Vastu Tips For Home: এটাই আসল 'চাবিকাঠি'...! মেনে চলুন এই ৫টি সহজ বাস্তু টিপস, খুলে যাবে সৌভাগ্যের দরজা, সুখ-সমৃদ্ধি উপচে পড়বে সংসারে
- Published by:Riya Das
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Vastu Tips For Home: আসলে বাড়ি এমন একটা জায়গা, যেখানে শান্তি, আনন্দ এবং সমৃদ্ধি বিরাজ করে। কিন্তু বাড়ির নকশা কেমন হবে, কিংবা ঘরের কোন জিনিস কোন অভিমুখে রাখা হবে আর কোন জিনিসটি কোন জায়গায় রাখলে জীবনে কেমন প্রভাব পড়বে, সেটা সকলেই চিন্তা করেন।
একটা বাড়ি তো আর শুধু ইট-কাঠ-পাথরের ইমারত না, বাড়ি জুড়ে ছড়িয়ে থাকুক এক গভীর শান্তির আবেশ – এটাই সকলের কাম্য। আসলে বাড়ি এমন একটা জায়গা, যেখানে শান্তি, আনন্দ এবং সমৃদ্ধি বিরাজ করে। কিন্তু বাড়ির নকশা কেমন হবে, কিংবা ঘরের কোন জিনিস কোন অভিমুখে রাখা হবে আর কোন জিনিসটি কোন জায়গায় রাখলে জীবনে কেমন প্রভাব পড়বে, সেটা সকলেই চিন্তা করেন।
আর এই এই বিষয়টা বুঝতে এবং বাড়িতে কেমন এনার্জি বিরাজ করবে, সেটা অনুভব করতে সাহায্য করতে পারে বাস্তুশাস্ত্র। মধ্যপ্রদেশের ইনদওরের জ্যোতিষী, বাস্তুবিদ এবং সংখ্যাতত্ত্ববিদ হিমাচল সিং এই বিষয়টির উপর আলোকপাত করেছেন।
advertisement
advertisement
বাস্তুশাস্ত্র মতে, সঠিক দিশায় জিনিসপত্র রাখা হলে অথবা ছোটখাটো পরিবর্তন আনা হলে বাড়ির মধ্যে ইতিবাচক এনার্জি বজায় থাকে। এখানেই শেষ নয়, ঘরের বাসিন্দাদের জীবনে ধনলক্ষ্মীর আশীর্বাদ উপচে পড়ে। সেই সঙ্গে আসে মানসিক প্রশান্তিও। আজকের প্রতিবেদনে ৫টি সহজ বাস্তু টিপস নিয়ে আলোচনা করে নেওয়া যাক। যা ধনসম্পদ এবং ইতিবাচক এনার্জির উৎসস্থল হয়ে উঠবে বাড়ি।
advertisement
সহজ বাস্তু টিপস:
১. বাড়ির উত্তর অথবা উত্তর-পূর্ব দিশায় জলের ধারা অথবা অ্যাকোয়ারিয়াম রাখতে হবে। বহমান জলধারার শব্দ শান্তি এবং ইতিবাচক এনার্জি বয়ে আনবে। বাস্তু মতে, এই দিশায় বহমান জলধারা রাখলে তা শুভ বলে প্রমাণিত হতে পারে। সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি একটি অ্যাকোয়ারিয়াম অথবা ছোট জলধারা ক্রমাগত আয়ের প্রতীক।
advertisement
২. বাড়ির দক্ষিণ-পূর্ব দিশায় একটি লাল বাতি প্রজ্জ্বলিত করতে হবে। কারণ দক্ষিণ-পূর্ব কোণের সঙ্গে অগ্নির যোগ রয়েছে। একটা লাল বাল্ব, প্রদীপ অথবা মোমবাতি সম্পদ ও খ্যাতিকে আকর্ষণ করে। এতে কাজ এবং আয়ে এনার্জির সঞ্চার ঘটে। সাফল্যের পথও নিশ্চিত হয়।
৩. পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব কোণে একটি ব্যাম্বু প্ল্যান্ট বা বাঁশ গাছ রাখতে হবে। ব্যাম্বু প্ল্যান্ট শুধু আকর্ষণীয়ই নয়, এটি উন্নতি এবং সৌভাগ্যের প্রতীক। এই দিশায় রাখা হলে বাড়িতে শান্তি, সম্প্রীতি এবং ইতিবাচক এনার্জি বজায় থাকে। অনেক সময় একে লাকি বাম্বুও বলা হয়। অফিসের ডেস্ক এবং ড্রয়িং রুম বা বসার ঘরে এই গাছ রাখা হলে তা উপযোগী বলে প্রমাণিত হবে।
advertisement
৪. বাড়ির পশ্চিম দিশায় কয়েন বা মুদ্রায় ভর্তি একটি বাটি রাখতে হবে। সম্পদ আহরণ এবং সঞ্চয় চালিয়ে যাওয়ার জন্য ঘরের পশ্চিম দিকে কয়েন ভর্তি একটি কাচের জার অথবা বাটি বসিয়ে রাখতে হবে। সময়ের সঙ্গে সঙ্গে এটা গৃহের বাসিন্দাদের আর্থিক অবস্থান মজবুত করবে।
৫. ঘরের ব্রহ্মস্থান বা বাড়ির কেন্দ্রস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন এবং খোলামেলা রাখতে হবে। এটি বাড়ির এনার্জির মূল উৎসস্থল। যদি বাড়ির কেন্দ্রস্থলে ধুলো-ময়লা, ভারি ভারি আসবাবপত্র, জঞ্জাল জমা হয়, তাহলে এনার্জির প্রবাহ অবরুদ্ধ হয়। এই জায়গাটি খোলামেলা এবং পরিচ্ছন্ন রাখা হলে ঘরের ভারসাম্য বজায় থাকে। শুধু তা-ই নয়, বাড়িতে তরতাজা ভাব এবং সম্পদের এনার্জি বিরাজ করে।
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 10, 2025 3:06 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Vastu Tips For Home: এটাই আসল 'চাবিকাঠি'...! মেনে চলুন এই ৫টি সহজ বাস্তু টিপস, খুলে যাবে সৌভাগ্যের দরজা, সুখ-সমৃদ্ধি উপচে পড়বে সংসারে