাজ শুরু করার পক্ষে দিনটি শুভ, দ্বিধা ঝেড়ে ফেলে কাজ শুরু করলে সাফল্য সুনিশ্চিত।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। আজ আজ আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে, কর্মক্ষেত্র হোক বা পরিবার, সব সমস্যার সমাধান অনায়াসে হবে৷
advertisement
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। একটানা কাজের থেকে এবার কিছুটা বিরতি ন্যায্য প্রাপ্য, নিজেকে সময় না দিলে কোনও কাজেই মন বসবে না।
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। অন্যের উপর নির্ভর না করে আজ নিজেকে উদ্যোগী হতে হবে, কর্মব্যস্ত দিন কাটলেও সাফল্য অনিবার্য৷
advertisement
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। অর্থনৈতিক ব্যাপারে আজ তাড়াহুড়ো না করাই উচিত হবে, বরং সব দিক খতিয়ে দেখে পরে সিদ্ধান্ত নিন।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। আজ যতই চেষ্টা করুন, পরিস্থিতি আয়ত্তে আসবে না, তবে বন্ধুদের সমর্থন ও সাহচর্য সঙ্গে থাকবে।
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। আজকের পরিস্থিতি সুবিধার না হলেও ভবিষ্যতে সমস্যার সমাধান হবে, তাই দুশ্চিন্তা করবেন না।
advertisement
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। আজ কর্মক্ষেত্র এবং পরিবারের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে, পরিবারকে প্রাধান্য দিতে হবে।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। কর্ম্যে উদ্যম অবশ্যই প্রশংসনীয়, তবে অতিরিক্ত কাজের ভারে আজ নিজেকে জর্জরিত করবেন না।
advertisement
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। আজ সৌভাগ্য সঙ্গে থাকবে, সব দ্বিধা ঝেড়ে ফেলে তাকে সঙ্গে নিয়ে ভবিষ্যতের প্রস্তুতি শুরু করতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Horoscope Today: রাশিফল ২৯ নভেম্বর; দেখে নিন কেমন যাবে আজকের দিন
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement