Horoscope Today: রাশিফল ২৮ অগাস্ট: প্রণয়ের সম্পর্ক নিয়ে সমস্যা! দেখে নিন কেমন যাবে আজকের দিন!

Last Updated:

জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!

ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এ ক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। আজ প্রিয়জনের সাহচর্য ছেড়ে কাজের জন্য কাছাকাছি ভ্রমণের সম্ভাবনা রয়েছে, মনখারাপ করলে চলবে না।
advertisement
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। প্রণয়ের ক্ষেত্রে অন্যজনের কাছ থেকে সাড়া না পেলে আজ শুধু বন্ধুত্ব বজায় রাখা উচিত হবে।
advertisement
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। অতিথির আগমনের সূত্রে ব্যক্তিগত সময় বলে আজ কিছু হাতে থাকবে না।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। কাজের দাবি আজ প্রণয়ের সম্পর্কে মন দিতে দেবে না, আগে তাই কাজটা শেষ করতে হবে।
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। মনের মানুষকে আজ কাছে পাবেন না, এক্ষেত্রে অন্য বন্ধুদের সঙ্গ মন ভালো রাখতে নিতে হবে।
advertisement
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। প্রিয়জনের কর্মব্যস্ততা সাময়িক, এটা নিয়ে আজ অভিযোগ না করাই উচিত হবে!
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। মনমরা হয়ে থাকলে প্রণয়ের সুযোগ আসবে না, নিরানন্দ ব্যক্তিকে কেউ পছন্দ করে না।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। প্রণয়ের সম্পর্ক নিয়ে সন্দেহ থাকলে আজ সঙ্গী/সঙ্গিনীর সঙ্গে সরাসরি আলোচনা ঠিক হবে।
advertisement
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। আজ নিজেকে সময় দেওয়াটাই প্রাধান্য হোক, মন ভালো থাকলে সব কিছু অর্জন করা যায়।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। আজ খাওয়াদাওয়া নিয়ে সংযম মেনে চলতে হবে, নাহলে পরে ভুগতে হতে পারে।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। ব্যক্তিগত সম্পর্কের পরিণতি নিয়ে সন্দেহ তৈরি হলে সরাসরি প্রশ্ন করুন আজ।
advertisement
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। নীরবতা সম্পর্কে সমস্যা বাড়াবে, তাই মনের কথা সঙ্গী/সঙ্গিনীকে খুলে বলুন আজ।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Horoscope Today: রাশিফল ২৮ অগাস্ট: প্রণয়ের সম্পর্ক নিয়ে সমস্যা! দেখে নিন কেমন যাবে আজকের দিন!
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement